
অ্যাডিলেডে গতকাল বৃষ্টি আইনে ৫ রানের হেরেছে বাংলাদেশ। শুরুতে আশা জাগিয়েও শেষ পর্যন্ত হারতে হয়েছে সাকিব আল হাসানদের। এমন রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশের আক্ষেপটা আরও বেড়েছে ফেক ফিল্ডিংয়ের জন্য পেনাল্টি না পাওয়াতে।
এ ছাড়া মাঠ খেলার উপযুক্ত না হয়েও আম্পায়াররা খেলতে বাধ্য করেছেন এমনও অভিযোগ উঠেছে বাংলাদেশের পক্ষ থেকে। এ দুটি অভিযোগ নিয়ে আইসিসির কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যাবে কি না এমন প্রশ্নের জবাবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, আইসিসির সভায় এ অভিযোগগুলো তুলে ধরা হবে।
জালাল ইউনুস বলেছেন, ‘কিছু হলেই যে বোর্ড দিয়ে আলাপ করা হবে, ব্যাপারটা এতো সহজ না। এটা স্কুল না, যে আপনি গিয়ে হেডমাস্টারের কাছে অভিযোগ করবেন। এই ধরনের বিষয় না। তারপরেও এটা আমাদের মাথায় আছে, আমরা যেন সঠিক জায়গায় এটা নিয়ে কথা বলতে পারি। ভারতের বিপক্ষে ম্যাচে ভেজা মাঠ, ফেক ফিল্ডিং ও আম্পায়ারিং নিয়ে আইসিসির পরবর্তী সভায় আলোচনা করব। আপনারা জানেন সামনেই এই অস্ট্রেলিয়াতেই মিটিং রয়েছে। তবে যেটা মনে করি, দিন শেষে আম্পায়ার এবং ম্যাচ রেফরির সিদ্ধান্তই চূড়ান্ত। মানুষ মাত্রই ভুল হয়ে থাকে।’
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারতের ম্যাচ মানেই যেন আম্পায়ারিং বির্তক। যার শুরুটা হয়েছিল ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে। আর সর্বশেষটা হচ্ছে গতকালের অ্যাডিলেড ম্যাচে। ফেক থ্রোর বিষয়ে ইউনুস বলেছেন, ‘ফেক থ্রো নিয়ে একটা ইস্যু ছিল। আম্পায়ারকে এটা নিয়ে জানানো হয়েছে। তিনি বলেছেন যে তিনি এটা খেয়াল করেননি। মাঝখানে সাকিব এটা নিয়ে অনেক আলাপ করেছে এরাসমাসের (আম্পায়ার) সাথে। খেলার পরও এটা নিয়ে আলাপ হয়েছে।’
আর মাঠ ভেজার বিষয়ে ইউনুস বলেছেন, ‘মাঠ ভেজা নিয়েও আলাপ হয়েছিল (আম্পায়ারদের সাথে)। সাকিব বারবার বলছিল যে মাঠ অনেক ভেজা, আরেকটু শুকালে খেলা শুরু করতে। কিন্তু আম্পায়ার, ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। এটা নিয়ে তর্ক-বিতর্কের সুযোগ ছিল না। সিদ্ধান্ত একটাই, আপনি খেলবেন কি খেলবেন না।’
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:

অ্যাডিলেডে গতকাল বৃষ্টি আইনে ৫ রানের হেরেছে বাংলাদেশ। শুরুতে আশা জাগিয়েও শেষ পর্যন্ত হারতে হয়েছে সাকিব আল হাসানদের। এমন রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশের আক্ষেপটা আরও বেড়েছে ফেক ফিল্ডিংয়ের জন্য পেনাল্টি না পাওয়াতে।
এ ছাড়া মাঠ খেলার উপযুক্ত না হয়েও আম্পায়াররা খেলতে বাধ্য করেছেন এমনও অভিযোগ উঠেছে বাংলাদেশের পক্ষ থেকে। এ দুটি অভিযোগ নিয়ে আইসিসির কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যাবে কি না এমন প্রশ্নের জবাবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, আইসিসির সভায় এ অভিযোগগুলো তুলে ধরা হবে।
জালাল ইউনুস বলেছেন, ‘কিছু হলেই যে বোর্ড দিয়ে আলাপ করা হবে, ব্যাপারটা এতো সহজ না। এটা স্কুল না, যে আপনি গিয়ে হেডমাস্টারের কাছে অভিযোগ করবেন। এই ধরনের বিষয় না। তারপরেও এটা আমাদের মাথায় আছে, আমরা যেন সঠিক জায়গায় এটা নিয়ে কথা বলতে পারি। ভারতের বিপক্ষে ম্যাচে ভেজা মাঠ, ফেক ফিল্ডিং ও আম্পায়ারিং নিয়ে আইসিসির পরবর্তী সভায় আলোচনা করব। আপনারা জানেন সামনেই এই অস্ট্রেলিয়াতেই মিটিং রয়েছে। তবে যেটা মনে করি, দিন শেষে আম্পায়ার এবং ম্যাচ রেফরির সিদ্ধান্তই চূড়ান্ত। মানুষ মাত্রই ভুল হয়ে থাকে।’
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারতের ম্যাচ মানেই যেন আম্পায়ারিং বির্তক। যার শুরুটা হয়েছিল ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে। আর সর্বশেষটা হচ্ছে গতকালের অ্যাডিলেড ম্যাচে। ফেক থ্রোর বিষয়ে ইউনুস বলেছেন, ‘ফেক থ্রো নিয়ে একটা ইস্যু ছিল। আম্পায়ারকে এটা নিয়ে জানানো হয়েছে। তিনি বলেছেন যে তিনি এটা খেয়াল করেননি। মাঝখানে সাকিব এটা নিয়ে অনেক আলাপ করেছে এরাসমাসের (আম্পায়ার) সাথে। খেলার পরও এটা নিয়ে আলাপ হয়েছে।’
আর মাঠ ভেজার বিষয়ে ইউনুস বলেছেন, ‘মাঠ ভেজা নিয়েও আলাপ হয়েছিল (আম্পায়ারদের সাথে)। সাকিব বারবার বলছিল যে মাঠ অনেক ভেজা, আরেকটু শুকালে খেলা শুরু করতে। কিন্তু আম্পায়ার, ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। এটা নিয়ে তর্ক-বিতর্কের সুযোগ ছিল না। সিদ্ধান্ত একটাই, আপনি খেলবেন কি খেলবেন না।’
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৭ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৭ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৮ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১০ ঘণ্টা আগে