চরম অধারাবাহিকতায় জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে থাকায় প্রায়ই ট্রলের পাত্র বানানো হয় সৌম্য সরকারকে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ তো মজা করে ‘শূন্য সরকার’ বলেও ডাকেন। সেই সৌম্য আরেক দফা জাতীয় দল থেকে বাদ পড়তেই ছন্দ ফিরে পেয়েছেন।
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) গত মাসে টানা দুই ম্যাচে ফিফটি করেছিলেন সৌম্য। বাঁহাতি এ ব্যাটার এবার পেলেন সেঞ্চুরির দেখা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে আজ তিন অঙ্ক ছুঁয়েছেন মধ্যাঞ্চলের সৌম্য। শতক পূরণ করতে ১৪১ বল খেলেছেন সৌম্য। মেরেছেন ১০টি চার ও একটি ছক্কা।
এর আগে দুই ওপেনার মোহাম্মদ মিঠুন আলী ও মিজানুর রহমানও সেঞ্চুরি করেছেন। এমনকি ফিফটি করেছেন চারে নামা সালমান হোসেন ও পাঁচে নামা মোসাদ্দেক হোসেন সৈকত।
তিন সেঞ্চুরি ও দুই ফিফটির সুবাদে রান-উৎসব করেছে মধ্যাঞ্চল। আজ তৃতীয় দিনে ৩ উইকেটে ৫৬৩ রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে তারা। সৌম্য অপরাজিত ছিলেন ১০৪ রানে। জাতীয় দলে ব্রাত্য আরেক ক্রিকেটার মোসাদ্দেকের সঙ্গে ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তিনি।
প্রথম ইনিংসে উত্তরাঞ্চল গুটিয়ে যায় ২১৯ রানে। মধ্যাঞ্চল পায় ৩৪৪ রানের বিশাল লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও খুব একটা সুবিধা করতে পারছে না উত্তরাঞ্চল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে করেছে ১৫৩ রান।
পারভেজ হোসেন ইমন ও তানভীর হায়দার ফিরেছেন ব্যক্তিগত বিশের আগেই। দলকে পথ দেখাচ্ছিলেন তানজিদ হাসান তামিম। এনসিএলের সেরা বোলার হাসান মুরাদের বলে নড়বড়ে নব্বইয়ে কাটা পড়েন তিনি। মধ্যাঞ্চলকে আবার ব্যাটিংয়ে পাঠাতে চাইলে উত্তরাঞ্চলের দরকার আরও ১৯১ রান।

সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
১৭ মিনিট আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
১ ঘণ্টা আগে
এই জয় তো এই হার—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যাত্রাটা চলছে এভাবেই। উইন্ডহোকে ১৫ জানুয়ারি তানজানিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ। একই মাঠে ১৮ জানুয়ারি আফগানিস্তানের কাছে ১৩৮ রানে হেরেছে ক্যারিবীয়রা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে উইন্ডিজ।
২ ঘণ্টা আগে
চিত্রনাট্যটা একই রকম। গত বিপিএলেও মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে ছিটকে গেছে। এবারও ঠিক একই ঘটনা ঘটেছে। পার্থক্য শুধু গত বছর খুলনা টাইগার্সের হয়ে খেলা মিরাজ এবার খেলেছেন সিলেট টাইটানসের হয়ে। সিলেটের প্রধান কোচ সোহেল ইসলামের মতে
২ ঘণ্টা আগে