ক্রীড়া ডেস্ক

এই তো গত সেপ্টেম্বরেই ঘরের মাঠে নিউজিল্যান্ডকে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই করেছিল শ্রীলঙ্কা। সে হিসেবে সবাই আশা করেছিলেন এবার নিউজিল্যান্ডের তাসমান প্রতিবেশী অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দৃঢ়তা দেখাবেন লঙ্কানরা। কিন্তু কোথায় কি, উল্টো এবার নিজেরাই হোয়াইটওয়াশ হওয়ার পথে। প্রথম টেস্টে নিজেদের টেস্ট ইতিহাসের ইনিংস ব্যবধানে সবচেয়ে বড় হারের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও হারের খুব কাছে লঙ্কানরা।
গলেতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২৫৭ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪১৪ রান তুললে ইনিংস হার চোখ রাঙাচ্ছিল স্বাগতিকদের। অ্যাঞ্জেলো ম্যাথুসের ৭৬ এবং কামিন্দু মেন্ডিসের অপরাজিত ৪৮ রানের সুবাদে শ্রীলঙ্কা ইনিংস হার এড়াতে পারও, হারের খুব কাছাকাছিই অবস্থান স্বাগতিকদের। তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার রান ৮ উইকেটে ২১১। লিড মাত্র ৫৪। বাকি ২ উইকেট নিয়ে যত ভালোই করুক না শ্রীলঙ্কা, লিডটা কিছুতেই অস্ট্রেলিয়ার নাগালের বাইরে যাওয়ার কথা নয়।
১৫৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে প্রথম ইনিংসের মতোই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তাঁরা। নিজের বিদায়ী টেস্টে প্রথম ইনিংসে ৩২ করা দিমুথ করুনারত্নে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ (১৪)। প্রথম ইনিংসে হার না মানা ৮৫ রান করা কুশল মেন্ডিস দ্বিতীয় ইনিংসেও দলের ভরসা হয়ে ৪৮ রানে অপরাজিত আছেন। সতীর্থদের ব্যর্থতার মিছিলে মেন্ডিসের দাঁড়িয়ে যাওয়ার আগে ইনিংস সর্বোচ্চ ৭৬ করেন অ্যাঞ্জেলো ম্যাথুস।
এর আগে অস্ট্রেলিয়া ৪১৪ রানে শেষ করে প্রথম ইনিংস। আগের দিনের অপরাজিত দুই সেঞ্চুরিয়ান স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি এদিন অবশ্য খুব দূর এগোতে পারেননি। আগের দিনের ১২০ রান নিয়ে খেলা শুরু করা স্মিথ আউট হয়েছেন ১৩১ রানে। আর ১৩৯ রান নিয়ে দিন শুরু করা ক্যারি আউট হয়েছেন ১৫৬ রানে। আগের দিনের ২৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে এদিন তাঁরা যোগ করতে পারেন মাত্র ২০ রান। ৪১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৪১৪ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

এই তো গত সেপ্টেম্বরেই ঘরের মাঠে নিউজিল্যান্ডকে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই করেছিল শ্রীলঙ্কা। সে হিসেবে সবাই আশা করেছিলেন এবার নিউজিল্যান্ডের তাসমান প্রতিবেশী অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দৃঢ়তা দেখাবেন লঙ্কানরা। কিন্তু কোথায় কি, উল্টো এবার নিজেরাই হোয়াইটওয়াশ হওয়ার পথে। প্রথম টেস্টে নিজেদের টেস্ট ইতিহাসের ইনিংস ব্যবধানে সবচেয়ে বড় হারের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও হারের খুব কাছে লঙ্কানরা।
গলেতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২৫৭ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪১৪ রান তুললে ইনিংস হার চোখ রাঙাচ্ছিল স্বাগতিকদের। অ্যাঞ্জেলো ম্যাথুসের ৭৬ এবং কামিন্দু মেন্ডিসের অপরাজিত ৪৮ রানের সুবাদে শ্রীলঙ্কা ইনিংস হার এড়াতে পারও, হারের খুব কাছাকাছিই অবস্থান স্বাগতিকদের। তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার রান ৮ উইকেটে ২১১। লিড মাত্র ৫৪। বাকি ২ উইকেট নিয়ে যত ভালোই করুক না শ্রীলঙ্কা, লিডটা কিছুতেই অস্ট্রেলিয়ার নাগালের বাইরে যাওয়ার কথা নয়।
১৫৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে প্রথম ইনিংসের মতোই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তাঁরা। নিজের বিদায়ী টেস্টে প্রথম ইনিংসে ৩২ করা দিমুথ করুনারত্নে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ (১৪)। প্রথম ইনিংসে হার না মানা ৮৫ রান করা কুশল মেন্ডিস দ্বিতীয় ইনিংসেও দলের ভরসা হয়ে ৪৮ রানে অপরাজিত আছেন। সতীর্থদের ব্যর্থতার মিছিলে মেন্ডিসের দাঁড়িয়ে যাওয়ার আগে ইনিংস সর্বোচ্চ ৭৬ করেন অ্যাঞ্জেলো ম্যাথুস।
এর আগে অস্ট্রেলিয়া ৪১৪ রানে শেষ করে প্রথম ইনিংস। আগের দিনের অপরাজিত দুই সেঞ্চুরিয়ান স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি এদিন অবশ্য খুব দূর এগোতে পারেননি। আগের দিনের ১২০ রান নিয়ে খেলা শুরু করা স্মিথ আউট হয়েছেন ১৩১ রানে। আর ১৩৯ রান নিয়ে দিন শুরু করা ক্যারি আউট হয়েছেন ১৫৬ রানে। আগের দিনের ২৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে এদিন তাঁরা যোগ করতে পারেন মাত্র ২০ রান। ৪১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৪১৪ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
১০ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
১১ ঘণ্টা আগে