নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারতকে হারিয়ে ২০২৩ এশিয়া কাপ অধ্যায় শেষ করেছে বাংলাদেশ দল। টুর্নামেন্ট শেষ করে ফ্লাইটে দেশেও ফিরেছেন লিটন দাস-মেহেদী হাসান মিরাজরা। আজ বেলা সাড়ে ১১টার দিকে কলম্বো থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ক্রিকেটাররা।
দুই দিন বিশ্রামের পর নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। যদিও কিছু ক্রিকেটারকে ওই সিরিজ থেকে বিশ্রাম দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের আগে কিউইদের বিপক্ষে আরও কিছু ক্রিকেটার এবং যাঁরা ফর্মে নেই তাঁদেরও দেখার সুযোগ পাচ্ছে টিম ম্যানেজমেন্ট।
তবে দেশে ফিরে অলরাউন্ডার মিরাজ জানিয়েছেন, এশিয়া কাপে সুপার ফোরে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় বিশ্বকাপের আগে দলের মনোবলও বাড়িয়েছে। বাংলাদেশের অলরাউন্ডার বলেন, ‘ম্যাচটা এ রকম ছিল, আমাদের তো কোনো সম্ভাবনা ছিল না এশিয়া কাপে ফাইনালে ওঠার। কিন্তু আমাদের একটা আশা ছিল ভারতের বিপক্ষে যদি জিততে পারি, তাহলে আত্মবিশ্বাসটা ভালো থাকবে বিশ্বকাপে যাওয়ার ক্ষেত্রে। আমাদের সামনে তো বড় ইভেন্ট বিশ্বকাপ, যেহেতু ভারতে খেলা, ওদের হারাতে পারলে দলের মনোবল বেড়ে যাবে। ওটাই হয়েছে। শেষ ম্যাচে যেভাবে এসেছি, অসাধারণ।’
খেলোয়াড়দের চোট আর অসুস্থতার কারণে নিজেদের সেরাটা দিতে পারেননি বলেও মনে করছেন মিরাজ। যদি সবাই ফিট থাকত, তবে এশিয়া কাপটা আরও ভালো হতো বলে বিশ্বাস তাঁর। দেশে ফিরে বিমানবন্দরে সংবাদমাধ্যমকে মিরাজ বলেন, ‘সব মিলিয়ে আমি মনে করি, এশিয়া কাপে খেলোয়াড়দের চোট খুব ভুগিয়েছি (বাংলাদেশকে)। আমরা যদি সবাই ফিট থাকতাম, খুব ভালো একটা টুর্নামেন্ট হতো, আমি ব্যক্তিগতভাবে মনে করেছি। যেহেতু কয়েকজন চোটে পড়েছে, বিশ্বকাপের আগে খুব দ্রুত সেরে ওঠার চেষ্টা করব।’
চোটের কারণে ওপেনার তামিম ইকবাল আগেই এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নেন। চোটে ছিটকে পড়েন পেসার ইবাদত হোসেন। টুর্নামেন্টের আগমুহূর্তে লিটন দাসের জ্বর, গ্রুপ পর্বে দুই ম্যাচ খেলতে পারেননি এই উইকেটরক্ষক-ব্যাটার। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরির ম্যাচে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান নাজমুল হোসেন শান্ত।
তবু বাংলাদেশ গ্রুপ পর্বে আফগানদের বিপক্ষে ৮৯ রানের বড় জয় পেয়েছিল। সুপার ফোরে ভারতের বিপক্ষে জয় এবং শ্রীলঙ্কার বিপক্ষেও সুযোগ তৈরি করেছিল, যদিও শেষ পর্যন্ত হয়নি। অভিজ্ঞ খেলোয়াড়েরা থাকলে হয়তো মিরাজের কথামতো অন্যরকম এশিয়া কাপ হতেও পারত বাংলাদেশের জন্য।
এশিয়া কাপ শেষ, ফিট এবং মানসিকভাবে শক্তিশালী হয়ে বিশ্বকাপে যেতে চান মিরাজ, ‘যেটা আমি আগেও বলেছি, কম্বিনেশন তো সব সময় আমাদের দলের ভেতরে ভালো থাকে। কিন্তু চোটটা গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব যারা চোটে পড়েছে, তারা যেন খুব দ্রুত কাটিয়ে উঠতে পারে। তামিম ভাই দলের সঙ্গে ছিল না, শান্ত খেলার মাঝে চোটে পড়ে গেছে। ও কিন্তু খুব ভালো শুরু করেছিল, দুটি ম্যাচেই অনেক বড় রান করেছে। লিটনের চোট ছিল। মুশফিক ভাইয়ের খেলার মধ্যে পরিবার সমস্যায় পড়েছিল। কিন্তু আমি সব মিলিয়ে মনে করি, সবাই বিশ্বকাপে যেতে চাই ফিট হয়ে। সবাই মানসিকভাবে শক্তিশালী হয়ে যেতে চাই।’

ভারতকে হারিয়ে ২০২৩ এশিয়া কাপ অধ্যায় শেষ করেছে বাংলাদেশ দল। টুর্নামেন্ট শেষ করে ফ্লাইটে দেশেও ফিরেছেন লিটন দাস-মেহেদী হাসান মিরাজরা। আজ বেলা সাড়ে ১১টার দিকে কলম্বো থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ক্রিকেটাররা।
দুই দিন বিশ্রামের পর নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। যদিও কিছু ক্রিকেটারকে ওই সিরিজ থেকে বিশ্রাম দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের আগে কিউইদের বিপক্ষে আরও কিছু ক্রিকেটার এবং যাঁরা ফর্মে নেই তাঁদেরও দেখার সুযোগ পাচ্ছে টিম ম্যানেজমেন্ট।
তবে দেশে ফিরে অলরাউন্ডার মিরাজ জানিয়েছেন, এশিয়া কাপে সুপার ফোরে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় বিশ্বকাপের আগে দলের মনোবলও বাড়িয়েছে। বাংলাদেশের অলরাউন্ডার বলেন, ‘ম্যাচটা এ রকম ছিল, আমাদের তো কোনো সম্ভাবনা ছিল না এশিয়া কাপে ফাইনালে ওঠার। কিন্তু আমাদের একটা আশা ছিল ভারতের বিপক্ষে যদি জিততে পারি, তাহলে আত্মবিশ্বাসটা ভালো থাকবে বিশ্বকাপে যাওয়ার ক্ষেত্রে। আমাদের সামনে তো বড় ইভেন্ট বিশ্বকাপ, যেহেতু ভারতে খেলা, ওদের হারাতে পারলে দলের মনোবল বেড়ে যাবে। ওটাই হয়েছে। শেষ ম্যাচে যেভাবে এসেছি, অসাধারণ।’
খেলোয়াড়দের চোট আর অসুস্থতার কারণে নিজেদের সেরাটা দিতে পারেননি বলেও মনে করছেন মিরাজ। যদি সবাই ফিট থাকত, তবে এশিয়া কাপটা আরও ভালো হতো বলে বিশ্বাস তাঁর। দেশে ফিরে বিমানবন্দরে সংবাদমাধ্যমকে মিরাজ বলেন, ‘সব মিলিয়ে আমি মনে করি, এশিয়া কাপে খেলোয়াড়দের চোট খুব ভুগিয়েছি (বাংলাদেশকে)। আমরা যদি সবাই ফিট থাকতাম, খুব ভালো একটা টুর্নামেন্ট হতো, আমি ব্যক্তিগতভাবে মনে করেছি। যেহেতু কয়েকজন চোটে পড়েছে, বিশ্বকাপের আগে খুব দ্রুত সেরে ওঠার চেষ্টা করব।’
চোটের কারণে ওপেনার তামিম ইকবাল আগেই এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নেন। চোটে ছিটকে পড়েন পেসার ইবাদত হোসেন। টুর্নামেন্টের আগমুহূর্তে লিটন দাসের জ্বর, গ্রুপ পর্বে দুই ম্যাচ খেলতে পারেননি এই উইকেটরক্ষক-ব্যাটার। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরির ম্যাচে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান নাজমুল হোসেন শান্ত।
তবু বাংলাদেশ গ্রুপ পর্বে আফগানদের বিপক্ষে ৮৯ রানের বড় জয় পেয়েছিল। সুপার ফোরে ভারতের বিপক্ষে জয় এবং শ্রীলঙ্কার বিপক্ষেও সুযোগ তৈরি করেছিল, যদিও শেষ পর্যন্ত হয়নি। অভিজ্ঞ খেলোয়াড়েরা থাকলে হয়তো মিরাজের কথামতো অন্যরকম এশিয়া কাপ হতেও পারত বাংলাদেশের জন্য।
এশিয়া কাপ শেষ, ফিট এবং মানসিকভাবে শক্তিশালী হয়ে বিশ্বকাপে যেতে চান মিরাজ, ‘যেটা আমি আগেও বলেছি, কম্বিনেশন তো সব সময় আমাদের দলের ভেতরে ভালো থাকে। কিন্তু চোটটা গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব যারা চোটে পড়েছে, তারা যেন খুব দ্রুত কাটিয়ে উঠতে পারে। তামিম ভাই দলের সঙ্গে ছিল না, শান্ত খেলার মাঝে চোটে পড়ে গেছে। ও কিন্তু খুব ভালো শুরু করেছিল, দুটি ম্যাচেই অনেক বড় রান করেছে। লিটনের চোট ছিল। মুশফিক ভাইয়ের খেলার মধ্যে পরিবার সমস্যায় পড়েছিল। কিন্তু আমি সব মিলিয়ে মনে করি, সবাই বিশ্বকাপে যেতে চাই ফিট হয়ে। সবাই মানসিকভাবে শক্তিশালী হয়ে যেতে চাই।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১০ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে