Ajker Patrika

উইন্ডিজ ক্রিকেটারকে কঠিন শাস্তি দিল আইসিসি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৭ জুন ২০২৫, ১৯: ৩৭
উইন্ডিজ ক্রিকেটারকে কঠিন শাস্তি দিল আইসিসি
জেইডেন সিলসকে কঠিন শাস্তি দিল আইসিসি। ছবি: ক্রিকইনফো

ক্রিকেটারদের শাস্তি এখন নিয়মিত ঘটনা। আচরণবিধি ভঙ্গের কারণে প্রায়ই ক্রিকেটারদের বিভিন্ন রকম শাস্তি দিয়ে থাকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এবার ওয়েস্ট ইন্ডিজের এক ক্রিকেটারকে কঠিন শাস্তি দিল ক্রিকেটের অভিভাবক সংস্থা।

ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলসকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসি আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিলসকে শাস্তি দেওয়ার কথা। বার্বাডোজে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে প্যাট কামিন্সকে ড্রেসিংরুমের পথ দেখিয়েই মূলত এমন শাস্তি পেয়েছেন সিলস। আইসিসি আচরণবিধির ২.৫ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ উঠেছে ক্যারিবীয় পেসারের বিরুদ্ধে। এই অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারের দিকে অপমানজনক ভাষা, আচরণ ও ইঙ্গিত করা, ব্যাটারকে আউট করার পর উত্তেজিত করার মতো প্রতিক্রিয়া দেখালে শাস্তি পেতে হবে।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৫৫তম ওভারের চতুর্থ বলে কামিন্সকে আউট করেছিলেন সিলস। উইকেট নেওয়ার পর হাতের ইশারায় কামিন্সকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছিলেন সিলস। প্রথম দিনের খেলা শেষে সিলস বলেছিলেন, ‘কোনো কিছুই বোঝাইনি আমি। হতাশা থেকে এমনটা করা। প্যাট (কামিন্স) আমার বলে অনেকগুলো ভালো শট খেলেছে। ড্রেসিংরুমটা কোথায়, সেটাই শুধু দেখিয়েছি।’

সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৮০ রানে অলআউট হয়েছিল। সেই ম্যাচে টি-টোয়েন্টি মেজাজে ১৮ বলে ২৮ রান করেছিলেন কামিন্স।

এই ইনিংসে সিলস ৬০ রানে ৫ উইকেট নিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ এরপর তাদের প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল ১৯০ রানে। এখন পর্যন্ত টেস্ট ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৩৩ ওভারে ৪ উইকেটে ৯২ রান করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত