নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবার প্রথমবার আইপিএলে খেলতে গেছেন লিটন দাস। লিটন সুযোগ পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সে। ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের কারণে একটু দেরিতে কলকাতার সঙ্গে যোগ দেন তিনি। তবে এখন পর্যন্ত তাঁকে একটির বেশি ম্যাচ খেলায়নি কলকাতা।
একমাত্র ম্যাচটিতে ব্যাটিংয়ে ৪ রান করেন লিটন। সবচেয়ে বেশি হতাশ করেছেন উইকেটকিপিংয়ে। দুটি স্টাম্পিং মিস করেন তিনি। এরপর গত দুই ম্যাচ আর একাদশে লিটন সুযোগ পাননি। লিটনের এভাবে বেঞ্চে বসে থাকা ভালো লাগছে না খালেদ মাহমুদ সুজনের।
বিসিবির পরিচালক সুজন আজ মিরপুরে সাংবাদিকদের বলেছেন, ‘কষ্টের জায়গা তো অবশ্যই। লিটন যে মানের খেলোয়াড়.... । হয়তোবা ওর জন্যও চাপের ম্যাচ ছিল, যত বড় খেলোয়াড়ই হোক, আইপিএলে ওর প্রথম ম্যাচ। ওর জন্য চাপের ব্যাপারটা তো ছিলই। তবে আশা করেছিলাম লিটন আরেকটা সুযোগ পাবে। সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরবে।’
এক ম্যাচ খেলিয়েই লিটনকে বাদ দেওয়া নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। লিটন বাংলাদেশের খেলোয়াড় বলেই এমনটা হয়েছে বলে মনে করেন কেউ কেউ। সুজন অবশ্য ব্যাপারটা এভাবে দেখছেন না, ‘এটা (এক ম্যাচ খেলিয়েই বাদ) বাংলাদেশ বলেই কি না, আমি জানি না। টিম কম্বিনেশনের ব্যাপারটা আছে, যে ছেলেটা এখন কিপিং করছে, স্থানীয় একটা ছেলে, এ জন্য কলকাতা বাড়তি একটা বিদেশি খেলোয়াড় নিয়ে খেলতে পারছে। তবে আমি আশা করি লিটন আবার সুযোগ পাবে এবং নিজেকে মেলে ধরতে পারবে। সত্যি কথা বলতে, লিটনকে বসে থাকতে দেখে ভালো লাগছে না।’

এবার প্রথমবার আইপিএলে খেলতে গেছেন লিটন দাস। লিটন সুযোগ পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সে। ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের কারণে একটু দেরিতে কলকাতার সঙ্গে যোগ দেন তিনি। তবে এখন পর্যন্ত তাঁকে একটির বেশি ম্যাচ খেলায়নি কলকাতা।
একমাত্র ম্যাচটিতে ব্যাটিংয়ে ৪ রান করেন লিটন। সবচেয়ে বেশি হতাশ করেছেন উইকেটকিপিংয়ে। দুটি স্টাম্পিং মিস করেন তিনি। এরপর গত দুই ম্যাচ আর একাদশে লিটন সুযোগ পাননি। লিটনের এভাবে বেঞ্চে বসে থাকা ভালো লাগছে না খালেদ মাহমুদ সুজনের।
বিসিবির পরিচালক সুজন আজ মিরপুরে সাংবাদিকদের বলেছেন, ‘কষ্টের জায়গা তো অবশ্যই। লিটন যে মানের খেলোয়াড়.... । হয়তোবা ওর জন্যও চাপের ম্যাচ ছিল, যত বড় খেলোয়াড়ই হোক, আইপিএলে ওর প্রথম ম্যাচ। ওর জন্য চাপের ব্যাপারটা তো ছিলই। তবে আশা করেছিলাম লিটন আরেকটা সুযোগ পাবে। সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরবে।’
এক ম্যাচ খেলিয়েই লিটনকে বাদ দেওয়া নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। লিটন বাংলাদেশের খেলোয়াড় বলেই এমনটা হয়েছে বলে মনে করেন কেউ কেউ। সুজন অবশ্য ব্যাপারটা এভাবে দেখছেন না, ‘এটা (এক ম্যাচ খেলিয়েই বাদ) বাংলাদেশ বলেই কি না, আমি জানি না। টিম কম্বিনেশনের ব্যাপারটা আছে, যে ছেলেটা এখন কিপিং করছে, স্থানীয় একটা ছেলে, এ জন্য কলকাতা বাড়তি একটা বিদেশি খেলোয়াড় নিয়ে খেলতে পারছে। তবে আমি আশা করি লিটন আবার সুযোগ পাবে এবং নিজেকে মেলে ধরতে পারবে। সত্যি কথা বলতে, লিটনকে বসে থাকতে দেখে ভালো লাগছে না।’

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
৩ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
৪ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
৪ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
৫ ঘণ্টা আগে