নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কদিন পর এশিয়া কাপ। এরপরই ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। বিশ্বকাপে অংশগ্রহণের লক্ষ্যে ভিসার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুরে ছিল ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন। অনুশীলনের ফাঁকে হঠাৎ সবার চোখ যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে।
ভিসার প্রক্রিয়া যেকোনো বিদেশ সফরের আগে খুব স্বাভাবিক বিষয় হলেও এবার একটু যেন বিশেষ নজর কাড়ল কয়েকজন ক্রিকেটারের কারণে। বিসিবির সূত্র জানিয়েছে, বিশ্বকাপের জন্য ২৫ জন ক্রিকেটারের ভিসা করাচ্ছে তারা। এশিয়া কাপের দলে থাকা ১৭ জন এবং অপেক্ষমাণ তালিকায় আছেন আরও ৮ ক্রিকেটার। এই ৮ ক্রিকেটারের তালিকায় আছেন সৌম্য।
গত দুই মাসে জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনের সুযোগ পেয়েই আলোচনায় সৌম্য। চন্ডিকা হাথুরুসিংহে তাঁকে আরেকটি সুযোগ দেন কি না, এটিই ছিল দেখার। গত মাসে শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপে সুযোগ কাজে লাগাতে না পারা সৌম্যকে রাখা হয়নি বাংলাদেশের এশিয়া কাপের দলে। তবে তিনি যে এখনো হাথুরুর বিকল্প বিবেচনায় আছেন, সেটি বোঝা গেল আজ তাঁকে ভারতীয় ভিসা সেন্টারে দেখে।
সবার আগে ভিসা প্রক্রিয়া করতে যান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এরপর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসসহ তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, সৌম্য এবং বাকি ক্রিকেটাররা গেছেন।
এশিয়া কাপের পারফরম্যান্স দেখে সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং বিশ্বকাপের দলে কিছু পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট, এই বার্তা বিসিবির বোর্ড পরিচালক কিংবা নির্বাচকেরা এরই মধ্যে দিয়ে রেখেছেন। সে হিসেবে সৌম্য-মাহমুদউল্লাহদের ভিসা করিয়ে রাখা।

কদিন পর এশিয়া কাপ। এরপরই ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। বিশ্বকাপে অংশগ্রহণের লক্ষ্যে ভিসার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুরে ছিল ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন। অনুশীলনের ফাঁকে হঠাৎ সবার চোখ যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে।
ভিসার প্রক্রিয়া যেকোনো বিদেশ সফরের আগে খুব স্বাভাবিক বিষয় হলেও এবার একটু যেন বিশেষ নজর কাড়ল কয়েকজন ক্রিকেটারের কারণে। বিসিবির সূত্র জানিয়েছে, বিশ্বকাপের জন্য ২৫ জন ক্রিকেটারের ভিসা করাচ্ছে তারা। এশিয়া কাপের দলে থাকা ১৭ জন এবং অপেক্ষমাণ তালিকায় আছেন আরও ৮ ক্রিকেটার। এই ৮ ক্রিকেটারের তালিকায় আছেন সৌম্য।
গত দুই মাসে জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনের সুযোগ পেয়েই আলোচনায় সৌম্য। চন্ডিকা হাথুরুসিংহে তাঁকে আরেকটি সুযোগ দেন কি না, এটিই ছিল দেখার। গত মাসে শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপে সুযোগ কাজে লাগাতে না পারা সৌম্যকে রাখা হয়নি বাংলাদেশের এশিয়া কাপের দলে। তবে তিনি যে এখনো হাথুরুর বিকল্প বিবেচনায় আছেন, সেটি বোঝা গেল আজ তাঁকে ভারতীয় ভিসা সেন্টারে দেখে।
সবার আগে ভিসা প্রক্রিয়া করতে যান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এরপর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসসহ তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, সৌম্য এবং বাকি ক্রিকেটাররা গেছেন।
এশিয়া কাপের পারফরম্যান্স দেখে সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং বিশ্বকাপের দলে কিছু পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট, এই বার্তা বিসিবির বোর্ড পরিচালক কিংবা নির্বাচকেরা এরই মধ্যে দিয়ে রেখেছেন। সে হিসেবে সৌম্য-মাহমুদউল্লাহদের ভিসা করিয়ে রাখা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১০ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১০ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১২ ঘণ্টা আগে