এদিন টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জবাবে ৭ উইকেট ও ১৬ বল হাতে রেখেই জয় পায় ভারত।
লক্ষ্য তাড়ায় এদিন শুরু থেকেই দারুণ ব্যাট করতে থাকেন দুই ভারতীয় ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা। দলীয় সপ্তম ওভারেই দলের রান ৫০ পার করায় তাঁরা। এরপর কিউই বোলারদের শাসন করে জয়ের ভিত গড়ে দেন এই দুই ওপেনার। ৪০ বলে ফিফটি পূরণ করেন রাহুল। ১২তম ওভারে দলের রান এক শ পার করান তাঁরা। দলকে ভালো অবস্থানে রেখে ফেরেন রাহুল। ফেরার আগে ৬৫ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। এরপর ৫৫ রান করা রোহিতকে নিজের দ্বিতীয় শিকার বানান টিম সাউদি। একই ওভারে সূর্যকুমার যাদবকেও ফেরান সাউদি। এরপর আর কোনো উইকেট না হারিয়ে জয় পেয়ে যায় ভারত।
এদিন আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতেই আসে ৪৮ রান। ১৫ বলে ৩১ রান করা মার্টিন গাপটিলকে ফিরিয়ে এ জুটি ভাঙেন দীপক চাহার। এরপর হাল ধরে দলকে এগিয়ে নেন ডেরিল মিচেল ও মার্ক চ্যাপমান। দলীয় ৭৯ রানে চ্যাপমানের (১৭) বিদায়ে ভাঙে এ জুটি। দলীয় ৯০ রানে মিচেলকে ফেরান হার্শাল প্যাটেল। তাঁর ব্যাট থেকে আসে ৩১ রান।
এরপর মন্থর হয়ে আসে কিউইদের রানের চাকা। ১২৫ রানে আউট হন টিম সেইফার্ট (১৩)। শেষ দিকে গ্লেন ফিলিপসের ২১ বলে ৩৪ রানে দেড় শ ছাড়ানোর পুঁজি পায় সফরকারীরা। ভারতের হয়ে সর্বোচ্চ ২ উইকেট পেয়েছেন হার্শাল।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৬ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে