
দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে পরশু। এই সিরিজ চলার মধ্যেই শুরু হয়ে যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম। দুটিই যখন চলবে সমান্তরালে, তখন ভিন্ন এক পরিকল্পনা শাহিন শাহ আফ্রিদি করেছেন বলে জানা গেছে।
২০২৪-২৫ বিপিএলে শাহিন শাহ আফ্রিদিকে সরাসরি চুক্তিতে নিয়েছে ফরচুন বরিশাল। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হবে ৩০ ডিসেম্বর। প্রথম ম্যাচেই বরিশাল খেলবে দুর্বার রাজশাহীর বিপক্ষে। এখন শাহিন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বিবেচনা করতে নিষেধ করেছেন বলে আজ ভারতীয় গণমাধ্যমে জানা গেছে। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাত দিয়ে সূত্র বলেছে, ‘তিনি ম্যানেজমেন্ট ও বোর্ডকে নিশ্চিত করেছেন যে ভালো টাকা পাওয়া যাবে। টুর্নামেন্টের সময় ফিটনেস ও ওয়ার্কলোড নিয়ে কাজ করবেন। এ কারণে তার এই লিগে খেলার অনুমতি দেওয়া উচিত।’
বিপিএলের নতুন মৌসুম চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সেই টুর্নামেন্ট শেষ হতে না হতেই পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু। ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ত্রিদেশীয় সিরিজ। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই শুরু চ্যাম্পিয়নস ট্রফি। পিটিআইয়ের বরাত দিয়ে সেই সূত্র বলেছে, ‘সত্যি হচ্ছে যে শাহিন নিজেকে টেস্ট সিরিজের জন্য বিবেচনা না করতে অনুরোধ করেছেন। যত দিন না চ্যাম্পিয়নস ট্রফি শেষ হচ্ছে তত দিন পর্যন্ত না খেলানোর অনুরোধ শাহিনের। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের আগেই ফিট হয়ে উঠবেন বলে শাহিন জানিয়েছেন। এরপরই ঘরের মাঠে শুরু চ্যাম্পিয়নস ট্রফি।’
দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার ওয়ানডে সিরিজে পাকিস্তান হোয়াইটওয়াশ করেছে এবারই। জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ওয়ানডেতে পরশু ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন মেথডে (ডিএলএস) ৩৬ রানে জিতেছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে ধবলধোলাইয়ের অন্যতম নায়ক শাহিন। সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন ৬.৫২ ইকোনমিতে। তাছাড়া দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার কথা ৭ জানুয়ারি।কেপটাউনে ৩ জানুয়ারি শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
৩ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
১০ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে