নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৩ উইকেট হারিয়ে ৮৪ রান করেছিল বাংলাদেশ। বৃষ্টির পর আফগানিস্তানের বোলিংয়ের সামনে আরও এলোমেলো বাংলাদেশের ব্যাটাররা। এই প্রতিবেদন লেখার সময় ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ১৪১ রান।
বৃষ্টির পর আউট হয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও আফিফ হোসেন। বিপর্যয়ের শুরুটা সাকিবকে দিয়ে। আজমতুল্লাহ উমরজাইকে কাভার ড্রাইভের মতো খেলেন সাকিব। তবে বাতাসে ভাসিয়ে খেলা বলটা ফিল্ডার মোহাম্মদ নবিকে অতিক্রম করতে পারেনি। ডান দিকে ঝাঁপিয়ে নিচু হয়ে যাওয়া বল দারুণ ক্ষিপ্রতায় তালুবন্দী করেন নবি। লিটন-শান্তর আউটের পর হৃদয়কে নিয়ে প্রতিরোধ গড়েন সাকিব। দুজনের জুটি থেকে ৬৫ বলে ৩৭ রান। ৩৮ বলে ১৫ রান করেন সাকিব।
সাকিবের বিদায়ের পর দ্রুতই আউট হয়েছেন মুশফিক। রশিদের নিচু হয়ে আসা গুগলি মুশফিকের লেগ স্টাম্প দিয়ে প্রায় বেরিয়ে যাচ্ছিল। পেছনের পায়ে খেলতে চেয়েছিলেন মুশফিক। তবে বল-ব্যাটে সেভাবে করতে পারেননি, পা ছুঁয়ে বল যায় স্টাম্পে। ১ রানে ফেরেন তিনি। এরপর রশিদের শিকার হয়েছেন এই সিরিজ দিয়ে দলে ফেরা আফিফ হোসেনও।
রশিদের বলটা পেছনের পায়ে খেলতে চেয়েছিলেন আফিফ। বল ব্যাট ফাঁকি দিয়ে লাগে প্যাডে। জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক। রিভিউ নিলে সিদ্ধান্ত আসে আফগানদের পক্ষে। বাংলাদেশের বিপদ বাড়িয়ে আফিফ ফেরেন ৪ রানে। এই প্রতিবেদন লিখতে লিখতে আউট হয়েছেন মেহেদী হাসান মিরাজও। ফজলহক ফারুকীর বলে এলবিডব্লু। মিরাজের বিদায়ের পর আবার বৃষ্টি নেমেছে চট্টগ্রামে, আপাতত খেলা বন্ধ রয়েছে খেলা।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৩ উইকেট হারিয়ে ৮৪ রান করেছিল বাংলাদেশ। বৃষ্টির পর আফগানিস্তানের বোলিংয়ের সামনে আরও এলোমেলো বাংলাদেশের ব্যাটাররা। এই প্রতিবেদন লেখার সময় ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ১৪১ রান।
বৃষ্টির পর আউট হয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও আফিফ হোসেন। বিপর্যয়ের শুরুটা সাকিবকে দিয়ে। আজমতুল্লাহ উমরজাইকে কাভার ড্রাইভের মতো খেলেন সাকিব। তবে বাতাসে ভাসিয়ে খেলা বলটা ফিল্ডার মোহাম্মদ নবিকে অতিক্রম করতে পারেনি। ডান দিকে ঝাঁপিয়ে নিচু হয়ে যাওয়া বল দারুণ ক্ষিপ্রতায় তালুবন্দী করেন নবি। লিটন-শান্তর আউটের পর হৃদয়কে নিয়ে প্রতিরোধ গড়েন সাকিব। দুজনের জুটি থেকে ৬৫ বলে ৩৭ রান। ৩৮ বলে ১৫ রান করেন সাকিব।
সাকিবের বিদায়ের পর দ্রুতই আউট হয়েছেন মুশফিক। রশিদের নিচু হয়ে আসা গুগলি মুশফিকের লেগ স্টাম্প দিয়ে প্রায় বেরিয়ে যাচ্ছিল। পেছনের পায়ে খেলতে চেয়েছিলেন মুশফিক। তবে বল-ব্যাটে সেভাবে করতে পারেননি, পা ছুঁয়ে বল যায় স্টাম্পে। ১ রানে ফেরেন তিনি। এরপর রশিদের শিকার হয়েছেন এই সিরিজ দিয়ে দলে ফেরা আফিফ হোসেনও।
রশিদের বলটা পেছনের পায়ে খেলতে চেয়েছিলেন আফিফ। বল ব্যাট ফাঁকি দিয়ে লাগে প্যাডে। জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক। রিভিউ নিলে সিদ্ধান্ত আসে আফগানদের পক্ষে। বাংলাদেশের বিপদ বাড়িয়ে আফিফ ফেরেন ৪ রানে। এই প্রতিবেদন লিখতে লিখতে আউট হয়েছেন মেহেদী হাসান মিরাজও। ফজলহক ফারুকীর বলে এলবিডব্লু। মিরাজের বিদায়ের পর আবার বৃষ্টি নেমেছে চট্টগ্রামে, আপাতত খেলা বন্ধ রয়েছে খেলা।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১০ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে