নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘তাড়াতাড়ি ছবিটা তোলেন ভাই’—বিশ্বকাপ ট্রফির সঙ্গে নিজের ছবি তুলতে পরিচিত এক আলোকচিত্রীকে তাড়া দিচ্ছিলেন তাসকিন আহমেদ। নিজের অনুভূতি জানিয়ে এরপর যে তাঁকে অনুশীলনে যোগ দিতে হবে। এই মুহূর্তে বাংলাদেশের পেস বোলিংয়ের নেতা জানিয়েছেন বিশ্বকাপ নিয়ে নিজের লক্ষ্যের কথাও।
তাসকিন মনে করেন, বাংলাদেশের পেস বোলিং বিভাগ এখন ভালো অবস্থায় আছে। এবার বিশ্বকাপে বাংলাদেশর সম্ভাবনা জানাতে গিয়ে বললেন, ‘টিম ওয়ার্ক, মাঠে সর্বোচ্চ নিবেদন এবার ভিন্ন কিছুই হতে পারে।’ পদ্মা সেতু হয়ে বিশ্বকাপ ট্রফি আজ এসেছে মিরপুরে। ড্রেসিংরুম থেকে ট্রফিটা অবশ্য মাঠে নিয়ে আসেন মুশফিকুর রহিম।
বেশ সময় নিয়ে ট্রফিটা নিয়ে কদম বাড়িয়েছেন মুশফিক। ব্যাপারটা এমন যে হাতে যতক্ষণ বেশি সম্ভব রাখা যায়। মুশফিক ট্রফি আনার আগেই মঞ্চে ওঠেন এশিয়া কাপের প্রাথমিক দলের ক্যাম্পে থাকা ক্রিকেটাররা। শেরেবাংলা স্টেডিয়ামের শহীদ জুয়েল স্ট্যান্ডের সামনে সাজানো মঞ্চে মুশফিক ট্রফি রাখেন।
এরপর ক্রিকেটাররা সবাই একসঙ্গে তুললেন ছবি। তানজিদ হাসান তামিম বা তানজিম হাসান সাকিবের মতো একেবারে তরুণ ক্রিকেটারদের সঙ্গে থাকলেন মুশফিক, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞরাও। তাঁদের সঙ্গে যুক্ত হন মাঠে থাকা কোচিং স্টাফের সদস্যরা। ছুটি কাটিয়ে না ফেরায় ছিলেন না প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।
একসঙ্গে তোলার পর আলাদা করেও ছবি তোলেন ক্রিকেটাররা। কখনো তানজিম হাসান সাকিব তো কখনো ফটোগ্রাফারের দায়িত্ব নেন রিশাদ হোসেন। ট্রফি ছেড়ে যাওয়ার আগে তাতে চুমুই এঁকে দেন শামীম হোসেন পাটোয়ারী। ট্রফি সামনে রেখে নিজের অনুভূতি জানিয়েছেন মুশফিকুর রহিমও। অভিজ্ঞতা আর তারুণ্যের মেলবন্ধনে বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্নের সীমানাও ছড়িয়ে দিয়ে গেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

‘তাড়াতাড়ি ছবিটা তোলেন ভাই’—বিশ্বকাপ ট্রফির সঙ্গে নিজের ছবি তুলতে পরিচিত এক আলোকচিত্রীকে তাড়া দিচ্ছিলেন তাসকিন আহমেদ। নিজের অনুভূতি জানিয়ে এরপর যে তাঁকে অনুশীলনে যোগ দিতে হবে। এই মুহূর্তে বাংলাদেশের পেস বোলিংয়ের নেতা জানিয়েছেন বিশ্বকাপ নিয়ে নিজের লক্ষ্যের কথাও।
তাসকিন মনে করেন, বাংলাদেশের পেস বোলিং বিভাগ এখন ভালো অবস্থায় আছে। এবার বিশ্বকাপে বাংলাদেশর সম্ভাবনা জানাতে গিয়ে বললেন, ‘টিম ওয়ার্ক, মাঠে সর্বোচ্চ নিবেদন এবার ভিন্ন কিছুই হতে পারে।’ পদ্মা সেতু হয়ে বিশ্বকাপ ট্রফি আজ এসেছে মিরপুরে। ড্রেসিংরুম থেকে ট্রফিটা অবশ্য মাঠে নিয়ে আসেন মুশফিকুর রহিম।
বেশ সময় নিয়ে ট্রফিটা নিয়ে কদম বাড়িয়েছেন মুশফিক। ব্যাপারটা এমন যে হাতে যতক্ষণ বেশি সম্ভব রাখা যায়। মুশফিক ট্রফি আনার আগেই মঞ্চে ওঠেন এশিয়া কাপের প্রাথমিক দলের ক্যাম্পে থাকা ক্রিকেটাররা। শেরেবাংলা স্টেডিয়ামের শহীদ জুয়েল স্ট্যান্ডের সামনে সাজানো মঞ্চে মুশফিক ট্রফি রাখেন।
এরপর ক্রিকেটাররা সবাই একসঙ্গে তুললেন ছবি। তানজিদ হাসান তামিম বা তানজিম হাসান সাকিবের মতো একেবারে তরুণ ক্রিকেটারদের সঙ্গে থাকলেন মুশফিক, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞরাও। তাঁদের সঙ্গে যুক্ত হন মাঠে থাকা কোচিং স্টাফের সদস্যরা। ছুটি কাটিয়ে না ফেরায় ছিলেন না প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।
একসঙ্গে তোলার পর আলাদা করেও ছবি তোলেন ক্রিকেটাররা। কখনো তানজিম হাসান সাকিব তো কখনো ফটোগ্রাফারের দায়িত্ব নেন রিশাদ হোসেন। ট্রফি ছেড়ে যাওয়ার আগে তাতে চুমুই এঁকে দেন শামীম হোসেন পাটোয়ারী। ট্রফি সামনে রেখে নিজের অনুভূতি জানিয়েছেন মুশফিকুর রহিমও। অভিজ্ঞতা আর তারুণ্যের মেলবন্ধনে বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্নের সীমানাও ছড়িয়ে দিয়ে গেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে