টি-টোয়েন্টির অন্যতম সফল দল পাকিস্তান। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সর্বোচ্চ জয়ে ভারতের পরেই আছে পাকিস্তান। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা যে পাকিস্তানের কাছে সোনার হরিণ। একমাত্র শিরোপা তারা জিতেছে ২০০৯ সালে। ১৫ বছরের শিরোপাখরা কাটানোর মিশনে নামার আগে তাদের মোটা অঙ্কের টাকা পুরস্কার দেওয়া ঘোষণা দেওয়া হয়েছে।
১ জুন শুরু হচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টুর্নামেন্ট জিতলে পাকিস্তানের প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হবে ১ লাখ মার্কিন ডলার করে। বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ৯ লাখ টাকা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল এই ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মোহসিন নাকভি। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহর মতো তারকারা সেখানে ছিলেন। পিসিবির নির্বাচকসহ অন্যান্য কর্মকর্তারাও ছিলেন। তাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টার সভায় অনেক বিষয়ে আলাপ আলোচনা করেন নাকভি।
ক্রিকেটারদের অন্য কিছু নিয়ে না ভেবে মাঠের খেলায় মনোযোগ দিতে বলেন নাকভি। পিসিবি চেয়ারম্যান বলেন, ‘তোমাদের থেকে দেশের মানুষ অনেক আশা করেন। সেগুলো তোমাদের পূরণ করতে হবে।’ রিজওয়ান ও নাসিমকে তাদের পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিশেষ সবুজ শার্ট দেন নাকভি। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে রিজওয়ান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন। একই সিরিজে নাসিম পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেট।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান পড়েছে ‘এ’ গ্রুপে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পাশাপাশি পাকিস্তান পাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ডকে। ৬ জুন ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান। নিউইয়র্কে ৯ জুন মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ১১ ও ১৬ জুন পাকিস্তান খেলবে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপের আগে সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে পাকিস্তান। এশিয়ার দলটি আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তিন ও চার টি-টোয়েন্টি।
এখন পর্যন্ত আটবার অনুষ্ঠিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সর্বোচ্চ দুই বার করে শিরোপা জিতেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। একবার করে শিরোপা জিতেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।

এই জয় তো এই হার—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যাত্রাটা চলছে এভাবেই। উইন্ডহোকে ১৫ জানুয়ারি তানজানিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ। একই মাঠে ১৮ জানুয়ারি আফগানিস্তানের কাছে ১৩৮ রানে হেরেছে ক্যারিবীয়রা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে উইন্ডিজ।
১৮ মিনিট আগে
চিত্রনাট্যটা একই রকম। গত বিপিএলেও মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে ছিটকে গেছে। এবারও ঠিক একই ঘটনা ঘটেছে। পার্থক্য শুধু গত বছর খুলনা টাইগার্সের হয়ে খেলা মিরাজ এবার খেলেছেন সিলেট টাইটানসের হয়ে। সিলেটের প্রধান কোচ সোহেল ইসলামের মতে
১ ঘণ্টা আগে
লং অনে দারউইশ রাসুলি ক্যাচ ধরার পর শুরু হয়ে যায় উদ্যাপন। ওয়েস্ট ইন্ডিজের সেট ব্যাটার ব্র্যান্ডন কিংয়ের (৫০) উইকেটটা তো আফগানদের জন্য দারুণ এক ব্রেকথ্রু ছিলই। সব ছাপিয়ে আলোচনায় আফগানিস্তানের রহস্যময় স্পিনার মুজিব উর রহমানের হ্যাটট্রিক।
২ ঘণ্টা আগে
মিরপুর শেরেবাংলায় পরশু ক্রিস ওকস ছক্কা মারার পরই কেঁদে ফেলেছিলেন ফাহিম আল চৌধুরী। ২৪ ঘণ্টা না যেতেই একই মাঠে ফের কাঁদলেন ফাহিম। তবে দুটি ঘটনার মধ্যে যে আকাশ-পাতাল ফারাক। পরশু সিলেটের জয়ের খুশিতে কাঁদলেও কাল কেঁদেছিলেন দলের বিদায়ে। রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হারের পর ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ তুললেন সিল
২ ঘণ্টা আগে