নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংবাদ সম্মেলনজুড়ে মলিন মাহমুদউল্লাহ রিয়াদকেই দেখা গেল। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কের মন খারাপের কারণ হতে পারে সাম্প্রতিককালের বাজে ফর্ম। স্বাভাবিকভাবেই তাঁর দলে থাকা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু একাদশে নিজের জায়গা নিয়ে চিন্তিত নন মাহমুদউল্লাহ।
টি-টোয়েন্টি সংস্করণে সবশেষ আট ম্যাচেই হেরেছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে দায় এড়াতে পারেন না মাহমুদউল্লাহ। ব্যাট হাতে নিজেও ধুঁকছেন তিনি। এই সংস্করণে শেষ সাত ম্যাচে রান পাননি। তাঁর ওপর এসব ম্যাচে তিনি আউট হয়েছেন উইকেটে থিতু হওয়ার পর। এর নেতিবাচক প্রভাব দেখা গেল ওয়ানডে সিরিজেও।
দুদিন আগে শেষ হওয়া তিন ম্যাচের সিরিজে মোটে একটি বাউন্ডারি এসেছে তাঁর ব্যাট থেকে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাহমুদউল্লাহর রানের যোগফল ৪৩। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা অধিনায়কের একাদশে জায়গাটা নড়বড়ে হয়ে উঠল কিনা এমন প্রসঙ্গও উঠল সংবাদ সম্মেলনে।
উত্তরে যেন আবেগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন মাহমুদউল্লাহ। সংবাদকর্মীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘প্রথমত, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার কোনো সংশয় আছে আমার অবস্থান নিয়ে? (প্রশ্নকর্তার উত্তর) ‘‘না’’। আলহামদুলিল্লাহ আমার কোনো সংশয় নেই। আমি ঠিক পথেই আছি। ইনশা আল্লাহ আমি (রানে) ফিরে আসব। কারণ আমার কাছে দলের চাহিদা ওই রকম থাকে। ওয়ানডেতে আমি হয়তো পারিনি। চেষ্টা করব দলের প্রত্যাশা পূরণে।’
চট্টগ্রামে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে মোটে একটি বাউন্ডারি মেরেছেন মাহমুদউল্লাহ। এ নিয়ে অধিনায়কের প্রতিক্রিয়ায় মিশে থাকল ক্ষোভ। অনেকটা অভিমানী সুরেই তিনি বললেন, ‘ইনশা আল্লাহ কাল (বৃহস্পতিবার) প্রথম বল থেকেই মারব। চার মারার চেষ্টা করব, ছয় মারার চেষ্টা করব।’

সংবাদ সম্মেলনজুড়ে মলিন মাহমুদউল্লাহ রিয়াদকেই দেখা গেল। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কের মন খারাপের কারণ হতে পারে সাম্প্রতিককালের বাজে ফর্ম। স্বাভাবিকভাবেই তাঁর দলে থাকা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু একাদশে নিজের জায়গা নিয়ে চিন্তিত নন মাহমুদউল্লাহ।
টি-টোয়েন্টি সংস্করণে সবশেষ আট ম্যাচেই হেরেছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে দায় এড়াতে পারেন না মাহমুদউল্লাহ। ব্যাট হাতে নিজেও ধুঁকছেন তিনি। এই সংস্করণে শেষ সাত ম্যাচে রান পাননি। তাঁর ওপর এসব ম্যাচে তিনি আউট হয়েছেন উইকেটে থিতু হওয়ার পর। এর নেতিবাচক প্রভাব দেখা গেল ওয়ানডে সিরিজেও।
দুদিন আগে শেষ হওয়া তিন ম্যাচের সিরিজে মোটে একটি বাউন্ডারি এসেছে তাঁর ব্যাট থেকে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাহমুদউল্লাহর রানের যোগফল ৪৩। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা অধিনায়কের একাদশে জায়গাটা নড়বড়ে হয়ে উঠল কিনা এমন প্রসঙ্গও উঠল সংবাদ সম্মেলনে।
উত্তরে যেন আবেগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন মাহমুদউল্লাহ। সংবাদকর্মীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘প্রথমত, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার কোনো সংশয় আছে আমার অবস্থান নিয়ে? (প্রশ্নকর্তার উত্তর) ‘‘না’’। আলহামদুলিল্লাহ আমার কোনো সংশয় নেই। আমি ঠিক পথেই আছি। ইনশা আল্লাহ আমি (রানে) ফিরে আসব। কারণ আমার কাছে দলের চাহিদা ওই রকম থাকে। ওয়ানডেতে আমি হয়তো পারিনি। চেষ্টা করব দলের প্রত্যাশা পূরণে।’
চট্টগ্রামে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে মোটে একটি বাউন্ডারি মেরেছেন মাহমুদউল্লাহ। এ নিয়ে অধিনায়কের প্রতিক্রিয়ায় মিশে থাকল ক্ষোভ। অনেকটা অভিমানী সুরেই তিনি বললেন, ‘ইনশা আল্লাহ কাল (বৃহস্পতিবার) প্রথম বল থেকেই মারব। চার মারার চেষ্টা করব, ছয় মারার চেষ্টা করব।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১০ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১০ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১১ ঘণ্টা আগে