ক্রীড়া ডেস্ক

টেস্টে আক্রমণাত্মক ব্যাটিংয়ের অভ্যাস তো ইংল্যান্ড রপ্ত করেছে কত আগেই। ক্রিকেটের রাজকীয় সংস্করণে কখনো ওয়ানডে, এমনকি তাদের ব্যাটিং ছাড়িয়ে যায় টি-টোয়েন্টিকেও। ওয়েলিংটনে আজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং-বোলিংয়ে ছড়ি ঘুরিয়েছে ইংল্যান্ড।
৫.১২ রানরেটে ওয়েলিংটনে প্রথম ইনিংসে ২৮০ রান করেছে ইংল্যান্ড। অন্যদিকে স্বাগতিক নিউজিল্যান্ড ব্যাটিং করেছে প্রথাগত টেস্ট মেজাজে। তাতেও ইংল্যান্ডের আক্রমণাত্মক বোলিং ঠিকমতো সামাল দিতে পারেনি কিউইরা। প্রথম দিন কিউইরা শেষ করেছে ৫ উইকেটে ৮৬ রানে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। কিউইদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২.৫ ওভারে ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। সফরকারীদের বিপদে হাল ধরেন ওলি পোপ ও হ্যারি ব্রুক। তাঁরা নিউজিল্যান্ডের বোলারদের ওপর পাল্টা আক্রমণ করেন। ১৫৯ বলে ১৭৪ রানের জুটি গড়েন পোপ ও ব্রুক। এই জুটি গড়ার পথে ব্রুক অষ্টম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন। ৪০তম ওভারের প্রথম বলে পোপকে ফিরিয়ে জুটি ভাঙেন উইলিয়াম ও’রুর্ক।
৭৮ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬৬ রান করেন পোপ। ইংল্যান্ডের ইনিংসে আরেক দফা ভাঙনের শুরু এখান থেকেই। ৬৩ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ২৮০ রানে গুটিয়ে যায় ইংলিশরা। ইনিংস সর্বোচ্চ ১২৩ রান করেন ব্রুক। ১১৫ বলের ইনিংসে ১১ চার ও ৫ ছক্কা মারেন এই মিডল অর্ডার ব্যাটার। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড যখন ধুঁকছে, তখন ব্যাটিংয়ে আসেন ব্রুক। ১৯৪ মিনিট উইকেটে থেকে আউট হয়েছেন দলের সপ্তম ব্যাটার হিসেবে। নিউজিল্যান্ডের সেরা বোলার নাথান স্মিথ ৮৬ রানে নিয়েছেন ৪ উইকেট। ও’রুর্ক ও ম্যাট হেনরি নিয়েছেন ৩ ও ২ উইকেট। ইংল্যান্ডের ইনিংসে একমাত্র রানআউট হয়েছেন ব্রুক।
ব্যাটিংয়ে নেমে রক্ষণাত্মক শুরু করলেও ১৮ রানে ভেঙে যায় নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি। ষষ্ঠ ওভারের শেষ বলে ডেভন কনওয়েকে (১১) ফিরিয়েছেন গাস অ্যাটকিনসন। ৩ নম্বরে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের ইনিংস মেরামতের চেষ্টা করতে থাকেন কেইন উইলিয়ামসন। দ্বিতীয় উইকেটে লাথামের সঙ্গে ৫১ বলে ৩৫ রানের জুটি গড়তে অবদান রাখেন উইলিয়ামসন।
১৫তম ওভারের দ্বিতীয় বলে টম লাথামকে বোল্ড করে নিউজিল্যান্ডের ইনিংসে ধসের সূচনা করেন বেন স্টোকস। ২৬ রানে ৪ উইকেট হারিয়ে ৫ উইকেটে ৭৯ রানে পরিণত হয় কিউইরা। প্রথম দিনে স্বাগতিকেরা ব্যাটিং করতে পেরেছে ২৬ ওভার। ৫ উইকেটে করেছে ৮৬ রান। উইলিয়ামসন করেন ৩৭ রান। এখনো স্বাগতিকেরা পিছিয়ে ১৯৪ রানে।

টেস্টে আক্রমণাত্মক ব্যাটিংয়ের অভ্যাস তো ইংল্যান্ড রপ্ত করেছে কত আগেই। ক্রিকেটের রাজকীয় সংস্করণে কখনো ওয়ানডে, এমনকি তাদের ব্যাটিং ছাড়িয়ে যায় টি-টোয়েন্টিকেও। ওয়েলিংটনে আজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং-বোলিংয়ে ছড়ি ঘুরিয়েছে ইংল্যান্ড।
৫.১২ রানরেটে ওয়েলিংটনে প্রথম ইনিংসে ২৮০ রান করেছে ইংল্যান্ড। অন্যদিকে স্বাগতিক নিউজিল্যান্ড ব্যাটিং করেছে প্রথাগত টেস্ট মেজাজে। তাতেও ইংল্যান্ডের আক্রমণাত্মক বোলিং ঠিকমতো সামাল দিতে পারেনি কিউইরা। প্রথম দিন কিউইরা শেষ করেছে ৫ উইকেটে ৮৬ রানে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। কিউইদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২.৫ ওভারে ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। সফরকারীদের বিপদে হাল ধরেন ওলি পোপ ও হ্যারি ব্রুক। তাঁরা নিউজিল্যান্ডের বোলারদের ওপর পাল্টা আক্রমণ করেন। ১৫৯ বলে ১৭৪ রানের জুটি গড়েন পোপ ও ব্রুক। এই জুটি গড়ার পথে ব্রুক অষ্টম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন। ৪০তম ওভারের প্রথম বলে পোপকে ফিরিয়ে জুটি ভাঙেন উইলিয়াম ও’রুর্ক।
৭৮ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬৬ রান করেন পোপ। ইংল্যান্ডের ইনিংসে আরেক দফা ভাঙনের শুরু এখান থেকেই। ৬৩ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ২৮০ রানে গুটিয়ে যায় ইংলিশরা। ইনিংস সর্বোচ্চ ১২৩ রান করেন ব্রুক। ১১৫ বলের ইনিংসে ১১ চার ও ৫ ছক্কা মারেন এই মিডল অর্ডার ব্যাটার। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড যখন ধুঁকছে, তখন ব্যাটিংয়ে আসেন ব্রুক। ১৯৪ মিনিট উইকেটে থেকে আউট হয়েছেন দলের সপ্তম ব্যাটার হিসেবে। নিউজিল্যান্ডের সেরা বোলার নাথান স্মিথ ৮৬ রানে নিয়েছেন ৪ উইকেট। ও’রুর্ক ও ম্যাট হেনরি নিয়েছেন ৩ ও ২ উইকেট। ইংল্যান্ডের ইনিংসে একমাত্র রানআউট হয়েছেন ব্রুক।
ব্যাটিংয়ে নেমে রক্ষণাত্মক শুরু করলেও ১৮ রানে ভেঙে যায় নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি। ষষ্ঠ ওভারের শেষ বলে ডেভন কনওয়েকে (১১) ফিরিয়েছেন গাস অ্যাটকিনসন। ৩ নম্বরে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের ইনিংস মেরামতের চেষ্টা করতে থাকেন কেইন উইলিয়ামসন। দ্বিতীয় উইকেটে লাথামের সঙ্গে ৫১ বলে ৩৫ রানের জুটি গড়তে অবদান রাখেন উইলিয়ামসন।
১৫তম ওভারের দ্বিতীয় বলে টম লাথামকে বোল্ড করে নিউজিল্যান্ডের ইনিংসে ধসের সূচনা করেন বেন স্টোকস। ২৬ রানে ৪ উইকেট হারিয়ে ৫ উইকেটে ৭৯ রানে পরিণত হয় কিউইরা। প্রথম দিনে স্বাগতিকেরা ব্যাটিং করতে পেরেছে ২৬ ওভার। ৫ উইকেটে করেছে ৮৬ রান। উইলিয়ামসন করেন ৩৭ রান। এখনো স্বাগতিকেরা পিছিয়ে ১৯৪ রানে।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে