প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। কিউইদের ফাইনালে ওঠার নায়ক ডেরিল মিচেল। দুর্দান্ত এক ইনিংসে প্রায় অসম্ভবকে সম্ভব করেছেন তিনি। মিচেলের অপরাজিত ৪৭ বলে ৭২ রানের ইনিংসেই ইংলিশ বাধা পেরিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কিউইরা।
২০১৯ বিশ্বকাপে গাপটিল আর নিশামের শেষ ওভারের অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করেছেন মিচেল! লর্ডসে সেদিন সুপার ওভারে ইংলিশদের সমান রান নিয়েও বাউন্ডারি সংখ্যায় হারের বেদনা নিয়ে ফিরেছিলেন গাপটিল-নিশামরা। আজ যেন সেই ম্যাচের মধুর প্রতিশোধটাই নিল কিউইরা। আবুধাবিতে কিউইদের জয়ের নায়ক মিচেল।
ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ পর্যন্ত ছিলেন মিচেল। শেষ চার ওভারে ৫৭ রান দরকার ছিল নিউজিল্যান্ডের। জিমি নিশামের ১০ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংসের পর পুরো দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন মিচেল। এক ওভার হাতে রেখে কিউইদের জয় নিশ্চিত করেন এই ওপেনার।
দলকে জিতিয়ে উচ্ছ্বসিত মিচেল ম্যাচ শেষে জানান, ‘দলের জয়ে কাজটা করতে পেরে খুব ভালো লাগছে। শুরুটা খুব চ্যালেঞ্জিং ছিল। ডেভন কনওয়ে মাঝে দারুণ ব্যাট করেছে। নিশও (নিশাম) দলকে সহায়তা করেছে।’ ইনিংসের শুরুতে গাপটিল আর কেন উইলিয়ামসনের বিদায়ের পর জয়ের কাজটা কঠিন ছিল নিউজিল্যান্ডের জন্য। কঠিন কাজটাই করেছেন মিচেল। এটা উদ্দীপনার খেলা। জানতাম, আমাদের একটা-দুটো বড় ওভার দরকার। নিশাম প্রথম বল থেকেই মেরে খেলছিল।’
আজ মাঠে বসেই ছেলের খেলা দেখেছেন মিচেলের বাবা। ব্যাপারটা দারুণ ছিল জানিয়ে মিচেল বলেছেন, ‘বিশ্বজুড়ে যা চলেছে (করোনা), এর মধ্যেও বাবা পৃথিবীর অর্ধেকটা পাড়ি দিয়ে আমার খেলা দেখতে এসেছেন। তাঁকে খুশি দেখতে পারা দারুণ ব্যাপার।’

সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
১৫ মিনিট আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
১ ঘণ্টা আগে
এই জয় তো এই হার—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যাত্রাটা চলছে এভাবেই। উইন্ডহোকে ১৫ জানুয়ারি তানজানিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ। একই মাঠে ১৮ জানুয়ারি আফগানিস্তানের কাছে ১৩৮ রানে হেরেছে ক্যারিবীয়রা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে উইন্ডিজ।
২ ঘণ্টা আগে
চিত্রনাট্যটা একই রকম। গত বিপিএলেও মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে ছিটকে গেছে। এবারও ঠিক একই ঘটনা ঘটেছে। পার্থক্য শুধু গত বছর খুলনা টাইগার্সের হয়ে খেলা মিরাজ এবার খেলেছেন সিলেট টাইটানসের হয়ে। সিলেটের প্রধান কোচ সোহেল ইসলামের মতে
২ ঘণ্টা আগে