
বোলার হওয়ায় ব্যাটিংয়ে নামার সুযোগ এমনিতে কম পান যুজবেন্দ্র চাহাল। সর্বশেষ প্রায় আড়াই বছর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। এরপর গতকাল ব্যাটিংয়ে নামার সুযোগ পান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামতে গিয়ে একটা হতভম্বেই পড়ে গিয়েছিলেন ভারতীয় লেগ স্পিনার।
৯ম ব্যাটার হিসেবে আর্শদীপ সিংয়ের সঙ্গী হতে মাঠে নেমেও প্রায় মাঠের বাইরেই থাকতে হচ্ছিল চাহালকে। শেষ পর্যন্ত অবশ্য তিনিই ব্যাটিং করেছেন ক্রিকেটের নিয়মের কারণে। ঘটনাটি ঘটে শেষ ওভারে। কুলদীপ যাদব আউট হলে ব্যাটিংয়ে নামার মতো তিনি আর মুকেশ কুমার একাদশে ছিলেন।
মুকেশের অভিষেক ম্যাচ হওয়ায় ব্যাট–প্যাড পরে তাই মাঠে নেমেছিলেন চাহাল। ক্রিজে থাকা আর্শদীপের কাছাকাছিও চলে যান। কিন্তু ভারতীয় পেসার চাহালকে ড্রেসিংরুমের সিদ্ধান্তের কথা জানালে মাঠ থেকে বেরিয়ে যান। তখন মুকেশ নামতে যাচ্ছিলেন। কিন্তু সে সময় মাঠের আম্পায়াররা চাহালকেই ব্যাটিংয়ে নামার জন্য ডাক দেন। এতে করে দীর্ঘ অপেক্ষার পর আবারও ব্যাটিং করার সুযোগ পান।
ক্রিকেট আইনের ২৫.২ নম্বর ধারা অনুযায়ী ব্যাটিং করতে হয়েছে চাহালকে। ধারায় বলা হয়েছ, যখনই কোনো ব্যাটার মাঠে প্রথম পা রাখবেন তখন ধরে নেওয়া হবে যে তাঁর ইনিংস শুরু হয়ে গেছে। এ কারণে ড্রেসিংরুমে চলে যেতে গিয়েও চাহালকে ফিরে আসতে হয়।
ব্যাটিং করলেও দলকে আর জেতাতে পারেননি চাহাল। অবশ্য ম্যাচ জেতানোর আশাও করা যায় না তাঁর কাছ থেকে। আগের ৭৫ ম্যাচে যে করতে পেরেছেন মাত্র ৫ রান। তার উপর তিনি যখন মাঠে নেমেছিলেন সে সময় ভারতের প্রয়োজন ছিল ৫ বলে ১০ রান। মুখোমুখি প্রথম বলে ১ রান নিয়ে নিজের কাজটা অবশ্য ঠিকঠাক মতোই করেছেন তিনি। এরপর আর্শদীপের উপর ম্যাচ জেতানোর দায়িত্ব পড়লে ওভারের পঞ্চম বলে ২ রান নিতে গিয়ে রান আউট হলে ভারতের আশা শেষ হয়। শেষ বলে ৬ মারতে পারলে জিততে পারত ভারত। শেষ বলে ১ রানের বেশি করতে পারেননি অভিষিক্ত মুকেশ। এতে প্রথম টি–টোয়েন্টিতে ৪ রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

বোলার হওয়ায় ব্যাটিংয়ে নামার সুযোগ এমনিতে কম পান যুজবেন্দ্র চাহাল। সর্বশেষ প্রায় আড়াই বছর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। এরপর গতকাল ব্যাটিংয়ে নামার সুযোগ পান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামতে গিয়ে একটা হতভম্বেই পড়ে গিয়েছিলেন ভারতীয় লেগ স্পিনার।
৯ম ব্যাটার হিসেবে আর্শদীপ সিংয়ের সঙ্গী হতে মাঠে নেমেও প্রায় মাঠের বাইরেই থাকতে হচ্ছিল চাহালকে। শেষ পর্যন্ত অবশ্য তিনিই ব্যাটিং করেছেন ক্রিকেটের নিয়মের কারণে। ঘটনাটি ঘটে শেষ ওভারে। কুলদীপ যাদব আউট হলে ব্যাটিংয়ে নামার মতো তিনি আর মুকেশ কুমার একাদশে ছিলেন।
মুকেশের অভিষেক ম্যাচ হওয়ায় ব্যাট–প্যাড পরে তাই মাঠে নেমেছিলেন চাহাল। ক্রিজে থাকা আর্শদীপের কাছাকাছিও চলে যান। কিন্তু ভারতীয় পেসার চাহালকে ড্রেসিংরুমের সিদ্ধান্তের কথা জানালে মাঠ থেকে বেরিয়ে যান। তখন মুকেশ নামতে যাচ্ছিলেন। কিন্তু সে সময় মাঠের আম্পায়াররা চাহালকেই ব্যাটিংয়ে নামার জন্য ডাক দেন। এতে করে দীর্ঘ অপেক্ষার পর আবারও ব্যাটিং করার সুযোগ পান।
ক্রিকেট আইনের ২৫.২ নম্বর ধারা অনুযায়ী ব্যাটিং করতে হয়েছে চাহালকে। ধারায় বলা হয়েছ, যখনই কোনো ব্যাটার মাঠে প্রথম পা রাখবেন তখন ধরে নেওয়া হবে যে তাঁর ইনিংস শুরু হয়ে গেছে। এ কারণে ড্রেসিংরুমে চলে যেতে গিয়েও চাহালকে ফিরে আসতে হয়।
ব্যাটিং করলেও দলকে আর জেতাতে পারেননি চাহাল। অবশ্য ম্যাচ জেতানোর আশাও করা যায় না তাঁর কাছ থেকে। আগের ৭৫ ম্যাচে যে করতে পেরেছেন মাত্র ৫ রান। তার উপর তিনি যখন মাঠে নেমেছিলেন সে সময় ভারতের প্রয়োজন ছিল ৫ বলে ১০ রান। মুখোমুখি প্রথম বলে ১ রান নিয়ে নিজের কাজটা অবশ্য ঠিকঠাক মতোই করেছেন তিনি। এরপর আর্শদীপের উপর ম্যাচ জেতানোর দায়িত্ব পড়লে ওভারের পঞ্চম বলে ২ রান নিতে গিয়ে রান আউট হলে ভারতের আশা শেষ হয়। শেষ বলে ৬ মারতে পারলে জিততে পারত ভারত। শেষ বলে ১ রানের বেশি করতে পারেননি অভিষিক্ত মুকেশ। এতে প্রথম টি–টোয়েন্টিতে ৪ রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৪ ঘণ্টা আগে