নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাহিদ রানা। বাংলাদেশের পেস সম্ভাবনার আরেক নাম। শুরুতে শুধু তাঁর বলে গতি থাকলেও তাতে ছিল না তেমন নিয়ন্ত্রণ। তবে এখন দ্রুতগতির বলেও নিয়ন্ত্রণ আনতে পারছেন। আর যেদিন থেকে কাজটি করতে পারছেন, সাফল্য ধরা দিচ্ছে তাঁকে।
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজেও নাহিদ রানার দিকে তাকিয়ে বাংলাদেশ। তরুণ এই পেসার যখন বাংলাদেশের ভরসা, তখন প্রতিপক্ষ জিম্বাবুয়ের আতঙ্ক হওয়ার কথা। নিয়মিত বল করেন ১৪০ কিলোমিটারের বেশি গতিতে।
নাহিদ রানা কিংবা তাঁর গতি নিয়ে মোটেও চিন্তিত নন শন উইলিয়ামস। জিম্বাবুয়ের দলের অভিজ্ঞ এই ব্যাটার গতকাল সংবাদ সম্মেলনে এসে উল্টো বললেন, ‘নাহিদ রানাকে খেলতে আমরা প্রস্তুত।’ কীভাবে প্রস্তুত? শন উইলিয়ামসের উত্তর, ‘আমাদের যে বোলিং মেশিন আছে, সেটা মানুষের চেয়েও বেশি গতিতে বোলিং করতে পারে।’
জিম্বাবুয়ে সিরিজে রানার সঙ্গে পেস আক্রমণে থাকছেন হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিবরা। তানজিম সাকিবের এখনো টেস্টে অভিষেক না হলেও দলে যে দলে অবদান রাখতে পারে, সেটি তিনি দেখিয়েছেন ক্রিকেটের অন্য দুই সংস্করণে। পাকিস্তান ও ভারতের বিপক্ষে ইনিংসে ৫ উইকেটে নেওয়ার অভিজ্ঞতা হাসানের। গত বছর জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন রানা। তাই বাংলাদেশের পেসারদের প্রশংসা করতেই হলো উইলিয়ামসকে, ‘তারা দুর্দান্ত। বছরের পর বছর ধরে তাদের দেখছি আমি। কয়েকজন পেসারের মধ্য থেকে দল তৈরি করে তারা। এটা আসলেই অসাধারণ।’
বাংলাদেশের আবহাওয়া গত কদিন ধরেই মেঘলা। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) তো বটেই, এমনকি সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ের অনুশীলন সেশনের সময়ও বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। এমন বৃষ্টিস্নাত পরিবেশ উপভোগ করছেন উইলিয়ামস, ‘আমি আসলে এটা (বৃষ্টি) নিয়ে খুশি (হাসি)। বৃষ্টিটা দারুণ লেগেছে গতকাল। অনুশীলন সেশনের সময় বৃষ্টি হলো। জুন মাসের বৃষ্টিটা আবহাওয়ার পূর্বাভাসে আছে, যা ম্যাচের মধ্যেও হতে পারে। ফলে আমাদের সুযোগ আছে, এটা মাথায় রেখেই প্রস্তুতি নেওয়ার।’

নাহিদ রানা। বাংলাদেশের পেস সম্ভাবনার আরেক নাম। শুরুতে শুধু তাঁর বলে গতি থাকলেও তাতে ছিল না তেমন নিয়ন্ত্রণ। তবে এখন দ্রুতগতির বলেও নিয়ন্ত্রণ আনতে পারছেন। আর যেদিন থেকে কাজটি করতে পারছেন, সাফল্য ধরা দিচ্ছে তাঁকে।
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজেও নাহিদ রানার দিকে তাকিয়ে বাংলাদেশ। তরুণ এই পেসার যখন বাংলাদেশের ভরসা, তখন প্রতিপক্ষ জিম্বাবুয়ের আতঙ্ক হওয়ার কথা। নিয়মিত বল করেন ১৪০ কিলোমিটারের বেশি গতিতে।
নাহিদ রানা কিংবা তাঁর গতি নিয়ে মোটেও চিন্তিত নন শন উইলিয়ামস। জিম্বাবুয়ের দলের অভিজ্ঞ এই ব্যাটার গতকাল সংবাদ সম্মেলনে এসে উল্টো বললেন, ‘নাহিদ রানাকে খেলতে আমরা প্রস্তুত।’ কীভাবে প্রস্তুত? শন উইলিয়ামসের উত্তর, ‘আমাদের যে বোলিং মেশিন আছে, সেটা মানুষের চেয়েও বেশি গতিতে বোলিং করতে পারে।’
জিম্বাবুয়ে সিরিজে রানার সঙ্গে পেস আক্রমণে থাকছেন হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিবরা। তানজিম সাকিবের এখনো টেস্টে অভিষেক না হলেও দলে যে দলে অবদান রাখতে পারে, সেটি তিনি দেখিয়েছেন ক্রিকেটের অন্য দুই সংস্করণে। পাকিস্তান ও ভারতের বিপক্ষে ইনিংসে ৫ উইকেটে নেওয়ার অভিজ্ঞতা হাসানের। গত বছর জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন রানা। তাই বাংলাদেশের পেসারদের প্রশংসা করতেই হলো উইলিয়ামসকে, ‘তারা দুর্দান্ত। বছরের পর বছর ধরে তাদের দেখছি আমি। কয়েকজন পেসারের মধ্য থেকে দল তৈরি করে তারা। এটা আসলেই অসাধারণ।’
বাংলাদেশের আবহাওয়া গত কদিন ধরেই মেঘলা। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) তো বটেই, এমনকি সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ের অনুশীলন সেশনের সময়ও বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। এমন বৃষ্টিস্নাত পরিবেশ উপভোগ করছেন উইলিয়ামস, ‘আমি আসলে এটা (বৃষ্টি) নিয়ে খুশি (হাসি)। বৃষ্টিটা দারুণ লেগেছে গতকাল। অনুশীলন সেশনের সময় বৃষ্টি হলো। জুন মাসের বৃষ্টিটা আবহাওয়ার পূর্বাভাসে আছে, যা ম্যাচের মধ্যেও হতে পারে। ফলে আমাদের সুযোগ আছে, এটা মাথায় রেখেই প্রস্তুতি নেওয়ার।’

জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। নিজেদের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলটির তারকা ব্যাট
৩৯ মিনিট আগে
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
২ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৪ ঘণ্টা আগে