
ফর্মহীনতার কারণে সাম্প্রতিক সময়ে বেশ সমালোচনা সইতে হচ্ছে লিটন দাসকে। তাঁকে বিশ্বকাপ দলে রাখা নিয়েও অনেক আলোচনা চলছে। তবে গত কয়েক ম্যাচে রান না পেলেও কোচ চণ্ডিকা হাথুরুসিংহে লিটনের ওপর আস্থা রেখেছেন। লিটন নিজেও উপলব্ধি করেছেন, আগের বিশ্বকাপে তাঁর যে দায়িত্ব নিয়ে খেলার কথা, তা পারেননি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরুর আগে বিশেষ এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রকাশ করছে দলে থাকা ক্রিকেটারদের ধারাবাহিক ভিডিও সাক্ষাৎকার। এই উদ্যোগের নাম রাখা হয়েছে, ‘দ্য গ্রিন রেড স্টোরি’। সেই ধারাবাহিকে আজ প্রকাশিত হলো লিটনের সাক্ষাৎকার। সেখানে আগের বিশ্বকাপের অভিজ্ঞতা, নিজের বিষয় ও সতীর্থদের নিয়ে অনেক কথাই বলেছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটার।
শুরুতেই লিটন আগের দুই টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘দল হিসেবে আমরা যেটা আশা করেছিলাম, ২১শে (২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ) আমরা সেটা করতে পারি নাই। ২১-২২ (২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ) দুটাই বলব, দল হিসেবে আমরা... ২২-এ ভিন্ন কন্ডিশনে ছিলাম। হয়তো বড় কোনো ম্যাচ জিততে পারি নাই, তবে খারাপও হয় নাই।’
বিশ্বকাপে নিজের পারফরম্যান্সেরও মূল্যায়ন করেন লিটন। তাঁর উপলব্ধিটা এমন—‘আর যদি আমি আমারটা বলি, তাহলে উল্লেখযোগ্য কিছুই করতে পারিনি। আমি যে লেভেলের খেলোয়াড় বা যে পারফর্ম করা উচিত আমার, আমি তা করতে পারিনি। জিনিসটা যদি এভাবে বলি, ১০০ রান করি আগের দুই বিশ্বকাপে, এবারের বিশ্বকাপে যদি ১০১ করি, তার মানে ভালো কিছু করছি। যা করি নাই, তার থেকে চেষ্টা করব ভালো কিছু করার।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে। মূল মঞ্চের লড়াই শুরুর আগে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। সেই সিরিজের প্রথম ম্যাচ আজ রাতে, হিউস্টনে। এই সিরিজ দিয়ে রানে ফিরতে পারবেন লিটন? তাঁর রানে থাকা যেমন সমর্থকদের হতাশ করছে, তেমনি সতীর্থরাও চিন্তিত। এ নিয়ে লিটন বলেছেন, ‘কিন্তু মনে হয় শুধু আমি না, বাংলাদেশের টপ অর্ডারের সব ব্যাটসম্যানই এখন চিন্তা করে...এটা তো খুব সহজ কাজ না, টি-টোয়েন্টি ফরম্যাটে যাব আর ১০০ মেরে দেব। যদিও বিশ্ব ক্রিকেট অন্যভাবে চলছে।’

ফর্মহীনতার কারণে সাম্প্রতিক সময়ে বেশ সমালোচনা সইতে হচ্ছে লিটন দাসকে। তাঁকে বিশ্বকাপ দলে রাখা নিয়েও অনেক আলোচনা চলছে। তবে গত কয়েক ম্যাচে রান না পেলেও কোচ চণ্ডিকা হাথুরুসিংহে লিটনের ওপর আস্থা রেখেছেন। লিটন নিজেও উপলব্ধি করেছেন, আগের বিশ্বকাপে তাঁর যে দায়িত্ব নিয়ে খেলার কথা, তা পারেননি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরুর আগে বিশেষ এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রকাশ করছে দলে থাকা ক্রিকেটারদের ধারাবাহিক ভিডিও সাক্ষাৎকার। এই উদ্যোগের নাম রাখা হয়েছে, ‘দ্য গ্রিন রেড স্টোরি’। সেই ধারাবাহিকে আজ প্রকাশিত হলো লিটনের সাক্ষাৎকার। সেখানে আগের বিশ্বকাপের অভিজ্ঞতা, নিজের বিষয় ও সতীর্থদের নিয়ে অনেক কথাই বলেছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটার।
শুরুতেই লিটন আগের দুই টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘দল হিসেবে আমরা যেটা আশা করেছিলাম, ২১শে (২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ) আমরা সেটা করতে পারি নাই। ২১-২২ (২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ) দুটাই বলব, দল হিসেবে আমরা... ২২-এ ভিন্ন কন্ডিশনে ছিলাম। হয়তো বড় কোনো ম্যাচ জিততে পারি নাই, তবে খারাপও হয় নাই।’
বিশ্বকাপে নিজের পারফরম্যান্সেরও মূল্যায়ন করেন লিটন। তাঁর উপলব্ধিটা এমন—‘আর যদি আমি আমারটা বলি, তাহলে উল্লেখযোগ্য কিছুই করতে পারিনি। আমি যে লেভেলের খেলোয়াড় বা যে পারফর্ম করা উচিত আমার, আমি তা করতে পারিনি। জিনিসটা যদি এভাবে বলি, ১০০ রান করি আগের দুই বিশ্বকাপে, এবারের বিশ্বকাপে যদি ১০১ করি, তার মানে ভালো কিছু করছি। যা করি নাই, তার থেকে চেষ্টা করব ভালো কিছু করার।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে। মূল মঞ্চের লড়াই শুরুর আগে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। সেই সিরিজের প্রথম ম্যাচ আজ রাতে, হিউস্টনে। এই সিরিজ দিয়ে রানে ফিরতে পারবেন লিটন? তাঁর রানে থাকা যেমন সমর্থকদের হতাশ করছে, তেমনি সতীর্থরাও চিন্তিত। এ নিয়ে লিটন বলেছেন, ‘কিন্তু মনে হয় শুধু আমি না, বাংলাদেশের টপ অর্ডারের সব ব্যাটসম্যানই এখন চিন্তা করে...এটা তো খুব সহজ কাজ না, টি-টোয়েন্টি ফরম্যাটে যাব আর ১০০ মেরে দেব। যদিও বিশ্ব ক্রিকেট অন্যভাবে চলছে।’

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৮ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১০ ঘণ্টা আগে