নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তিনটি টি–টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। আজ শনিবার সকাল ৮টার দিকে মোহাম্মদ রিজওয়ান–শাহিন শাহ আফ্রিদিদের বহনকারী ফ্লাইটটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে দ্রুততার সঙ্গে ক্রিকেটারদের বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সারা হয়। এরপর কঠোর নিরাপত্তার সঙ্গে দুটি বাসে করে পাকিস্তান দলকে নিয়ে যাওয়া হয় হোটেল সোনারগাঁওয়ে।
বিশ্বকাপে দুর্দান্ত খেলেও সেমিফাইনালে শেষ হয়েছে পাকিস্তানের দৌড়। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারার পর আরব আমিরাতে আর অলস পড়ে থাকেনি পাকিস্তান দল। ১৬ নভেম্বর বাংলাদেশে আসার কথা থাকলেও আজই ঢাকায় পা পড়ছে পাকিস্তান দলের বেশির ভাগ ক্রিকেটারের। অবশ্য দলের সঙ্গে আসেননি পাকিস্তান দলনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। তাঁরা দুজন দলের সঙ্গে যোগ দেবেন ১৬ নভেম্বর।
করোনাকালে এবারই প্রথম কোনো সফরকারী দলকে কোয়ারেন্টিন করতে হচ্ছে না। দুবার করোনা টিকা দেওয়া থাকলে এবং করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই সরাসরি জৈব সুরক্ষাবলয়ে ঢুকতে পারবেন পাকিস্তানের ক্রিকেটাররা। একই প্রক্রিয়ায় হোটেলে প্রবেশ করবে বাংলাদেশ দলও। করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই আগামীকাল সকাল থেকে অনুশীলন শুরু করতে করতে পারবে সফরকারীরা।
এদিকে পাকিস্তান সিরিজকে সামনে রেখে আজ বেলা দেড়টা থেকে শুরু করছে বাংলাদেশ দল। এখনো অবশ্য দল ঘোষণা করেনি বাংলাদেশ। তবে শিগগির টি–টোয়েন্টি সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করতে পারে বাংলাদেশ। সিরিজের আগে নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে টিম ম্যানেজমেন্টের। প্রাথমিক দলটি তাই ১৮ থেকে ২০ সদস্যের হতে পারে।
সিরিজকে সামনে রেখে এর মধ্যেই সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৯,২০ ও ২২ নভেম্বর মিরপুরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে তা আগেই জানা ছিল। নতুন সিদ্ধান্ত–শিশিরের কথা চিন্তা করে ম্যাচ তিনটি শুরু হবে দুপুর ২টায়।
তিন দিন অনুশীলন করে ১৬ নভেম্বর জৈব সুরক্ষাবলয়ে প্রবেশ করবেন মাহমুদউল্লাহরা। তবে মুমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশ টেস্ট দল হোটেলে উঠবে ১৯ নভেম্বর। করোনাকালে এই প্রথম মাঠে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনার টিকা নেওয়া সাপেক্ষে মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকেরা।

তিনটি টি–টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। আজ শনিবার সকাল ৮টার দিকে মোহাম্মদ রিজওয়ান–শাহিন শাহ আফ্রিদিদের বহনকারী ফ্লাইটটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে দ্রুততার সঙ্গে ক্রিকেটারদের বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সারা হয়। এরপর কঠোর নিরাপত্তার সঙ্গে দুটি বাসে করে পাকিস্তান দলকে নিয়ে যাওয়া হয় হোটেল সোনারগাঁওয়ে।
বিশ্বকাপে দুর্দান্ত খেলেও সেমিফাইনালে শেষ হয়েছে পাকিস্তানের দৌড়। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারার পর আরব আমিরাতে আর অলস পড়ে থাকেনি পাকিস্তান দল। ১৬ নভেম্বর বাংলাদেশে আসার কথা থাকলেও আজই ঢাকায় পা পড়ছে পাকিস্তান দলের বেশির ভাগ ক্রিকেটারের। অবশ্য দলের সঙ্গে আসেননি পাকিস্তান দলনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। তাঁরা দুজন দলের সঙ্গে যোগ দেবেন ১৬ নভেম্বর।
করোনাকালে এবারই প্রথম কোনো সফরকারী দলকে কোয়ারেন্টিন করতে হচ্ছে না। দুবার করোনা টিকা দেওয়া থাকলে এবং করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই সরাসরি জৈব সুরক্ষাবলয়ে ঢুকতে পারবেন পাকিস্তানের ক্রিকেটাররা। একই প্রক্রিয়ায় হোটেলে প্রবেশ করবে বাংলাদেশ দলও। করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই আগামীকাল সকাল থেকে অনুশীলন শুরু করতে করতে পারবে সফরকারীরা।
এদিকে পাকিস্তান সিরিজকে সামনে রেখে আজ বেলা দেড়টা থেকে শুরু করছে বাংলাদেশ দল। এখনো অবশ্য দল ঘোষণা করেনি বাংলাদেশ। তবে শিগগির টি–টোয়েন্টি সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করতে পারে বাংলাদেশ। সিরিজের আগে নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে টিম ম্যানেজমেন্টের। প্রাথমিক দলটি তাই ১৮ থেকে ২০ সদস্যের হতে পারে।
সিরিজকে সামনে রেখে এর মধ্যেই সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৯,২০ ও ২২ নভেম্বর মিরপুরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে তা আগেই জানা ছিল। নতুন সিদ্ধান্ত–শিশিরের কথা চিন্তা করে ম্যাচ তিনটি শুরু হবে দুপুর ২টায়।
তিন দিন অনুশীলন করে ১৬ নভেম্বর জৈব সুরক্ষাবলয়ে প্রবেশ করবেন মাহমুদউল্লাহরা। তবে মুমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশ টেস্ট দল হোটেলে উঠবে ১৯ নভেম্বর। করোনাকালে এই প্রথম মাঠে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনার টিকা নেওয়া সাপেক্ষে মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকেরা।

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না—গতকাল এমন বিতর্কিত মন্তব্যের পর তোপের মুখে পড়েন পরিচালক এম নাজমুল ইসলাম। তাঁর পদত্যাগের দাবিতে আজ মেহেদী হাসান মিরাজ-মোহাম্মদ মিঠুনরা খেলা বয়কট করেছেন।
২ ঘণ্টা আগে
দিনের প্রথম ম্যাচের মতো আজ বিপিএলের দ্বিতীয় ম্যাচও মাঠে গড়ানোর কোনো ইঙ্গিত নেই। সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টসের সময় (সাড়ে ৫টা) ইতোমধ্যেই পেরিয়েছে। দুই দলের কেউই এখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে পৌঁছায়নি।
২ ঘণ্টা আগে
এম নাজমুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) থাকলে মাঠে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। বনানীর শেরাটন হোটেলে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মিঠুন সংবাদ সম্মেলন শেষে এমনটা জানানোর অল্প কিছুক্ষণ পরেই তাঁকে অব্যহতি দিয়েছে বিসিবি। তবে তাঁকে পরিচালক পদ থেকে সরানোর সুযো
২ ঘণ্টা আগে
বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানসহ সব কর্মকাণ্ড থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। আজ অনলাইনে এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির এক সূত্র।
৩ ঘণ্টা আগে