
টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় ভারত। গতকাল নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারের পর ক্রিকেটারদের ওপর ক্ষুব্ধ ভারতীয় সমর্থকেরা। মাঠে বিরাট কোহলিদের এমন হতাশাজনক পারফরম্যান্সে সমর্থকেরা কাঠগড়ায় তুলেছে কোচ রবি শাস্ত্রীকেও।
শাস্ত্রীর সময়ে ভারত এর আগেও আইসিসি টুর্নামেন্টের নক আউট পর্বে ব্যর্থ হয়েছে। তখনো ভারতীয় সমর্থকেরা ক্ষোভের কারণ হয়েছিলেন শাস্ত্রী। গতকাল আরও একবার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে ভারত। এবারও দলের বাজে পারফরম্যান্সে সমালোচনার তির শাস্ত্রীর দিকে।
ভারতীয় সমর্থকদের কেউ কেউ শাস্ত্রীকে ধারাভাষ্যকারের ভূমিকায় ফেরার পরামর্শ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক সমর্থক লিখেছেন, ‘আপনাকে ধারাভাষ্য প্যানেলে আবারও স্বাগত’। কেউ আবার সরাসরি তাঁকে উদ্দেশ করে কটাক্ষও করছেন। ভারত কোচকে ইঙ্গিত করে এমন ঝাঁজালো মন্তব্য আর মিম পোস্ট ভাসছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাস্ত্রী ছবি পোস্ট করে আরেক সমর্থক লিখেছেন, ‘রবি শাস্ত্রীর অভিব্যক্তি বলে দিচ্ছে তিনি এরই মধ্যে জেনে গেছেন ভারত বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে’।
২০১৭ সালে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন শাস্ত্রী। দায়িত্ব নেওয়ার পর সাবেক এই ভারতীয় অলরাউন্ডারের সময়ে টেস্টে দেশের বাইরে সাফল্য পেয়েছে ভারত। তারপরও গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ব্যর্থতাই সমর্থকদের চোখে পড়ছে বেশি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। এর আগে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে কেন উইলিয়ামসনদের কাছে হেরেছিলেন বিরাট কোহলিরা। এবার নিউজিল্যান্ডের কাছে হারল অঘোষিত কোয়ার্টার ফাইনালে। এদিকে বিশ্বকাপের পরে ভারতের কোচ হিসেবে শাস্ত্রীর মেয়াদ শেষ হচ্ছে। বিশ্বকাপে দলের এই হতাশাজনক পারফরম্যান্সে আইসিসি ট্রফি ছাড়াই তাঁর কোচিং ক্যারিয়ারের সমাপ্তি হতে চলছে। সেটিও শেষবেলায় দর্শকদের এমন রোষের মুখে পড়ে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় ভারত। গতকাল নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারের পর ক্রিকেটারদের ওপর ক্ষুব্ধ ভারতীয় সমর্থকেরা। মাঠে বিরাট কোহলিদের এমন হতাশাজনক পারফরম্যান্সে সমর্থকেরা কাঠগড়ায় তুলেছে কোচ রবি শাস্ত্রীকেও।
শাস্ত্রীর সময়ে ভারত এর আগেও আইসিসি টুর্নামেন্টের নক আউট পর্বে ব্যর্থ হয়েছে। তখনো ভারতীয় সমর্থকেরা ক্ষোভের কারণ হয়েছিলেন শাস্ত্রী। গতকাল আরও একবার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে ভারত। এবারও দলের বাজে পারফরম্যান্সে সমালোচনার তির শাস্ত্রীর দিকে।
ভারতীয় সমর্থকদের কেউ কেউ শাস্ত্রীকে ধারাভাষ্যকারের ভূমিকায় ফেরার পরামর্শ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক সমর্থক লিখেছেন, ‘আপনাকে ধারাভাষ্য প্যানেলে আবারও স্বাগত’। কেউ আবার সরাসরি তাঁকে উদ্দেশ করে কটাক্ষও করছেন। ভারত কোচকে ইঙ্গিত করে এমন ঝাঁজালো মন্তব্য আর মিম পোস্ট ভাসছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাস্ত্রী ছবি পোস্ট করে আরেক সমর্থক লিখেছেন, ‘রবি শাস্ত্রীর অভিব্যক্তি বলে দিচ্ছে তিনি এরই মধ্যে জেনে গেছেন ভারত বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে’।
২০১৭ সালে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন শাস্ত্রী। দায়িত্ব নেওয়ার পর সাবেক এই ভারতীয় অলরাউন্ডারের সময়ে টেস্টে দেশের বাইরে সাফল্য পেয়েছে ভারত। তারপরও গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ব্যর্থতাই সমর্থকদের চোখে পড়ছে বেশি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। এর আগে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে কেন উইলিয়ামসনদের কাছে হেরেছিলেন বিরাট কোহলিরা। এবার নিউজিল্যান্ডের কাছে হারল অঘোষিত কোয়ার্টার ফাইনালে। এদিকে বিশ্বকাপের পরে ভারতের কোচ হিসেবে শাস্ত্রীর মেয়াদ শেষ হচ্ছে। বিশ্বকাপে দলের এই হতাশাজনক পারফরম্যান্সে আইসিসি ট্রফি ছাড়াই তাঁর কোচিং ক্যারিয়ারের সমাপ্তি হতে চলছে। সেটিও শেষবেলায় দর্শকদের এমন রোষের মুখে পড়ে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৪ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৫ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৮ ঘণ্টা আগে