নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংবাদ সম্মেলনজুড়ে মলিন মাহমুদউল্লাহ রিয়াদকেই দেখা গেল। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কের মন খারাপের কারণ হতে পারে সাম্প্রতিককালের বাজে ফর্ম। স্বাভাবিকভাবেই তাঁর দলে থাকা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু একাদশে নিজের জায়গা নিয়ে চিন্তিত নন মাহমুদউল্লাহ।
টি-টোয়েন্টি সংস্করণে সবশেষ আট ম্যাচেই হেরেছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে দায় এড়াতে পারেন না মাহমুদউল্লাহ। ব্যাট হাতে নিজেও ধুঁকছেন তিনি। এই সংস্করণে শেষ সাত ম্যাচে রান পাননি। তাঁর ওপর এসব ম্যাচে তিনি আউট হয়েছেন উইকেটে থিতু হওয়ার পর। এর নেতিবাচক প্রভাব দেখা গেল ওয়ানডে সিরিজেও।
দুদিন আগে শেষ হওয়া তিন ম্যাচের সিরিজে মোটে একটি বাউন্ডারি এসেছে তাঁর ব্যাট থেকে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাহমুদউল্লাহর রানের যোগফল ৪৩। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা অধিনায়কের একাদশে জায়গাটা নড়বড়ে হয়ে উঠল কিনা এমন প্রসঙ্গও উঠল সংবাদ সম্মেলনে।
উত্তরে যেন আবেগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন মাহমুদউল্লাহ। সংবাদকর্মীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘প্রথমত, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার কোনো সংশয় আছে আমার অবস্থান নিয়ে? (প্রশ্নকর্তার উত্তর) ‘‘না’’। আলহামদুলিল্লাহ আমার কোনো সংশয় নেই। আমি ঠিক পথেই আছি। ইনশা আল্লাহ আমি (রানে) ফিরে আসব। কারণ আমার কাছে দলের চাহিদা ওই রকম থাকে। ওয়ানডেতে আমি হয়তো পারিনি। চেষ্টা করব দলের প্রত্যাশা পূরণে।’
চট্টগ্রামে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে মোটে একটি বাউন্ডারি মেরেছেন মাহমুদউল্লাহ। এ নিয়ে অধিনায়কের প্রতিক্রিয়ায় মিশে থাকল ক্ষোভ। অনেকটা অভিমানী সুরেই তিনি বললেন, ‘ইনশা আল্লাহ কাল (বৃহস্পতিবার) প্রথম বল থেকেই মারব। চার মারার চেষ্টা করব, ছয় মারার চেষ্টা করব।’

সংবাদ সম্মেলনজুড়ে মলিন মাহমুদউল্লাহ রিয়াদকেই দেখা গেল। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কের মন খারাপের কারণ হতে পারে সাম্প্রতিককালের বাজে ফর্ম। স্বাভাবিকভাবেই তাঁর দলে থাকা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু একাদশে নিজের জায়গা নিয়ে চিন্তিত নন মাহমুদউল্লাহ।
টি-টোয়েন্টি সংস্করণে সবশেষ আট ম্যাচেই হেরেছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে দায় এড়াতে পারেন না মাহমুদউল্লাহ। ব্যাট হাতে নিজেও ধুঁকছেন তিনি। এই সংস্করণে শেষ সাত ম্যাচে রান পাননি। তাঁর ওপর এসব ম্যাচে তিনি আউট হয়েছেন উইকেটে থিতু হওয়ার পর। এর নেতিবাচক প্রভাব দেখা গেল ওয়ানডে সিরিজেও।
দুদিন আগে শেষ হওয়া তিন ম্যাচের সিরিজে মোটে একটি বাউন্ডারি এসেছে তাঁর ব্যাট থেকে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাহমুদউল্লাহর রানের যোগফল ৪৩। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা অধিনায়কের একাদশে জায়গাটা নড়বড়ে হয়ে উঠল কিনা এমন প্রসঙ্গও উঠল সংবাদ সম্মেলনে।
উত্তরে যেন আবেগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন মাহমুদউল্লাহ। সংবাদকর্মীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘প্রথমত, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার কোনো সংশয় আছে আমার অবস্থান নিয়ে? (প্রশ্নকর্তার উত্তর) ‘‘না’’। আলহামদুলিল্লাহ আমার কোনো সংশয় নেই। আমি ঠিক পথেই আছি। ইনশা আল্লাহ আমি (রানে) ফিরে আসব। কারণ আমার কাছে দলের চাহিদা ওই রকম থাকে। ওয়ানডেতে আমি হয়তো পারিনি। চেষ্টা করব দলের প্রত্যাশা পূরণে।’
চট্টগ্রামে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে মোটে একটি বাউন্ডারি মেরেছেন মাহমুদউল্লাহ। এ নিয়ে অধিনায়কের প্রতিক্রিয়ায় মিশে থাকল ক্ষোভ। অনেকটা অভিমানী সুরেই তিনি বললেন, ‘ইনশা আল্লাহ কাল (বৃহস্পতিবার) প্রথম বল থেকেই মারব। চার মারার চেষ্টা করব, ছয় মারার চেষ্টা করব।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে