
ফর্মহীনতার কারণে সাম্প্রতিক সময়ে বেশ সমালোচনা সইতে হচ্ছে লিটন দাসকে। তাঁকে বিশ্বকাপ দলে রাখা নিয়েও অনেক আলোচনা চলছে। তবে গত কয়েক ম্যাচে রান না পেলেও কোচ চণ্ডিকা হাথুরুসিংহে লিটনের ওপর আস্থা রেখেছেন। লিটন নিজেও উপলব্ধি করেছেন, আগের বিশ্বকাপে তাঁর যে দায়িত্ব নিয়ে খেলার কথা, তা পারেননি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরুর আগে বিশেষ এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রকাশ করছে দলে থাকা ক্রিকেটারদের ধারাবাহিক ভিডিও সাক্ষাৎকার। এই উদ্যোগের নাম রাখা হয়েছে, ‘দ্য গ্রিন রেড স্টোরি’। সেই ধারাবাহিকে আজ প্রকাশিত হলো লিটনের সাক্ষাৎকার। সেখানে আগের বিশ্বকাপের অভিজ্ঞতা, নিজের বিষয় ও সতীর্থদের নিয়ে অনেক কথাই বলেছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটার।
শুরুতেই লিটন আগের দুই টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘দল হিসেবে আমরা যেটা আশা করেছিলাম, ২১শে (২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ) আমরা সেটা করতে পারি নাই। ২১-২২ (২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ) দুটাই বলব, দল হিসেবে আমরা... ২২-এ ভিন্ন কন্ডিশনে ছিলাম। হয়তো বড় কোনো ম্যাচ জিততে পারি নাই, তবে খারাপও হয় নাই।’
বিশ্বকাপে নিজের পারফরম্যান্সেরও মূল্যায়ন করেন লিটন। তাঁর উপলব্ধিটা এমন—‘আর যদি আমি আমারটা বলি, তাহলে উল্লেখযোগ্য কিছুই করতে পারিনি। আমি যে লেভেলের খেলোয়াড় বা যে পারফর্ম করা উচিত আমার, আমি তা করতে পারিনি। জিনিসটা যদি এভাবে বলি, ১০০ রান করি আগের দুই বিশ্বকাপে, এবারের বিশ্বকাপে যদি ১০১ করি, তার মানে ভালো কিছু করছি। যা করি নাই, তার থেকে চেষ্টা করব ভালো কিছু করার।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে। মূল মঞ্চের লড়াই শুরুর আগে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। সেই সিরিজের প্রথম ম্যাচ আজ রাতে, হিউস্টনে। এই সিরিজ দিয়ে রানে ফিরতে পারবেন লিটন? তাঁর রানে থাকা যেমন সমর্থকদের হতাশ করছে, তেমনি সতীর্থরাও চিন্তিত। এ নিয়ে লিটন বলেছেন, ‘কিন্তু মনে হয় শুধু আমি না, বাংলাদেশের টপ অর্ডারের সব ব্যাটসম্যানই এখন চিন্তা করে...এটা তো খুব সহজ কাজ না, টি-টোয়েন্টি ফরম্যাটে যাব আর ১০০ মেরে দেব। যদিও বিশ্ব ক্রিকেট অন্যভাবে চলছে।’

ফর্মহীনতার কারণে সাম্প্রতিক সময়ে বেশ সমালোচনা সইতে হচ্ছে লিটন দাসকে। তাঁকে বিশ্বকাপ দলে রাখা নিয়েও অনেক আলোচনা চলছে। তবে গত কয়েক ম্যাচে রান না পেলেও কোচ চণ্ডিকা হাথুরুসিংহে লিটনের ওপর আস্থা রেখেছেন। লিটন নিজেও উপলব্ধি করেছেন, আগের বিশ্বকাপে তাঁর যে দায়িত্ব নিয়ে খেলার কথা, তা পারেননি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরুর আগে বিশেষ এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রকাশ করছে দলে থাকা ক্রিকেটারদের ধারাবাহিক ভিডিও সাক্ষাৎকার। এই উদ্যোগের নাম রাখা হয়েছে, ‘দ্য গ্রিন রেড স্টোরি’। সেই ধারাবাহিকে আজ প্রকাশিত হলো লিটনের সাক্ষাৎকার। সেখানে আগের বিশ্বকাপের অভিজ্ঞতা, নিজের বিষয় ও সতীর্থদের নিয়ে অনেক কথাই বলেছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটার।
শুরুতেই লিটন আগের দুই টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘দল হিসেবে আমরা যেটা আশা করেছিলাম, ২১শে (২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ) আমরা সেটা করতে পারি নাই। ২১-২২ (২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ) দুটাই বলব, দল হিসেবে আমরা... ২২-এ ভিন্ন কন্ডিশনে ছিলাম। হয়তো বড় কোনো ম্যাচ জিততে পারি নাই, তবে খারাপও হয় নাই।’
বিশ্বকাপে নিজের পারফরম্যান্সেরও মূল্যায়ন করেন লিটন। তাঁর উপলব্ধিটা এমন—‘আর যদি আমি আমারটা বলি, তাহলে উল্লেখযোগ্য কিছুই করতে পারিনি। আমি যে লেভেলের খেলোয়াড় বা যে পারফর্ম করা উচিত আমার, আমি তা করতে পারিনি। জিনিসটা যদি এভাবে বলি, ১০০ রান করি আগের দুই বিশ্বকাপে, এবারের বিশ্বকাপে যদি ১০১ করি, তার মানে ভালো কিছু করছি। যা করি নাই, তার থেকে চেষ্টা করব ভালো কিছু করার।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে। মূল মঞ্চের লড়াই শুরুর আগে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। সেই সিরিজের প্রথম ম্যাচ আজ রাতে, হিউস্টনে। এই সিরিজ দিয়ে রানে ফিরতে পারবেন লিটন? তাঁর রানে থাকা যেমন সমর্থকদের হতাশ করছে, তেমনি সতীর্থরাও চিন্তিত। এ নিয়ে লিটন বলেছেন, ‘কিন্তু মনে হয় শুধু আমি না, বাংলাদেশের টপ অর্ডারের সব ব্যাটসম্যানই এখন চিন্তা করে...এটা তো খুব সহজ কাজ না, টি-টোয়েন্টি ফরম্যাটে যাব আর ১০০ মেরে দেব। যদিও বিশ্ব ক্রিকেট অন্যভাবে চলছে।’

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
৩০ মিনিট আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
১ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
২ ঘণ্টা আগেনতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে। তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে