নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে পরিচিত নাম সাকিব আল হাসান। এখনো বিশ্বের বিভিন্ন টুর্নামেন্টে দাপিয়ে বেড়ান এই অলরাউন্ডার। মোস্তাফিজুর রহমান-লিটন দাসরাও এখন ফ্র্যাঞ্চাইজি লিগের পরিচিত মুখ। তবে এমন একসময় ছিল, ঢালাওভাবে ডাক পেতেন না বাংলাদেশের খেলোয়াড়েরা।
সময়ের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের খেলোয়াড়দের সুযোগ পাওয়ার ক্ষেত্রেও যেন একটা বড় পরিবর্তন স্পষ্ট। সাকিবের পাশাপাশি মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, লিটন দাস, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, মোহাম্মদ মিঠুনদের মতো একঝাঁক ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন এবং কেউ খেলছেনও।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এটাকে ইতিবাচক দিক হিসেবেই দেখছেন। আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে ব্যস্ত সূচি হয়ে উঠেছে প্রতিটি মৌসুম। খেলোয়াড়দের ওপর খেলার চাপও যায় অনেকটা। তাই খেলোয়াড়ের শারীরিক অবস্থা এবং আগে-পরের সিরিজ ও টুর্নামেন্ট বিবেচনায় অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হচ্ছে জানিয়েছেন তিনি।
আজ মিরপুরে সংবাদমাধ্যমকে নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘অবশ্যই আমাদের ক্রিকেটের জন্য এটি একটি ইতিবাচক দিক, আমাদের ক্রিকেটাররা বাইরের বিভিন্ন লিগে ডাক পাচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ড যেটা করছে, প্রত্যেক ক্রিকেটারের ওয়ার্কলোড (কাজের চাপ) এবং তাদের (ফ্র্যাঞ্চাইজি লিগের) আগের অংশগ্রহণ ও পরে অংশগ্রহণ—সবকিছু বিবেচনায় নিয়ে আমরা অনাপত্তিপত্র দেওয়ার পরিকল্পনা করেছি। সেভাবেই আমাদের ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া হচ্ছে।’
লিগের সংখ্যাও বেড়েছে অনেক। আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি ঘরোয়া লিগের খেলাও রয়েছে। সবকিছু দেখেই সিদ্ধান্ত নেওয়ার কথা বললেন নিজাম উদ্দিন চৌধুরী, ‘এর আগে আমাদের একটা পলিসি ছিল যে (বছরে) সর্বোচ্চ দুটা লিগে আমরা অনুমতি দেব। কিন্তু এখন যেভাবে ঘরোয়া লিগগুলো হচ্ছে, এর ফলে লিগের সংখ্যায় না গিয়ে, ওয়ার্কলোডটাকে বিবেচনায় নিচ্ছি। আন্তর্জাতিক অংশগ্রহণ, ঘরোয়া লিগ খেলার জন্য যে ওয়ার্কলোড দরকার, এগুলো বিবেচনা করে এবং ভবিষ্যতে যে টুর্নামেন্টগুলো আছে, সেগুলোতে অংশগ্রহণ আরেকটি বিবেচনার বিষয়। সবগুলো বিবেচনা করেই আমরা ছাড়পত্র দিচ্ছি।’
ওয়ার্কলোডের কথা বিবেচনা করেই তাসকিন আহমদেকে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, ‘লঙ্কান প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তাসকিনের বিষয়টা বিবেচনা আছে। তার যে সম্প্রতি অংশগ্রহণ ছিল, তার ওয়ার্কলোড বিবেচনা করে হয়তো এই লঙ্কান প্রিমিয়ার লিগে আমরা বিষয়টাকে ভিন্নভাবে চিন্তা করছি। অন্য খেলোয়াড়দের যাদের, প্রায় সবাইকেই আমরা ছাড়পত্র দিচ্ছি।’

বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে পরিচিত নাম সাকিব আল হাসান। এখনো বিশ্বের বিভিন্ন টুর্নামেন্টে দাপিয়ে বেড়ান এই অলরাউন্ডার। মোস্তাফিজুর রহমান-লিটন দাসরাও এখন ফ্র্যাঞ্চাইজি লিগের পরিচিত মুখ। তবে এমন একসময় ছিল, ঢালাওভাবে ডাক পেতেন না বাংলাদেশের খেলোয়াড়েরা।
সময়ের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের খেলোয়াড়দের সুযোগ পাওয়ার ক্ষেত্রেও যেন একটা বড় পরিবর্তন স্পষ্ট। সাকিবের পাশাপাশি মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, লিটন দাস, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, মোহাম্মদ মিঠুনদের মতো একঝাঁক ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন এবং কেউ খেলছেনও।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এটাকে ইতিবাচক দিক হিসেবেই দেখছেন। আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে ব্যস্ত সূচি হয়ে উঠেছে প্রতিটি মৌসুম। খেলোয়াড়দের ওপর খেলার চাপও যায় অনেকটা। তাই খেলোয়াড়ের শারীরিক অবস্থা এবং আগে-পরের সিরিজ ও টুর্নামেন্ট বিবেচনায় অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হচ্ছে জানিয়েছেন তিনি।
আজ মিরপুরে সংবাদমাধ্যমকে নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘অবশ্যই আমাদের ক্রিকেটের জন্য এটি একটি ইতিবাচক দিক, আমাদের ক্রিকেটাররা বাইরের বিভিন্ন লিগে ডাক পাচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ড যেটা করছে, প্রত্যেক ক্রিকেটারের ওয়ার্কলোড (কাজের চাপ) এবং তাদের (ফ্র্যাঞ্চাইজি লিগের) আগের অংশগ্রহণ ও পরে অংশগ্রহণ—সবকিছু বিবেচনায় নিয়ে আমরা অনাপত্তিপত্র দেওয়ার পরিকল্পনা করেছি। সেভাবেই আমাদের ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া হচ্ছে।’
লিগের সংখ্যাও বেড়েছে অনেক। আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি ঘরোয়া লিগের খেলাও রয়েছে। সবকিছু দেখেই সিদ্ধান্ত নেওয়ার কথা বললেন নিজাম উদ্দিন চৌধুরী, ‘এর আগে আমাদের একটা পলিসি ছিল যে (বছরে) সর্বোচ্চ দুটা লিগে আমরা অনুমতি দেব। কিন্তু এখন যেভাবে ঘরোয়া লিগগুলো হচ্ছে, এর ফলে লিগের সংখ্যায় না গিয়ে, ওয়ার্কলোডটাকে বিবেচনায় নিচ্ছি। আন্তর্জাতিক অংশগ্রহণ, ঘরোয়া লিগ খেলার জন্য যে ওয়ার্কলোড দরকার, এগুলো বিবেচনা করে এবং ভবিষ্যতে যে টুর্নামেন্টগুলো আছে, সেগুলোতে অংশগ্রহণ আরেকটি বিবেচনার বিষয়। সবগুলো বিবেচনা করেই আমরা ছাড়পত্র দিচ্ছি।’
ওয়ার্কলোডের কথা বিবেচনা করেই তাসকিন আহমদেকে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, ‘লঙ্কান প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তাসকিনের বিষয়টা বিবেচনা আছে। তার যে সম্প্রতি অংশগ্রহণ ছিল, তার ওয়ার্কলোড বিবেচনা করে হয়তো এই লঙ্কান প্রিমিয়ার লিগে আমরা বিষয়টাকে ভিন্নভাবে চিন্তা করছি। অন্য খেলোয়াড়দের যাদের, প্রায় সবাইকেই আমরা ছাড়পত্র দিচ্ছি।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১০ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১১ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১২ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১২ ঘণ্টা আগে