
অবশেষে নিউজিল্যান্ড থেকে এল স্বস্তির খবর। চতুর্থ করোনা পরীক্ষায় দলের সবার নেগেটিভ আসায় আগামীকাল থেকে অনুশীলন শুরু করতে পারবে বাংলাদেশ দল। দলের ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন আজ সকালে এক ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১২ ডিসেম্বর নিউজিল্যান্ডে পৌঁছার পর থেকেই কোয়ারেন্টিনে আছে বাংলাদেশ দল। যদিও এবারের নিউজিল্যান্ড সফরে মুমিনুলদের কোয়ারেন্টিন করার কথা ছিল সাত দিন। কিন্তু স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও বাংলাদেশ দলের নিউজিল্যান্ডগামী বিমানের এক যাত্রী করোনায় আক্রান্ত হওয়ায় কোয়ারিন্টেনে থাকার সময়।
দুই দফায় কোয়ারেন্টিনে থাকার সময় বাড়ার পর গতকাল দলের সবার চতুর্থ করোনা পরীক্ষা হয়। এতে সবারই নেগেটিভ ফল এসেছে। নিউজিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় সুজন বলেন, ‘গতকাল ১৯ ডিসেম্বর আমাদের সবার আরেক দফা করোনা টেস্ট হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা সবাই নেগেটিভ। নেগেটিভ হওয়ার কারণে আমরা এখান থেকে আগামীকাল বের হতে পারব এবং অনুশীলনে যেতে পারব।’
ক্রাইস্টচার্চের লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে আগামীকাল থেকে অনুশীলন করবে বাংলাদেশ দল। দলের অনুশীলন প্রসঙ্গে সুজন বলেন, ‘আগামীকাল সকাল সোয়া ১০টা থেকে অনুশীলন শুরু লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে, যেখানে আমরা জিমের সুবিধাও পাব। ওখানে অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব, সবই করতে পারব। নিজেদের তৈরি করতে পারব প্রথম টেস্ট ম্যাচের জন্য।’
বাংলাদেশ-নিউজিল্যান্ডের দুই টেস্ট সিরিজের প্রথমটি গড়াবে মাউন্ট মঙ্গানুইতে নতুন বছরের প্রথম দিন। ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ দল।

অবশেষে নিউজিল্যান্ড থেকে এল স্বস্তির খবর। চতুর্থ করোনা পরীক্ষায় দলের সবার নেগেটিভ আসায় আগামীকাল থেকে অনুশীলন শুরু করতে পারবে বাংলাদেশ দল। দলের ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন আজ সকালে এক ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১২ ডিসেম্বর নিউজিল্যান্ডে পৌঁছার পর থেকেই কোয়ারেন্টিনে আছে বাংলাদেশ দল। যদিও এবারের নিউজিল্যান্ড সফরে মুমিনুলদের কোয়ারেন্টিন করার কথা ছিল সাত দিন। কিন্তু স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও বাংলাদেশ দলের নিউজিল্যান্ডগামী বিমানের এক যাত্রী করোনায় আক্রান্ত হওয়ায় কোয়ারিন্টেনে থাকার সময়।
দুই দফায় কোয়ারেন্টিনে থাকার সময় বাড়ার পর গতকাল দলের সবার চতুর্থ করোনা পরীক্ষা হয়। এতে সবারই নেগেটিভ ফল এসেছে। নিউজিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় সুজন বলেন, ‘গতকাল ১৯ ডিসেম্বর আমাদের সবার আরেক দফা করোনা টেস্ট হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা সবাই নেগেটিভ। নেগেটিভ হওয়ার কারণে আমরা এখান থেকে আগামীকাল বের হতে পারব এবং অনুশীলনে যেতে পারব।’
ক্রাইস্টচার্চের লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে আগামীকাল থেকে অনুশীলন করবে বাংলাদেশ দল। দলের অনুশীলন প্রসঙ্গে সুজন বলেন, ‘আগামীকাল সকাল সোয়া ১০টা থেকে অনুশীলন শুরু লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে, যেখানে আমরা জিমের সুবিধাও পাব। ওখানে অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব, সবই করতে পারব। নিজেদের তৈরি করতে পারব প্রথম টেস্ট ম্যাচের জন্য।’
বাংলাদেশ-নিউজিল্যান্ডের দুই টেস্ট সিরিজের প্রথমটি গড়াবে মাউন্ট মঙ্গানুইতে নতুন বছরের প্রথম দিন। ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৭ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৯ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১২ ঘণ্টা আগে