ক্রীড়া ডেস্ক

ভারতের জার্সিতে যশস্বী জয়সওয়ালের পথচলাটা কেবল দুই বছরের। বেশির ভাগ ক্ষেত্রে ক্রিকেটাররা দীর্ঘদিন খেলার পরও যখন নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে পারেন না, জয়সওয়াল তাঁদের জন্য একটি দৃষ্টান্ত। বোলারদের রীতিমতো শাসন করছেন তিনি। ভেঙেচূড়ে দিচ্ছেন একের পর এক রেকর্ড।
দুই বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ২০ টেস্ট খেললেও হেডিংলিতে গতকাল যখন খেলতে নেমেছেন জয়সওয়াল, সেটা তাঁর ইংল্যান্ডের মাঠে প্রথম টেস্ট। অথচ তাঁর ব্যাটিং দেখে মনেই হয়নি ইংলিশ কন্ডিশনে প্রথমবার তিনি খেলছেন। মারার বল পেলে মেরেছেন। আবার প্রতিপক্ষ বোলারদের ভালো বোলিংকে সমীহ করেছেন। বুদ্ধিমত্তার সঙ্গে খেলে ১৪৪ বলে তুলে নিয়েছেন পঞ্চম টেস্ট সেঞ্চুরি। ব্রাইডন কার্সের বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্ক ছোঁয়ার আনন্দে হেলমেট খুলে দৌড়াতে শুরু করলেন। ১৫৯ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১০১ রান করেছেন ভারতীয় এই বাঁহাতি ব্যাটার।
দুর্দান্ত সেঞ্চুরিতে জয়সওয়াল একটি রেকর্ডে স্যার ডন ব্র্যাডম্যানকে পেছনে ফেলেছেন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে কমপক্ষে ৫০০ রান করেছেন, তাঁদের মধ্যে সর্বোচ্চ ৯০.৩৩ গড় জয়সওয়ালের। ‘প্রিয়’ প্রতিপক্ষের বিপক্ষে ৬ টেস্টের ১০ ইনিংসে ৮১৩ রান করেছেন তিনি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ইংলিশদের বিপক্ষে তিনটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন জয়সওয়াল। ভারতীয় এই ব্যাটারের পর তালিকায় দুইয়ে থাকা ব্র্যাডম্যানের গড় ৮৯.৭৮। অস্ট্রেলিয়ার ব্যাটিং কিংবদন্তি ইংলিশদের বিপক্ষে টেস্টে ৮৯.৭৮ গড়ে করেছেন ৫০২৮ রান। ৩৭ টেস্ট খেলে ১৯ সেঞ্চুরি ও ১২ ফিফটি ব্র্যাডম্যানের রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে।

১৫৯ বলে ১০১ রান করে ইংল্যান্ডের মাঠে নিজেদের প্রথম টেস্টে সেঞ্চুরি করা পঞ্চম ভারতীয় ব্যাটার হলেন জয়সওয়াল। তাঁর আগে এই কীর্তি গড়েছেন সৌরভ গাঙ্গুলী, বিজয় মাঞ্জেরেকার, সন্দীপ পাটিল ও মুরলি বিজয়। যেখানে লর্ডসে ঠিক ২৯ বছর আগে (১৯৯৬ সালের ২০ জুন) ইংল্যান্ডের বিপক্ষে ১৩১ রান করেন সৌরভ। এটা তাঁর ক্যারিয়ারের প্রথম টেস্ট ছিল। সবশেষ ইংল্যান্ডের মাঠে ভারতীয় ব্যাটার হিসেবে নিজের প্রথম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েছেন মুরালি বিজয় (১৪৬ রান)। এছাড়া গতকাল হেডিংলিতে জয়সওয়াল এমন এক রেকর্ড গড়েছেন যেটা আর কোনো ভারতীয় ব্যাটারের নেই। ভারতের প্রথম ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড—দুই দেশেই নিজের প্রথম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। ২০২৪-এর নভেম্বরে জয়সওয়াল পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬১ রানের ইনিংস খেলেছিলেন।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ তিন গড়ের ব্যাটার (সর্বনিম্ন ৫০০ রান করেছেন)
গড় দল রান
যশস্বী জয়সওয়াল ৯০.৩৩ ভারত ৮১৩
স্যার ডন ব্র্যাডম্যান ৮৯.৭৮ অস্ট্রেলিয়া ৫০২৮
স্টিউয়ি ডেম্পস্টার ৮৮.৪২ নিউজিল্যান্ড ৬১৯

ভারতের জার্সিতে যশস্বী জয়সওয়ালের পথচলাটা কেবল দুই বছরের। বেশির ভাগ ক্ষেত্রে ক্রিকেটাররা দীর্ঘদিন খেলার পরও যখন নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে পারেন না, জয়সওয়াল তাঁদের জন্য একটি দৃষ্টান্ত। বোলারদের রীতিমতো শাসন করছেন তিনি। ভেঙেচূড়ে দিচ্ছেন একের পর এক রেকর্ড।
দুই বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ২০ টেস্ট খেললেও হেডিংলিতে গতকাল যখন খেলতে নেমেছেন জয়সওয়াল, সেটা তাঁর ইংল্যান্ডের মাঠে প্রথম টেস্ট। অথচ তাঁর ব্যাটিং দেখে মনেই হয়নি ইংলিশ কন্ডিশনে প্রথমবার তিনি খেলছেন। মারার বল পেলে মেরেছেন। আবার প্রতিপক্ষ বোলারদের ভালো বোলিংকে সমীহ করেছেন। বুদ্ধিমত্তার সঙ্গে খেলে ১৪৪ বলে তুলে নিয়েছেন পঞ্চম টেস্ট সেঞ্চুরি। ব্রাইডন কার্সের বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্ক ছোঁয়ার আনন্দে হেলমেট খুলে দৌড়াতে শুরু করলেন। ১৫৯ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১০১ রান করেছেন ভারতীয় এই বাঁহাতি ব্যাটার।
দুর্দান্ত সেঞ্চুরিতে জয়সওয়াল একটি রেকর্ডে স্যার ডন ব্র্যাডম্যানকে পেছনে ফেলেছেন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে কমপক্ষে ৫০০ রান করেছেন, তাঁদের মধ্যে সর্বোচ্চ ৯০.৩৩ গড় জয়সওয়ালের। ‘প্রিয়’ প্রতিপক্ষের বিপক্ষে ৬ টেস্টের ১০ ইনিংসে ৮১৩ রান করেছেন তিনি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ইংলিশদের বিপক্ষে তিনটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন জয়সওয়াল। ভারতীয় এই ব্যাটারের পর তালিকায় দুইয়ে থাকা ব্র্যাডম্যানের গড় ৮৯.৭৮। অস্ট্রেলিয়ার ব্যাটিং কিংবদন্তি ইংলিশদের বিপক্ষে টেস্টে ৮৯.৭৮ গড়ে করেছেন ৫০২৮ রান। ৩৭ টেস্ট খেলে ১৯ সেঞ্চুরি ও ১২ ফিফটি ব্র্যাডম্যানের রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে।

১৫৯ বলে ১০১ রান করে ইংল্যান্ডের মাঠে নিজেদের প্রথম টেস্টে সেঞ্চুরি করা পঞ্চম ভারতীয় ব্যাটার হলেন জয়সওয়াল। তাঁর আগে এই কীর্তি গড়েছেন সৌরভ গাঙ্গুলী, বিজয় মাঞ্জেরেকার, সন্দীপ পাটিল ও মুরলি বিজয়। যেখানে লর্ডসে ঠিক ২৯ বছর আগে (১৯৯৬ সালের ২০ জুন) ইংল্যান্ডের বিপক্ষে ১৩১ রান করেন সৌরভ। এটা তাঁর ক্যারিয়ারের প্রথম টেস্ট ছিল। সবশেষ ইংল্যান্ডের মাঠে ভারতীয় ব্যাটার হিসেবে নিজের প্রথম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েছেন মুরালি বিজয় (১৪৬ রান)। এছাড়া গতকাল হেডিংলিতে জয়সওয়াল এমন এক রেকর্ড গড়েছেন যেটা আর কোনো ভারতীয় ব্যাটারের নেই। ভারতের প্রথম ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড—দুই দেশেই নিজের প্রথম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। ২০২৪-এর নভেম্বরে জয়সওয়াল পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬১ রানের ইনিংস খেলেছিলেন।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ তিন গড়ের ব্যাটার (সর্বনিম্ন ৫০০ রান করেছেন)
গড় দল রান
যশস্বী জয়সওয়াল ৯০.৩৩ ভারত ৮১৩
স্যার ডন ব্র্যাডম্যান ৮৯.৭৮ অস্ট্রেলিয়া ৫০২৮
স্টিউয়ি ডেম্পস্টার ৮৮.৪২ নিউজিল্যান্ড ৬১৯

চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
১০ মিনিট আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৭ ঘণ্টা আগে