Ajker Patrika

স্বর্ণার নৈপুণ্যে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৪: ০৩
স্বর্ণার নৈপুণ্যে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দ্বিতীয় জয়
৩০ রানে জিতেছে জ্যোতিরা। ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্বর্ণা খাতুনের অলরাউন্ড নৈপুণ্যে পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাছাইপর্ব শুরু করেছিল তারা।

কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বাংলাদেশের পুঁজিটা বড়ই ছিল; ১৬৮ রানের। রানা তাড়া করতে নেমে দারুণ শুরুর পরও ছন্দ হারায় পাপুয়া নিউগিনি। আচমকা ব্যাটিং ধসে শেষ পর্যন্ত ১৩৮ রানে থামে দলটি। টানা দ্বিতীয় জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষ উঠে এল বাংলাদেশ।

শেষ দিকে সোবহানা মোস্তারি ও স্বর্ণার ঝোড়ো ব্যাটিংয়ে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১৫০ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ। ১৪ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৭ বিস্ফোরক ইনিংস খেলেন স্বর্ণা। ২৪ বলে ৩৪ রান এনে দেন মোস্তারি। তাঁদের দুজনের টর্নেডো ব্যাটিংয়ে শেষ ২৮ বলে স্কোরবোর্ডে ৬৭ রান যোগ হয়। ৩৫ রান আসে ওপেনার দিলারা আক্তারের ব্যাট থেকে। আরেক ওপেনার জুরাইরিয়া ফেরদৌস করেন ১৭ রান। পাপুয়া নিউগিনির হয়ে মাইরি টম, হেনাও থমাস ও ডিকা লোহিয়া একটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় ৩.১ ওভারে ৩২ রান তুলেছিল পাপুয়া নিউগিনি। ২ উইকেট হারিয়ে ৯৮ রান করে তারা। এরপরই ব্যাটিং ধস। তাই বেশিদূর যেতে পারেনি পাপুয়া নিউগিনি। ৩৫ রান করেন ব্রেন্ডা। সিবোনা ২৮, হোলান দরিগা ২১ ও নাওয়ানি ভার করেন ১৫ রান।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট তুলে নেন সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান, রিতু মনি, ফাহিমা খাতুন, মোস্তারী ও স্বর্ণা। কেবল সুলতানা খাতুন কোনো উইকেট পাননি। এদিন বাংলাদেশের হয়ে সাত জন বোলার বল করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত