ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে পরশু। এই সিরিজ চলার মধ্যেই শুরু হয়ে যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম। দুটিই যখন চলবে সমান্তরালে, তখন ভিন্ন এক পরিকল্পনা শাহিন শাহ আফ্রিদি করেছেন বলে জানা গেছে।
২০২৪-২৫ বিপিএলে শাহিন শাহ আফ্রিদিকে সরাসরি চুক্তিতে নিয়েছে ফরচুন বরিশাল। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হবে ৩০ ডিসেম্বর। প্রথম ম্যাচেই বরিশাল খেলবে দুর্বার রাজশাহীর বিপক্ষে। এখন শাহিন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বিবেচনা করতে নিষেধ করেছেন বলে আজ ভারতীয় গণমাধ্যমে জানা গেছে। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাত দিয়ে সূত্র বলেছে, ‘তিনি ম্যানেজমেন্ট ও বোর্ডকে নিশ্চিত করেছেন যে ভালো টাকা পাওয়া যাবে। টুর্নামেন্টের সময় ফিটনেস ও ওয়ার্কলোড নিয়ে কাজ করবেন। এ কারণে তার এই লিগে খেলার অনুমতি দেওয়া উচিত।’
বিপিএলের নতুন মৌসুম চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সেই টুর্নামেন্ট শেষ হতে না হতেই পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু। ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ত্রিদেশীয় সিরিজ। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই শুরু চ্যাম্পিয়নস ট্রফি। পিটিআইয়ের বরাত দিয়ে সেই সূত্র বলেছে, ‘সত্যি হচ্ছে যে শাহিন নিজেকে টেস্ট সিরিজের জন্য বিবেচনা না করতে অনুরোধ করেছেন। যত দিন না চ্যাম্পিয়নস ট্রফি শেষ হচ্ছে তত দিন পর্যন্ত না খেলানোর অনুরোধ শাহিনের। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের আগেই ফিট হয়ে উঠবেন বলে শাহিন জানিয়েছেন। এরপরই ঘরের মাঠে শুরু চ্যাম্পিয়নস ট্রফি।’
দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার ওয়ানডে সিরিজে পাকিস্তান হোয়াইটওয়াশ করেছে এবারই। জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ওয়ানডেতে পরশু ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন মেথডে (ডিএলএস) ৩৬ রানে জিতেছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে ধবলধোলাইয়ের অন্যতম নায়ক শাহিন। সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন ৬.৫২ ইকোনমিতে। তাছাড়া দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার কথা ৭ জানুয়ারি।কেপটাউনে ৩ জানুয়ারি শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।

দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে পরশু। এই সিরিজ চলার মধ্যেই শুরু হয়ে যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম। দুটিই যখন চলবে সমান্তরালে, তখন ভিন্ন এক পরিকল্পনা শাহিন শাহ আফ্রিদি করেছেন বলে জানা গেছে।
২০২৪-২৫ বিপিএলে শাহিন শাহ আফ্রিদিকে সরাসরি চুক্তিতে নিয়েছে ফরচুন বরিশাল। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হবে ৩০ ডিসেম্বর। প্রথম ম্যাচেই বরিশাল খেলবে দুর্বার রাজশাহীর বিপক্ষে। এখন শাহিন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বিবেচনা করতে নিষেধ করেছেন বলে আজ ভারতীয় গণমাধ্যমে জানা গেছে। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাত দিয়ে সূত্র বলেছে, ‘তিনি ম্যানেজমেন্ট ও বোর্ডকে নিশ্চিত করেছেন যে ভালো টাকা পাওয়া যাবে। টুর্নামেন্টের সময় ফিটনেস ও ওয়ার্কলোড নিয়ে কাজ করবেন। এ কারণে তার এই লিগে খেলার অনুমতি দেওয়া উচিত।’
বিপিএলের নতুন মৌসুম চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সেই টুর্নামেন্ট শেষ হতে না হতেই পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু। ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ত্রিদেশীয় সিরিজ। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই শুরু চ্যাম্পিয়নস ট্রফি। পিটিআইয়ের বরাত দিয়ে সেই সূত্র বলেছে, ‘সত্যি হচ্ছে যে শাহিন নিজেকে টেস্ট সিরিজের জন্য বিবেচনা না করতে অনুরোধ করেছেন। যত দিন না চ্যাম্পিয়নস ট্রফি শেষ হচ্ছে তত দিন পর্যন্ত না খেলানোর অনুরোধ শাহিনের। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের আগেই ফিট হয়ে উঠবেন বলে শাহিন জানিয়েছেন। এরপরই ঘরের মাঠে শুরু চ্যাম্পিয়নস ট্রফি।’
দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার ওয়ানডে সিরিজে পাকিস্তান হোয়াইটওয়াশ করেছে এবারই। জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ওয়ানডেতে পরশু ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন মেথডে (ডিএলএস) ৩৬ রানে জিতেছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে ধবলধোলাইয়ের অন্যতম নায়ক শাহিন। সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন ৬.৫২ ইকোনমিতে। তাছাড়া দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার কথা ৭ জানুয়ারি।কেপটাউনে ৩ জানুয়ারি শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।

ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
৩৯ মিনিট আগে
ক্রিকেটের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে বৈভব সূর্যবংশী নামটাও অজানা নয়। তাঁর বয়স সবে ১৪; মুখাবয়বে এখনো শৈশবের ছোঁয়া। কিন্তু এই বয়সেই ক্রিকেটের এই বিস্ময় বালক ব্যাট হাতে আগুনের হলকা তুলছেন। যুব ক্রিকেট তো বটেই, তাঁর ব্যাটিং দক্ষতা আইপিএলের কল্যাণেও ক্রিকেটপ্রেমীদের জানা। সেই সূর্যবংশীদের বিপক্ষে
১ ঘণ্টা আগে
গৃহবিবাদ কেটেছে। কিন্তু আন্তর্জাতিকভাবে যে জট লেগে আছে, তা কাটবে কি? এটাই এখন প্রশ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার ইস্যুর সমাধান এখনো হয়নি; অথচ সময় আর বেশি বাকি নেই।
১ ঘণ্টা আগে
সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
১৩ ঘণ্টা আগে