ক্রীড়া ডেস্ক

এই তো গত সেপ্টেম্বরেই ঘরের মাঠে নিউজিল্যান্ডকে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই করেছিল শ্রীলঙ্কা। সে হিসেবে সবাই আশা করেছিলেন এবার নিউজিল্যান্ডের তাসমান প্রতিবেশী অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দৃঢ়তা দেখাবেন লঙ্কানরা। কিন্তু কোথায় কি, উল্টো এবার নিজেরাই হোয়াইটওয়াশ হওয়ার পথে। প্রথম টেস্টে নিজেদের টেস্ট ইতিহাসের ইনিংস ব্যবধানে সবচেয়ে বড় হারের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও হারের খুব কাছে লঙ্কানরা।
গলেতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২৫৭ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪১৪ রান তুললে ইনিংস হার চোখ রাঙাচ্ছিল স্বাগতিকদের। অ্যাঞ্জেলো ম্যাথুসের ৭৬ এবং কামিন্দু মেন্ডিসের অপরাজিত ৪৮ রানের সুবাদে শ্রীলঙ্কা ইনিংস হার এড়াতে পারও, হারের খুব কাছাকাছিই অবস্থান স্বাগতিকদের। তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার রান ৮ উইকেটে ২১১। লিড মাত্র ৫৪। বাকি ২ উইকেট নিয়ে যত ভালোই করুক না শ্রীলঙ্কা, লিডটা কিছুতেই অস্ট্রেলিয়ার নাগালের বাইরে যাওয়ার কথা নয়।
১৫৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে প্রথম ইনিংসের মতোই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তাঁরা। নিজের বিদায়ী টেস্টে প্রথম ইনিংসে ৩২ করা দিমুথ করুনারত্নে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ (১৪)। প্রথম ইনিংসে হার না মানা ৮৫ রান করা কুশল মেন্ডিস দ্বিতীয় ইনিংসেও দলের ভরসা হয়ে ৪৮ রানে অপরাজিত আছেন। সতীর্থদের ব্যর্থতার মিছিলে মেন্ডিসের দাঁড়িয়ে যাওয়ার আগে ইনিংস সর্বোচ্চ ৭৬ করেন অ্যাঞ্জেলো ম্যাথুস।
এর আগে অস্ট্রেলিয়া ৪১৪ রানে শেষ করে প্রথম ইনিংস। আগের দিনের অপরাজিত দুই সেঞ্চুরিয়ান স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি এদিন অবশ্য খুব দূর এগোতে পারেননি। আগের দিনের ১২০ রান নিয়ে খেলা শুরু করা স্মিথ আউট হয়েছেন ১৩১ রানে। আর ১৩৯ রান নিয়ে দিন শুরু করা ক্যারি আউট হয়েছেন ১৫৬ রানে। আগের দিনের ২৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে এদিন তাঁরা যোগ করতে পারেন মাত্র ২০ রান। ৪১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৪১৪ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

এই তো গত সেপ্টেম্বরেই ঘরের মাঠে নিউজিল্যান্ডকে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই করেছিল শ্রীলঙ্কা। সে হিসেবে সবাই আশা করেছিলেন এবার নিউজিল্যান্ডের তাসমান প্রতিবেশী অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দৃঢ়তা দেখাবেন লঙ্কানরা। কিন্তু কোথায় কি, উল্টো এবার নিজেরাই হোয়াইটওয়াশ হওয়ার পথে। প্রথম টেস্টে নিজেদের টেস্ট ইতিহাসের ইনিংস ব্যবধানে সবচেয়ে বড় হারের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও হারের খুব কাছে লঙ্কানরা।
গলেতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২৫৭ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪১৪ রান তুললে ইনিংস হার চোখ রাঙাচ্ছিল স্বাগতিকদের। অ্যাঞ্জেলো ম্যাথুসের ৭৬ এবং কামিন্দু মেন্ডিসের অপরাজিত ৪৮ রানের সুবাদে শ্রীলঙ্কা ইনিংস হার এড়াতে পারও, হারের খুব কাছাকাছিই অবস্থান স্বাগতিকদের। তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার রান ৮ উইকেটে ২১১। লিড মাত্র ৫৪। বাকি ২ উইকেট নিয়ে যত ভালোই করুক না শ্রীলঙ্কা, লিডটা কিছুতেই অস্ট্রেলিয়ার নাগালের বাইরে যাওয়ার কথা নয়।
১৫৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে প্রথম ইনিংসের মতোই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তাঁরা। নিজের বিদায়ী টেস্টে প্রথম ইনিংসে ৩২ করা দিমুথ করুনারত্নে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ (১৪)। প্রথম ইনিংসে হার না মানা ৮৫ রান করা কুশল মেন্ডিস দ্বিতীয় ইনিংসেও দলের ভরসা হয়ে ৪৮ রানে অপরাজিত আছেন। সতীর্থদের ব্যর্থতার মিছিলে মেন্ডিসের দাঁড়িয়ে যাওয়ার আগে ইনিংস সর্বোচ্চ ৭৬ করেন অ্যাঞ্জেলো ম্যাথুস।
এর আগে অস্ট্রেলিয়া ৪১৪ রানে শেষ করে প্রথম ইনিংস। আগের দিনের অপরাজিত দুই সেঞ্চুরিয়ান স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি এদিন অবশ্য খুব দূর এগোতে পারেননি। আগের দিনের ১২০ রান নিয়ে খেলা শুরু করা স্মিথ আউট হয়েছেন ১৩১ রানে। আর ১৩৯ রান নিয়ে দিন শুরু করা ক্যারি আউট হয়েছেন ১৫৬ রানে। আগের দিনের ২৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে এদিন তাঁরা যোগ করতে পারেন মাত্র ২০ রান। ৪১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৪১৪ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৬ মিনিট আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৪১ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
২ ঘণ্টা আগে