
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিটাও হয়েছে লো স্কোরিং ম্যাচ। মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ফিফটিতে আজ মিরপুরে অস্ট্রেলিয়াকে ১২৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
পাঁচ ম্যাচ পর অবশেষে আজ টস জেতেন মাহমুদউল্লাহ । আগে ব্যাটিং করতে নেমে ৩ রানের মধ্যেই বিদায় নেন দুই ওপেনার। শেষ পর্যন্ত বোলারদের লড়াই করার মতো পুঁজি এনে দেওয়ার বড় কর্তৃত্ব মাহমুদউল্লাহর। এক প্রান্ত ধরে রেখে বাংলাদেশ অধিনায়ক খেলেছেন ৫২ রানের ঝকঝকে এক ইনিংস।
আজও পাওয়ার প্লেতে সুবিধা করতে পারেননি নাঈম-সৌম্য। ১২ বলের মধ্যেই বিদায় নেন দুই ওপেনার। আগেই দুই ম্যাচে (৩০, ৯) রানের পর আজও ব্যর্থতার বৃত্তেই আটকা থাকলেন নাঈম। অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউডের বলে উইকেটকিপার ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে এই বাঁহাতি ওপেনার ফেরেন ১ রান করে। ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি আরেক ওপেনার সৌম্যও। তৃতীয় ওভারের প্রথম বলে অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লু হন। প্রথম দুই ম্যাচে ০ ও ২ করে আউট হওয়া সৌম্য আজ ২ রানের বেশি করতে পারেননি।
দুই ওপেনারে বিদায়ের পর তৃতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করেছেন সাকিব-মাহমুদউল্লাহ। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মিলে যোগ করেন ৪৪ রান। আগের দুই ম্যাচের ধারাবাহিকতায় দারুণ শুরু করে ইনিংস বড় করতে পারেননি সাকিব। জাম্পাকে তুলে মারতে গিয়ে লং অফে ধরা পড়েন অ্যাস্টন অ্যাগারের হাতে। আউট হওয়ার আগে ১৭ বলে ২৬ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সাকিবের বিদায়ের পর বাংলাদেশকে এগিয়ে নেন মাহমুদউল্লাহ-আফিফ।
তবে দলকে বিপদমুক্ত করার আগে বিদায় নেন আফিফ। রান আউটের কাটায় আটকা পড়েন দ্বিতীয় ম্যাচ জয়ের নায়ক আফিফ। তাঁর ১৪৬.১৫ স্ট্রাইক রেটে ১৯ রানের ইনিংসটি থামে মিড-অফ থাকা ফিল্ডার অ্যালেক্স ক্যারির সরাসরি থ্রোতে। আফিফের বিদায়ের পর দলীয় ৮১ রানে আউট হয়ে যান শামীম পাটোয়ারি। জিম্বাবুয়ে সিরিজে আশা জাগানো এই বাঁহাতি ব্যাটসম্যানের জন্য সিরিজটা এখন পর্যন্ত হতাশার হয়েই থাকলো। প্রথম ম্যাচে ৪ রানে আউট হওয়া এই বাঁহাতি ব্যাটসম্যান আজ করেন ৩ রান। দ্বিতীয় ম্যাচে অবশ্য ব্যাটিংয়ের সুযোগ পাননি।
নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও এক প্রান্ত থেকে দলের ইনিংস এগিয়ে নিয়েছেন মাহমুদউল্লাহ। আগের ম্যাচে শূন্য রানে আউট হওয়া বাংলাদেশ অধিনায়ক খেলেছেন ৫২ রানের দারুণ ইনিংস। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি পঞ্চম ফিফটি এই অভিজ্ঞ ব্যাটসম্যানের। ইনিংসের শেষ ওভারে হ্যাট্ট্রিক করেছেন অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিস। ২টি করে উইকেট নিয়েছেন পেসার হ্যাজেলউড ও লেগ স্পিনার জাম্পা।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
২ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
১০ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে