ক্রীড়া ডেস্ক

সিলেটে গতকাল ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স ম্যাচ শেষ হতেই দেখা গেল তামিম ইকবালের রুদ্রমূর্তি। যেহেতু তামিম বরিশালের অধিনায়ক এবং হাতের নাগালে থাকা ম্যাচ ফস্কে গেছে, স্বাভাবিকভাবেই হারটা তাঁর মাথা গরমের কারণ মনে হতে পারে। কিন্তু পরে জানা গেল ভিন্ন কিছু।
অ্যালেক্স হেলসের সঙ্গে ব্যক্তিগত ঝামেলা থেকেই তামিমের তুমুল বাকবিতণ্ডার ঘটনা গতকাল ঘটেছে। ম্যাচ শেষে তামিম তেড়ে যান রংপুরের ডাগআউটের দিকে। সিলেট স্টেডিয়াম তখন এতটাই উত্তপ্ত হয়েছিল যে তাঁদের (তামিম-হেলস) থামাতে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিমের পাশাপাশি সোহান-শেখ মেহেদীকেও এগিয়ে আসতে হয়েছে। ম্যাচ শেষে হাত মেলানোর সময় রংপুরের হেলসের আপত্তিকর মুখভঙ্গির কারণেই নাকি তামিমের মেজাজ গরম হওয়ার কারণ। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার যেন বোঝাতে চাইলেন, দূর থেকে নয়। কথাবার্তা হবে সামনাসামনি।
মাঠের ঝগড়া মাঠেই অবশ্য থেমে থাকেনি। বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার আগে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে হেলস অভিযোগের আঙুল তোলেন তামিমের দিকে। ইংলিশ টপ অর্ডার ব্যাটারের দাবি, ব্যক্তিগত আক্রমণের শুরুটা তামিমই করেছেন। ইংল্যান্ডের তারকা ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশের এই ক্রিকেটারের এর আগেও লেগেছে। ২০১৬ সালে মিরপুরে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডের পর ক্রিকেটাররা একে অপরের সঙ্গে করমর্দন করছিলেন। জনি বেয়ারস্টোর সঙ্গে করমর্দন করতে গেলে তাঁর (বেয়ারস্টো) আচরণ পছন্দ হয়নি তামিমের। বাংলাদেশের ওপেনার প্রতিক্রিয়া দেখানোর আগেই বেন স্টোকস এসে তাঁর (তামিম) কাঁধে ধাক্কা মেরেছিলেন। ঝামেলা বাড়ার আগেই তামিম-স্টোকসদের বুঝিয়ে সামাল দিয়েছিলেন সাকিব আল হাসান।

ইংল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে চোখে চোখ রেখে যে লড়াই করতে তামিম পছন্দ করেন, সেটা ৯ বছর পর গতকাল সিলেটে সেটা দেখা গেল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যখন বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবালের কাছে এসেছে তামিম-হেলসের ঝগড়ার প্রসঙ্গ। ছোটো ভাই তামিমের মেজাজ হঠাৎ কেন বিগড়ে গেল, সেই ব্যাপারে নাফিস বলেন, ‘নিশ্চয়ই কিছু একটা বলেছিলেন তিনি (হেলস)। সেটার প্রতিক্রিয়াতেই এমনটা ঘটেছে। তবে গুরুতর কিছু নয় বলে আমার মনে হচ্ছে।’

সিলেটে গতকাল ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স ম্যাচ শেষ হতেই দেখা গেল তামিম ইকবালের রুদ্রমূর্তি। যেহেতু তামিম বরিশালের অধিনায়ক এবং হাতের নাগালে থাকা ম্যাচ ফস্কে গেছে, স্বাভাবিকভাবেই হারটা তাঁর মাথা গরমের কারণ মনে হতে পারে। কিন্তু পরে জানা গেল ভিন্ন কিছু।
অ্যালেক্স হেলসের সঙ্গে ব্যক্তিগত ঝামেলা থেকেই তামিমের তুমুল বাকবিতণ্ডার ঘটনা গতকাল ঘটেছে। ম্যাচ শেষে তামিম তেড়ে যান রংপুরের ডাগআউটের দিকে। সিলেট স্টেডিয়াম তখন এতটাই উত্তপ্ত হয়েছিল যে তাঁদের (তামিম-হেলস) থামাতে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিমের পাশাপাশি সোহান-শেখ মেহেদীকেও এগিয়ে আসতে হয়েছে। ম্যাচ শেষে হাত মেলানোর সময় রংপুরের হেলসের আপত্তিকর মুখভঙ্গির কারণেই নাকি তামিমের মেজাজ গরম হওয়ার কারণ। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার যেন বোঝাতে চাইলেন, দূর থেকে নয়। কথাবার্তা হবে সামনাসামনি।
মাঠের ঝগড়া মাঠেই অবশ্য থেমে থাকেনি। বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার আগে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে হেলস অভিযোগের আঙুল তোলেন তামিমের দিকে। ইংলিশ টপ অর্ডার ব্যাটারের দাবি, ব্যক্তিগত আক্রমণের শুরুটা তামিমই করেছেন। ইংল্যান্ডের তারকা ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশের এই ক্রিকেটারের এর আগেও লেগেছে। ২০১৬ সালে মিরপুরে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডের পর ক্রিকেটাররা একে অপরের সঙ্গে করমর্দন করছিলেন। জনি বেয়ারস্টোর সঙ্গে করমর্দন করতে গেলে তাঁর (বেয়ারস্টো) আচরণ পছন্দ হয়নি তামিমের। বাংলাদেশের ওপেনার প্রতিক্রিয়া দেখানোর আগেই বেন স্টোকস এসে তাঁর (তামিম) কাঁধে ধাক্কা মেরেছিলেন। ঝামেলা বাড়ার আগেই তামিম-স্টোকসদের বুঝিয়ে সামাল দিয়েছিলেন সাকিব আল হাসান।

ইংল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে চোখে চোখ রেখে যে লড়াই করতে তামিম পছন্দ করেন, সেটা ৯ বছর পর গতকাল সিলেটে সেটা দেখা গেল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যখন বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবালের কাছে এসেছে তামিম-হেলসের ঝগড়ার প্রসঙ্গ। ছোটো ভাই তামিমের মেজাজ হঠাৎ কেন বিগড়ে গেল, সেই ব্যাপারে নাফিস বলেন, ‘নিশ্চয়ই কিছু একটা বলেছিলেন তিনি (হেলস)। সেটার প্রতিক্রিয়াতেই এমনটা ঘটেছে। তবে গুরুতর কিছু নয় বলে আমার মনে হচ্ছে।’

র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় আগেই ঠিক হয়ে গিয়েছিল ২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের মেয়েদের অংশ নিতে হবে বাছাইপর্বে। সেই বাছাইপর্বের সূচি আজ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নেপালে ১৮ জানুয়ারি শুরু হয়ে এই বাছাইপর্ব শেষ হবে ১ ফেব্রুয়ারি। শুরুর দিনই মাঠে নামবেন নি
৭ ঘণ্টা আগে
খালেদের আসল কাজটা বোলিংয়ে। কিন্তু আজ চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ব্যাটার হয়ে উঠেছিলেন তিনি। শেষ দিকে ব্যাট করতে নামা খালেদের ছোট ঝোড়ো ইনিংসে চিন্তায় পড়ে গিয়েছিল চট্টগ্রাম। শেষ পর্যন্ত অনাকাঙ্খিত কিছু হয়নি। খালেদের ঝড় থামিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে ১৪ রানের জয় তুলে নিয়েছে চট্টগ্রাম।
৮ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমান ইস্যুতে তোলপাড় চলছে ক্রিকেট বিশ্বে। সাম্প্রতিক টানাপোড়েনের জেরে কাটার মাস্টারকে ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে দল পাওয়ার পর বাদ পড়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ ছিল মোস্তাফিজের। তবে মন ভালো করার উপকরণ পেতেও বেশি সময় লাগল না তাঁর।
৮ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হারের বৃত্তে আটকে আছে নোয়াখালী এক্সপ্রেস। নিজেদের সবশেষ ম্যাচে নাসির হোসেনের দারুণ ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালসের কাছে ৭ উইকেটে হেরেছে নবাগত দলটি। টুর্নামেন্টে এটা তাদের টানা পঞ্চম হার।
৯ ঘণ্টা আগে