নাম—পাকিস্তান সুপার লিগ। তবে এখন কেউ কেউ মজা করে ডাকছে—পাকিস্তান স্মোকিং লিগ। দুটোর সংক্ষিপ্ত রূপ একই—পিএসএল! হঠাৎ করে কেন এমন নামকরণ? সেটি খোলাসা হবে একটু পরেই।
গতকাল ছিল পিএসএলের ৯ম সংস্করণের ফাইনাল। করাচিতে মুখোমুখি হয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতান। সেই ম্যাচ দিয়েই মূলত পিএসএলের এই কৌতুকপূর্ণ নামকরণ। রোমাঞ্চ ছড়ানো ম্যাচটিতে ইসলামাবাদের জার্সি পরিহিত অবস্থায় ড্রেসিংরুমে ধূমপান করতে দেখা যায় ইমাদ ওয়াসিমকে। বেশ লুকিয়ে, সবার অলক্ষ্যে ধূমপান করতে চেয়েছিলেন তিনি।
কিন্তু মাঠের চারদিকে ক্যামেরা। সেই সব ক্যামেরা ফাঁকি দেওয়া কী অত সহজ! ইমাদের ধূমপান ও ধোঁয়া ছাড়ার দৃশ্য ঠিকই ক্যামেরাবন্দী হয়েছে। আর সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ইমাদের ধূমপানের একটি ভিডিও ফরিদ খান নামের একজন তাঁর অফিশিয়াল এক্সে পোস্ট দিয়ে ক্যাপশন দিয়েছেন, ‘পাকিস্তান স্মোকিং লিগ’। সেই শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিও।
ইমাদের এই ধূমপানের দৃশ্য মুলতানের ব্যাটিংয়ের সময়। ড্রেসিংরুমে ফেরার আগে আগে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের এই ৩৫ বছর বয়সী অলরাউন্ডারই মুলতানকে বড় সংগ্রহ করতে দেননি। শিরোপাও উঠেছে তাঁর হাতে। ম্যাচ-সেরাও ইমাদ। অবশ্য ধূমপানের ঘটনায় এখন পর্যন্ত তাঁর শাস্তি নিয়ে কোনো ঘোষণা আসেনি। খেলার সময় ধূমপান নিয়মবহির্ভূত, সেটি যেকোনো টুর্নামেন্টে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে পিএসএলের এই একটা ঘটনায় দারুণ সাদৃশ্য পাওয়া গেল। গত বছর বিপিএলে ড্রেসিংরুমে ধূমপান করেছিলেন খালেদ মাহমুদ সুজন। সেই দৃশ্য ভাইরালও হয়। ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচের সময় খেলার চেতনাবিরোধী এমন কাজ করায় শাস্তি পান সেই সময়ের খুলনা টাইগার্স কোচ। ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয় সুজনের। আর আচরণবিধিতে যুক্ত হয়েছে আরও দুটি ডিমেরিট পয়েন্ট।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
৩ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
১০ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে