
টেস্টে ফর্মটা ভালো যাচ্ছে না ডেভিড ওয়ার্নারের। টেস্ট চ্যাম্পিয়ানশিপ ফাইনালের পর অ্যাশেজের প্রথম টেস্টেও আশানুরূপ পারফর্ম করতে পারেননি। তবে লর্ডসে দ্বিতীয় টেস্ট শুরুর আগে ৩ কোটি টাকা পেলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।
২০১৮ সালে স্পার্টান স্পোর্টস কোম্পানির সঙ্গে চুক্তি করেন ওয়ার্নার। এই কোম্পানি ক্রীড়াসামগ্রী বানানোর জন্য অন্যতম বিখ্যাত এক কোম্পানি। তবে বিশাল ঋণের চাপে কোম্পানির ব্যবসায় ধস নামে। এরপর ২০২১ সালে ডিএসসির সঙ্গে চুক্তি করেন তিনি। তবে স্পার্টান থেকে স্পনসরশিপের টাকা পাননি ওয়ার্নার। তারপর গত বছর মামলা করেন তিনি। মামলার পর অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার পেয়েছেন ৪ লাখ ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৩ কোটি ২ লাখ টাকা। গত সপ্তাহে সিডনি জেলা আদালত ৪ লাখ ২২ হাজার ৭২৭ অস্ট্রেলিয়ান ডলার পরিশোধ করার আদেশ দেন। বিচারত ম্যাথ্যু ডিকার স্পার্টান স্পোর্টস পরিচালনা করা দুই কোম্পানি স্পার্টান স্পোর্ট করপোরেশন ও এসএস ম্যানেজমেন্টকে ৩ লাখ ৮২ হাজার ৯৪০ ডলার দিতে বলেন। এছাড়া বাড়তি ৩৯৭৮৬ ডলার পাওয়ার কথা ওয়ার্নারের। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের ম্যানেজার জেমস আর্সকাইন নিউজ কর্পকে বলেন ‘স্পার্টান এখনো টাকা পরিশোধ করেনি। ডেভিডের সঙ্গে মামলায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
শুধু ওয়ার্নারই নন, মাইকেল ক্লার্ক, শচীন টেন্ডুলকারও স্পার্টানের সঙ্গে চুক্তি করেন। স্পার্টানের বিরুদ্ধে ২০২০ সালে মামলা করেন শচীন। ভারতের কিংবদন্তি এই ব্যাটারের দাবি, তাঁর (শচীন) ছবি, লোগো ব্যবহার করে বিজ্ঞাপনী প্রচারণা করায় কোম্পানি থেকে ৩১ লাখ অস্ট্রেলিয়ান ডলার পাবেন (বাংলাদেশি ৩৩ কোটি ৪১ লাখ টাকা)। পরে স্পার্টানের সঙ্গে বোঝাপড়া করেন শচীন।

টেস্টে ফর্মটা ভালো যাচ্ছে না ডেভিড ওয়ার্নারের। টেস্ট চ্যাম্পিয়ানশিপ ফাইনালের পর অ্যাশেজের প্রথম টেস্টেও আশানুরূপ পারফর্ম করতে পারেননি। তবে লর্ডসে দ্বিতীয় টেস্ট শুরুর আগে ৩ কোটি টাকা পেলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।
২০১৮ সালে স্পার্টান স্পোর্টস কোম্পানির সঙ্গে চুক্তি করেন ওয়ার্নার। এই কোম্পানি ক্রীড়াসামগ্রী বানানোর জন্য অন্যতম বিখ্যাত এক কোম্পানি। তবে বিশাল ঋণের চাপে কোম্পানির ব্যবসায় ধস নামে। এরপর ২০২১ সালে ডিএসসির সঙ্গে চুক্তি করেন তিনি। তবে স্পার্টান থেকে স্পনসরশিপের টাকা পাননি ওয়ার্নার। তারপর গত বছর মামলা করেন তিনি। মামলার পর অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার পেয়েছেন ৪ লাখ ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৩ কোটি ২ লাখ টাকা। গত সপ্তাহে সিডনি জেলা আদালত ৪ লাখ ২২ হাজার ৭২৭ অস্ট্রেলিয়ান ডলার পরিশোধ করার আদেশ দেন। বিচারত ম্যাথ্যু ডিকার স্পার্টান স্পোর্টস পরিচালনা করা দুই কোম্পানি স্পার্টান স্পোর্ট করপোরেশন ও এসএস ম্যানেজমেন্টকে ৩ লাখ ৮২ হাজার ৯৪০ ডলার দিতে বলেন। এছাড়া বাড়তি ৩৯৭৮৬ ডলার পাওয়ার কথা ওয়ার্নারের। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের ম্যানেজার জেমস আর্সকাইন নিউজ কর্পকে বলেন ‘স্পার্টান এখনো টাকা পরিশোধ করেনি। ডেভিডের সঙ্গে মামলায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
শুধু ওয়ার্নারই নন, মাইকেল ক্লার্ক, শচীন টেন্ডুলকারও স্পার্টানের সঙ্গে চুক্তি করেন। স্পার্টানের বিরুদ্ধে ২০২০ সালে মামলা করেন শচীন। ভারতের কিংবদন্তি এই ব্যাটারের দাবি, তাঁর (শচীন) ছবি, লোগো ব্যবহার করে বিজ্ঞাপনী প্রচারণা করায় কোম্পানি থেকে ৩১ লাখ অস্ট্রেলিয়ান ডলার পাবেন (বাংলাদেশি ৩৩ কোটি ৪১ লাখ টাকা)। পরে স্পার্টানের সঙ্গে বোঝাপড়া করেন শচীন।

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২৯ মিনিট আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
১ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
২ ঘণ্টা আগেনতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে। তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে