
ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে ব্যাট ও বল হাতে সমানতালে ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে ভারত।
গতকাল টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৭৮ রানে অলআউট হওয়ার পর আজ বিরাট কোহলির দলকে রীতিমতো রানের চাপায় পিষে ফেলেছে ইংলিশরা। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৮ উইকেটে ৪২৩ রান। ইমারতসম লিডটা বেড়ে হয়েছে ৩৪৫!
জবাব দিতে নেমে কাল দুই ইংলিশ ওপেনার রোরি বার্নস ও হাসিব হামিদ দারুণ সূচনা করেছিলেন। আজ তাঁরা বিচ্ছিন্ন হয়েছেন আর ১৫ রান যোগ করে। বার্নসকে (৬১) বোল্ড করে ভারতকে প্রথম ব্রেক থ্রু এনে দেন লর্ডস টেস্টের নায়ক মোহামেদ শামি। মধ্যাহ্নভোজ বিরতির আগে অন্য ওপেনার হাসিবকে (৬৮) ফেরান রবীন্দ্র জাদেজা।
দিনের দ্বিতীয় সেশনে ইংলিশদের হাল ধরেন অধিনায়ক জো রুট। জন্মশহরে স্ট্রোকের ফুলঝুরি ছড়িয়ে টেস্ট ক্যারিয়ারের ২৩ তম সেঞ্চুরি পূরণ করেন তিনি। রুটকে যোগ্য সঙ্গ দেন ডেভিড মালান। এই জুটি যোগ করে ১৫৯ রান।
মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পেছনে ধরা পড়ার আগে বাঁহাতি মালান করেন ৭০ রান। তিনি আউট হওয়ার পর জনি বেয়ারস্টোর সঙ্গে আরেকটি দারুণ জুটি গড়েন রুট। তবে দলীয় ৩৫০ ছুঁয়ে বেয়ারস্টো (২৯) ফিরতেই খানিকটা মড়ক লাগে ইংলিশদের ইনিংসে।
বেশিক্ষণ টিকতে পারেননি জস বাটলার (৭) ও মঈন আলী (৮)। এই দুজনের মাঝে স্যান্ডউইচ হয়ে আছে রুটের উইকেটটি। জসপ্রীত বুমরাহর বলে বোল্ড হয়ে ফেরার আগে ‘ফ্যাবুলাস ফোর’-এর শেষ জন করেন ১২১ রান।
তবে রুটের পতনে বিন্দুমাত্রও ক্ষতি হয়নি ইংল্যান্ডের। ততক্ষণে লিড যে ৩০০ ছাড়িয়ে গেছে! এরপর ওয়ানডে মেজাজে খেলে ইনিংসটাকে আরও বড় করেছেন ক্রেইগ ওভারটন (২৪ *)।
৩ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার শামি। দুটি করে উইকেট পকেটে পুরেছেন সিরাজ ও জাদেজা।

ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে ব্যাট ও বল হাতে সমানতালে ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে ভারত।
গতকাল টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৭৮ রানে অলআউট হওয়ার পর আজ বিরাট কোহলির দলকে রীতিমতো রানের চাপায় পিষে ফেলেছে ইংলিশরা। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৮ উইকেটে ৪২৩ রান। ইমারতসম লিডটা বেড়ে হয়েছে ৩৪৫!
জবাব দিতে নেমে কাল দুই ইংলিশ ওপেনার রোরি বার্নস ও হাসিব হামিদ দারুণ সূচনা করেছিলেন। আজ তাঁরা বিচ্ছিন্ন হয়েছেন আর ১৫ রান যোগ করে। বার্নসকে (৬১) বোল্ড করে ভারতকে প্রথম ব্রেক থ্রু এনে দেন লর্ডস টেস্টের নায়ক মোহামেদ শামি। মধ্যাহ্নভোজ বিরতির আগে অন্য ওপেনার হাসিবকে (৬৮) ফেরান রবীন্দ্র জাদেজা।
দিনের দ্বিতীয় সেশনে ইংলিশদের হাল ধরেন অধিনায়ক জো রুট। জন্মশহরে স্ট্রোকের ফুলঝুরি ছড়িয়ে টেস্ট ক্যারিয়ারের ২৩ তম সেঞ্চুরি পূরণ করেন তিনি। রুটকে যোগ্য সঙ্গ দেন ডেভিড মালান। এই জুটি যোগ করে ১৫৯ রান।
মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পেছনে ধরা পড়ার আগে বাঁহাতি মালান করেন ৭০ রান। তিনি আউট হওয়ার পর জনি বেয়ারস্টোর সঙ্গে আরেকটি দারুণ জুটি গড়েন রুট। তবে দলীয় ৩৫০ ছুঁয়ে বেয়ারস্টো (২৯) ফিরতেই খানিকটা মড়ক লাগে ইংলিশদের ইনিংসে।
বেশিক্ষণ টিকতে পারেননি জস বাটলার (৭) ও মঈন আলী (৮)। এই দুজনের মাঝে স্যান্ডউইচ হয়ে আছে রুটের উইকেটটি। জসপ্রীত বুমরাহর বলে বোল্ড হয়ে ফেরার আগে ‘ফ্যাবুলাস ফোর’-এর শেষ জন করেন ১২১ রান।
তবে রুটের পতনে বিন্দুমাত্রও ক্ষতি হয়নি ইংল্যান্ডের। ততক্ষণে লিড যে ৩০০ ছাড়িয়ে গেছে! এরপর ওয়ানডে মেজাজে খেলে ইনিংসটাকে আরও বড় করেছেন ক্রেইগ ওভারটন (২৪ *)।
৩ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার শামি। দুটি করে উইকেট পকেটে পুরেছেন সিরাজ ও জাদেজা।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৭ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১১ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১১ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১২ ঘণ্টা আগে