Ajker Patrika

ইবাদতঝড়ে দিশেহারা নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১২: ১০
ইবাদতঝড়ে দিশেহারা নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে শেষ বিকেলে আগুন ঝরাচ্ছেন ইবাদত হোসেন। দ্রুততম সময়ের মধ্যে তিন কিউই ব্যাটারকে ফিরিয়ে স্বাগতিকদের ব্যাকফুটে ঠেলে দিয়েছেন এই বাংলাদেশি পেসার। প্রথমে দলীয় ১৩৬ রানে দারুণ ব্যাট করতে থাকা উইল ইয়ংকে (৬৯) দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন ইবাদত। এক বল বিরতি দিয়ে কোনো রান যোগ করার আগেই হেনরি নিকোলসের স্টাম্পও ভেঙে দেন এই পেসার। পরের ওভারে শূন্য রানে ফেরান টম ব্লান্ডেলকেও।

এর আগে ডেভন কনওয়েকেও ফেরান ইবাদত। মুহূর্তের মধ্যে তিন উইকেট হারিয়ে এখন ধুঁকছে নিউজিল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৩৬। 

নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে ১৫০ রানের লিড চেয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্যের কাছাকাছি গিয়ে নিজেদের ইনিংসের ইতি টেনেছে মুমিনুল হকের দল। নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ থেমেছে ৪৫৮ রানে। অতিথিদের লিড ১৩০ রানের।

১৩০ রানে পিছিয়ে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানে প্রথম ধাক্কা খায় নিউজিল্যান্ড। ১৪ রান করা অধিনায়ক টম ল্যাথামকে বোল্ড করে ফেরান তাসকিন আহমেদ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়েকেও ডানা মেলতে দেননি ইবাদত হোসেন৷ ১৩ করে ফেরেন কনওয়ে৷ তখন নিউজিল্যান্ডের রান ৬৩। রস টেলর ও উইল ইয়ং ধাক্কা সামাল দিলেও পরে ইবাদত তিন উইকেট নিয়ে ধসিয়ে দেন কিউই মিডল অর্ডার।

এর আগে দিনের শুরুটা দারুণভাবে করেন বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটার ইয়াসির আলী ও মেহেদী হাসান মিরাজ। এই দুজন দারুণ এক জুটিতে এগিয়ে নেন দলকে। এ সময় ভাগ্যের কিছুটা সহায়তাও পেয়েছেন তাঁরা। দুইবার রিভিউ নিয়ে বেঁচেছেন মিরাজ। অবশেষে বাংলাদেশের প্রতিরোধ ভাঙে  দলীয় ৪৪৫ রানে। ৪৭ রান করা মিরাজকে ফিরিয়ে দেন টিম সাউদি। বেশিক্ষণ টিকতে পারেননি ইয়াসিরও। দলীয় ৪৫০ রানে তাঁকে ফেরান কাইল জেমিসন। ২৬ রান আসে ইয়াসিরের ব্যাট থেকে। 

দুই সেট ব্যাটারকে হারিয়ে গেল ইনিংস আর বড় করতে পারেনি বাংলাদেশ। গুটিয়ে যায় ৪৫৮ রানে। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন সাউদি, ৩ উইকেট নিয়েছেন নেইল ওয়াগনার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত