Ajker Patrika

বাংলাদেশ-ভারতের খেলা দেখবেন কোথায়

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ২২
বাংলাদেশ-ভারতের খেলা দেখবেন কোথায়

বাংলাদেশ-ভারত সিরিজের দামামা বেজে গেছে অনেক আগেই। এখন শুধু দুই দলের ২২ গজে নামার অপেক্ষা। দ্বিপক্ষীয় সিরিজ শুরুর আগে আজ জানা গেল সম্প্রচারক চ্যানেলের নাম।  

চেন্নাইয়ে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ১০টায় প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ভারত। এশিয়ার এই দুই দলের দ্বিপক্ষীয় সিরিজ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টিভি।  টিভির পাশাপাশি অনলাইনেও দেখা যাবে বাংলাদেশ-ভারতের খেলা। র‍্যাবিটহোল বিডি ডট কম আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়েছে, অনলাইনে তারা সিরিজটি সম্প্রচার করছে। এমনকি হাইলাইটসও দেখা যাবে। ফেসবুক পেজে তারা অনলাইন স্ট্রিমিং লিংক দিয়েছে।  

কানপুরে বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি। গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে ৬, ৯ ও ১২ অক্টোবর হবে সিরিজের তিন টি-টোয়েন্টি। 

 টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণ মিলে বাংলাদেশ-ভারত মুখোমুখি হয়েছে ৬৮ ম্যাচে। সবশেষ দল দুটি মুখোমুখি হয়েছে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে। মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ৯ ম্যাচ, হেরেছে ৫৬ ম্যাচ। ৯ জয়ের ৮টি জয় এসেছে ওয়ানডেতে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ একমাত্র জয় পেয়েছে ২০১৯ সালে দিল্লিতে। তবে টেস্টে জয় এখনো অধরা। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ১৩ ম্যাচে বাংলাদেশের হার ১১ ম্যাচে। বাকি দুই টেস্ট ড্র হয়েছে।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত