
ভারতের জার্সিতে যশস্বী জয়সওয়ালের পথচলাটা কেবল দুই বছরের। বেশির ভাগ ক্ষেত্রে ক্রিকেটাররা দীর্ঘদিন খেলার পরও যখন নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে পারেন না, জয়সওয়াল তাঁদের জন্য একটি দৃষ্টান্ত। বোলারদের রীতিমতো শাসন করছেন তিনি। ভেঙেচূড়ে দিচ্ছেন একের পর এক রেকর্ড।
দুই বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ২০ টেস্ট খেললেও হেডিংলিতে গতকাল যখন খেলতে নেমেছেন জয়সওয়াল, সেটা তাঁর ইংল্যান্ডের মাঠে প্রথম টেস্ট। অথচ তাঁর ব্যাটিং দেখে মনেই হয়নি ইংলিশ কন্ডিশনে প্রথমবার তিনি খেলছেন। মারার বল পেলে মেরেছেন। আবার প্রতিপক্ষ বোলারদের ভালো বোলিংকে সমীহ করেছেন। বুদ্ধিমত্তার সঙ্গে খেলে ১৪৪ বলে তুলে নিয়েছেন পঞ্চম টেস্ট সেঞ্চুরি। ব্রাইডন কার্সের বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্ক ছোঁয়ার আনন্দে হেলমেট খুলে দৌড়াতে শুরু করলেন। ১৫৯ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১০১ রান করেছেন ভারতীয় এই বাঁহাতি ব্যাটার।
দুর্দান্ত সেঞ্চুরিতে জয়সওয়াল একটি রেকর্ডে স্যার ডন ব্র্যাডম্যানকে পেছনে ফেলেছেন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে কমপক্ষে ৫০০ রান করেছেন, তাঁদের মধ্যে সর্বোচ্চ ৯০.৩৩ গড় জয়সওয়ালের। ‘প্রিয়’ প্রতিপক্ষের বিপক্ষে ৬ টেস্টের ১০ ইনিংসে ৮১৩ রান করেছেন তিনি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ইংলিশদের বিপক্ষে তিনটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন জয়সওয়াল। ভারতীয় এই ব্যাটারের পর তালিকায় দুইয়ে থাকা ব্র্যাডম্যানের গড় ৮৯.৭৮। অস্ট্রেলিয়ার ব্যাটিং কিংবদন্তি ইংলিশদের বিপক্ষে টেস্টে ৮৯.৭৮ গড়ে করেছেন ৫০২৮ রান। ৩৭ টেস্ট খেলে ১৯ সেঞ্চুরি ও ১২ ফিফটি ব্র্যাডম্যানের রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে।

১৫৯ বলে ১০১ রান করে ইংল্যান্ডের মাঠে নিজেদের প্রথম টেস্টে সেঞ্চুরি করা পঞ্চম ভারতীয় ব্যাটার হলেন জয়সওয়াল। তাঁর আগে এই কীর্তি গড়েছেন সৌরভ গাঙ্গুলী, বিজয় মাঞ্জেরেকার, সন্দীপ পাটিল ও মুরলি বিজয়। যেখানে লর্ডসে ঠিক ২৯ বছর আগে (১৯৯৬ সালের ২০ জুন) ইংল্যান্ডের বিপক্ষে ১৩১ রান করেন সৌরভ। এটা তাঁর ক্যারিয়ারের প্রথম টেস্ট ছিল। সবশেষ ইংল্যান্ডের মাঠে ভারতীয় ব্যাটার হিসেবে নিজের প্রথম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েছেন মুরালি বিজয় (১৪৬ রান)। এছাড়া গতকাল হেডিংলিতে জয়সওয়াল এমন এক রেকর্ড গড়েছেন যেটা আর কোনো ভারতীয় ব্যাটারের নেই। ভারতের প্রথম ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড—দুই দেশেই নিজের প্রথম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। ২০২৪-এর নভেম্বরে জয়সওয়াল পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬১ রানের ইনিংস খেলেছিলেন।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ তিন গড়ের ব্যাটার (সর্বনিম্ন ৫০০ রান করেছেন)
গড় দল রান
যশস্বী জয়সওয়াল ৯০.৩৩ ভারত ৮১৩
স্যার ডন ব্র্যাডম্যান ৮৯.৭৮ অস্ট্রেলিয়া ৫০২৮
স্টিউয়ি ডেম্পস্টার ৮৮.৪২ নিউজিল্যান্ড ৬১৯

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৭ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে