
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। কিউইদের ফাইনালে ওঠার নায়ক ডেরিল মিচেল। দুর্দান্ত এক ইনিংসে প্রায় অসম্ভবকে সম্ভব করেছেন তিনি। মিচেলের অপরাজিত ৪৭ বলে ৭২ রানের ইনিংসেই ইংলিশ বাধা পেরিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কিউইরা।
২০১৯ বিশ্বকাপে গাপটিল আর নিশামের শেষ ওভারের অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করেছেন মিচেল! লর্ডসে সেদিন সুপার ওভারে ইংলিশদের সমান রান নিয়েও বাউন্ডারি সংখ্যায় হারের বেদনা নিয়ে ফিরেছিলেন গাপটিল-নিশামরা। আজ যেন সেই ম্যাচের মধুর প্রতিশোধটাই নিল কিউইরা। আবুধাবিতে কিউইদের জয়ের নায়ক মিচেল।
ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ পর্যন্ত ছিলেন মিচেল। শেষ চার ওভারে ৫৭ রান দরকার ছিল নিউজিল্যান্ডের। জিমি নিশামের ১০ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংসের পর পুরো দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন মিচেল। এক ওভার হাতে রেখে কিউইদের জয় নিশ্চিত করেন এই ওপেনার।
দলকে জিতিয়ে উচ্ছ্বসিত মিচেল ম্যাচ শেষে জানান, ‘দলের জয়ে কাজটা করতে পেরে খুব ভালো লাগছে। শুরুটা খুব চ্যালেঞ্জিং ছিল। ডেভন কনওয়ে মাঝে দারুণ ব্যাট করেছে। নিশও (নিশাম) দলকে সহায়তা করেছে।’ ইনিংসের শুরুতে গাপটিল আর কেন উইলিয়ামসনের বিদায়ের পর জয়ের কাজটা কঠিন ছিল নিউজিল্যান্ডের জন্য। কঠিন কাজটাই করেছেন মিচেল। এটা উদ্দীপনার খেলা। জানতাম, আমাদের একটা-দুটো বড় ওভার দরকার। নিশাম প্রথম বল থেকেই মেরে খেলছিল।’
আজ মাঠে বসেই ছেলের খেলা দেখেছেন মিচেলের বাবা। ব্যাপারটা দারুণ ছিল জানিয়ে মিচেল বলেছেন, ‘বিশ্বজুড়ে যা চলেছে (করোনা), এর মধ্যেও বাবা পৃথিবীর অর্ধেকটা পাড়ি দিয়ে আমার খেলা দেখতে এসেছেন। তাঁকে খুশি দেখতে পারা দারুণ ব্যাপার।’

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। কিউইদের ফাইনালে ওঠার নায়ক ডেরিল মিচেল। দুর্দান্ত এক ইনিংসে প্রায় অসম্ভবকে সম্ভব করেছেন তিনি। মিচেলের অপরাজিত ৪৭ বলে ৭২ রানের ইনিংসেই ইংলিশ বাধা পেরিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কিউইরা।
২০১৯ বিশ্বকাপে গাপটিল আর নিশামের শেষ ওভারের অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করেছেন মিচেল! লর্ডসে সেদিন সুপার ওভারে ইংলিশদের সমান রান নিয়েও বাউন্ডারি সংখ্যায় হারের বেদনা নিয়ে ফিরেছিলেন গাপটিল-নিশামরা। আজ যেন সেই ম্যাচের মধুর প্রতিশোধটাই নিল কিউইরা। আবুধাবিতে কিউইদের জয়ের নায়ক মিচেল।
ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ পর্যন্ত ছিলেন মিচেল। শেষ চার ওভারে ৫৭ রান দরকার ছিল নিউজিল্যান্ডের। জিমি নিশামের ১০ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংসের পর পুরো দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন মিচেল। এক ওভার হাতে রেখে কিউইদের জয় নিশ্চিত করেন এই ওপেনার।
দলকে জিতিয়ে উচ্ছ্বসিত মিচেল ম্যাচ শেষে জানান, ‘দলের জয়ে কাজটা করতে পেরে খুব ভালো লাগছে। শুরুটা খুব চ্যালেঞ্জিং ছিল। ডেভন কনওয়ে মাঝে দারুণ ব্যাট করেছে। নিশও (নিশাম) দলকে সহায়তা করেছে।’ ইনিংসের শুরুতে গাপটিল আর কেন উইলিয়ামসনের বিদায়ের পর জয়ের কাজটা কঠিন ছিল নিউজিল্যান্ডের জন্য। কঠিন কাজটাই করেছেন মিচেল। এটা উদ্দীপনার খেলা। জানতাম, আমাদের একটা-দুটো বড় ওভার দরকার। নিশাম প্রথম বল থেকেই মেরে খেলছিল।’
আজ মাঠে বসেই ছেলের খেলা দেখেছেন মিচেলের বাবা। ব্যাপারটা দারুণ ছিল জানিয়ে মিচেল বলেছেন, ‘বিশ্বজুড়ে যা চলেছে (করোনা), এর মধ্যেও বাবা পৃথিবীর অর্ধেকটা পাড়ি দিয়ে আমার খেলা দেখতে এসেছেন। তাঁকে খুশি দেখতে পারা দারুণ ব্যাপার।’

দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
২ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
৩ ঘণ্টা আগে