বাংলাদেশকে একটা জায়গায় মুক্তি দিল শ্রীলঙ্কা। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৮৭ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপে এটিই ছিল এতদিন ধরে সর্বনিম্ন স্কোর। ২৩ বছর পর সেই ‘অভিশাপ’ থেকে মুক্তি পেল বাংলাদেশ।
এশিয়া কাপে সর্বনিম্ন ইনিংসটি এখন শ্রীলঙ্কার। সেটিও ফাইনালে, স্বাগতিক হিসেবে! আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের এমন লজ্জায় ডুবিয়েছে ভারত। মাত্র ৫০ রানেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। স্বাগতিকেরা টিকতে পেরেছে ১৫.২ ওভার।
টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার ইনিংসের প্রথম ওভারে ওপেনার কুশল পেরেরাকে দিয়ে ভারতের উইকেট উদ্যাপন শুরু। জসপ্রীত বুমরাহ প্রথম উইকেট পেলেও এরপর আলো ছড়িয়েছেন মোহাম্মদ সিরাজ। ইনিংসের দ্বিতীয় ওভার মেইডেনের পর নিজের দ্বিতীয় ওভারে হ্যাটট্রিক হাতছাড়া করলেও নেন ৪ উইকেট। প্রথম ভারতীয় হিসেবে এক ওভারে চার উইকেট নেওয়ার কীর্তি গড়লেন সিরাজ।
সেই সঙ্গে লঙ্কানদের সাবেক পেসার চামিন্দা পেসারকেও মনে করিয়ে দিলেন তিনি। ২০০৩ বিশ্বকাপে ইনিংসের প্রথম ওভারে চার উইকেট নিয়েছিলেন ভাস। তবে প্রথম তিন বলেই হ্যাটট্রি করেন তিনি। ৬ বলে সর্বোচ্চ ৪ উইকেট নেওয়ার আগের কীর্তিটিও আরেক শ্রীলঙ্কার। লাসিথ মালিঙ্গা ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরপর চার উইকেট নিয়েছিলেন দুই ওভার মিলিয়ে।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরাজ ৭ ওভারে ২১ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট পেয়েছেন ভারতীয় পেসার। করেছেন আরেকটি রেকর্ডও। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে সেরা বোলিং ফিগার এটি। আগের রেকর্ডটি ছিল ওয়াকার ইউনিসের। ১৯৯০ সালে শারজায় ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৫ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১০ ঘণ্টা আগে