ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের এক প্রথম শ্রেণির ক্রিকেটে মোটা অঙ্কের টাকা জরিমানা গুনেছেন তিন ক্রিকেটার। গুরুতর অপরাধের শাস্তিস্বরূপ তাঁদের জরিমানা করা হয়েছে। যাঁদের মধ্যে রোনালদো নামে এক ক্রিকেটার প্রথমে তাঁর অপরাধ স্বীকার করেনইনি।
ওয়েস্ট ইন্ডিজের চ্যাম্পিয়নশিপের গায়ানা হার্পি ঈগলস-ত্রিনিদাদ এন্ড টোবাগো রেড ফোর্সের চার দিনের ম্যাচ শেষ হয়েছে গতকাল। বলের আকৃতি পরিবর্তনের কারণে গায়ানার ক্রিকেটার ভিরাসামি পারমলকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। গায়ানারই আরেক ক্রিকেটার কেভলন অ্যান্ডারসনকে করা হয়েছে ম্যাচ ফির ৯০ শতাংশ জরিমানা। ম্যাচের প্রথম দিন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) আচরণবিধির এক নম্বর ধারা ভেঙেছেন বলে সিডব্লিউআই পরশু রাতে এক বিবৃতিতে নিশ্চিত করেছে। অ্যান্ডারসন একই অপরাধ করেছেন ম্যাচের তৃতীয় দিন। মাঠের দুই আম্পায়ার ক্রিস্টোফার টেলর ও লেসলি রাইফার জুনিয়র অভিযোগ এনেছেন। শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি মাইকেল রঘুনাথ।
গায়ানারই আরেক ক্রিকেটার রোনালদো আলিমোহামেদকে ম্যাচ ফির ৬৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সিডব্লিউআইয়ের আচরণবিধির ২.১-২.৫ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে এমন শাস্তি পেয়েছেন রোনালদো। কোনো খেলোয়াড় বা ম্যাচ কর্মকর্তার দিকে অযাচিতভাবে, বিপজ্জনকভাবে বল ছুড়ে মারার শাস্তি এটাই। প্রথমে ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করা হয়েছিল রোনালদোকে। তবে প্রথমে তিনি তাঁর দোষ স্বীকার করেননি। পরবর্তীতে প্রথম দিনের খেলা শেষে ম্যাচ রেফারি রঘুনাথের শুনানিতে দোষী সাব্যস্ত হয়েছেন। পরবর্তী জরিমানা ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৫ শতাংশ হয়েছে।
রোনালদো প্রথমে অপরাধ অস্বীকার করলেও পারমল, অ্যান্ডারসন দুজনেই দোষ স্বীকার করেছেন। পারমল, অ্যান্ডারসন শাস্তি মাথা পেতে নিয়েছেন বলে সিডব্লিউআই নিশ্চিত করেছে। গায়ানা-ত্রিনিদাদের ম্যাচ অবশ্য ড্র হয়েছে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ত্রিনিদাদ ২৪০ রানে অলআউট হয়েছে। এরপর গায়ানা তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৪৬৩ রান। ২২৩ রানে পিছিয়ে থাকা ত্রিনিদাদ দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩৭০ রান করে ইনিংস ঘোষণা করে। ১৪৮ রানের লক্ষ্যে নেমে গায়ানা ব্যাটিং করতে পেরেছে কেবল ১০ ওভার। কোনো উইকেট না হারিয়ে করেছে ৩৩ রান।
শাস্তি পাওয়া তিন ক্রিকেটারের মধ্যে একমাত্র পারমলের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা রয়েছে। ২০১২ থেকে ২০২২ পর্যন্ত ১০ বছরে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে তিনি খেলেছেন ১৭ ম্যাচ। পেয়েছেন ৩৯ উইকেট। যার মধ্যে ৯ টেস্টেই পেয়েছেন ৩১ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের এক প্রথম শ্রেণির ক্রিকেটে মোটা অঙ্কের টাকা জরিমানা গুনেছেন তিন ক্রিকেটার। গুরুতর অপরাধের শাস্তিস্বরূপ তাঁদের জরিমানা করা হয়েছে। যাঁদের মধ্যে রোনালদো নামে এক ক্রিকেটার প্রথমে তাঁর অপরাধ স্বীকার করেনইনি।
ওয়েস্ট ইন্ডিজের চ্যাম্পিয়নশিপের গায়ানা হার্পি ঈগলস-ত্রিনিদাদ এন্ড টোবাগো রেড ফোর্সের চার দিনের ম্যাচ শেষ হয়েছে গতকাল। বলের আকৃতি পরিবর্তনের কারণে গায়ানার ক্রিকেটার ভিরাসামি পারমলকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। গায়ানারই আরেক ক্রিকেটার কেভলন অ্যান্ডারসনকে করা হয়েছে ম্যাচ ফির ৯০ শতাংশ জরিমানা। ম্যাচের প্রথম দিন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) আচরণবিধির এক নম্বর ধারা ভেঙেছেন বলে সিডব্লিউআই পরশু রাতে এক বিবৃতিতে নিশ্চিত করেছে। অ্যান্ডারসন একই অপরাধ করেছেন ম্যাচের তৃতীয় দিন। মাঠের দুই আম্পায়ার ক্রিস্টোফার টেলর ও লেসলি রাইফার জুনিয়র অভিযোগ এনেছেন। শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি মাইকেল রঘুনাথ।
গায়ানারই আরেক ক্রিকেটার রোনালদো আলিমোহামেদকে ম্যাচ ফির ৬৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সিডব্লিউআইয়ের আচরণবিধির ২.১-২.৫ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে এমন শাস্তি পেয়েছেন রোনালদো। কোনো খেলোয়াড় বা ম্যাচ কর্মকর্তার দিকে অযাচিতভাবে, বিপজ্জনকভাবে বল ছুড়ে মারার শাস্তি এটাই। প্রথমে ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করা হয়েছিল রোনালদোকে। তবে প্রথমে তিনি তাঁর দোষ স্বীকার করেননি। পরবর্তীতে প্রথম দিনের খেলা শেষে ম্যাচ রেফারি রঘুনাথের শুনানিতে দোষী সাব্যস্ত হয়েছেন। পরবর্তী জরিমানা ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৫ শতাংশ হয়েছে।
রোনালদো প্রথমে অপরাধ অস্বীকার করলেও পারমল, অ্যান্ডারসন দুজনেই দোষ স্বীকার করেছেন। পারমল, অ্যান্ডারসন শাস্তি মাথা পেতে নিয়েছেন বলে সিডব্লিউআই নিশ্চিত করেছে। গায়ানা-ত্রিনিদাদের ম্যাচ অবশ্য ড্র হয়েছে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ত্রিনিদাদ ২৪০ রানে অলআউট হয়েছে। এরপর গায়ানা তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৪৬৩ রান। ২২৩ রানে পিছিয়ে থাকা ত্রিনিদাদ দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩৭০ রান করে ইনিংস ঘোষণা করে। ১৪৮ রানের লক্ষ্যে নেমে গায়ানা ব্যাটিং করতে পেরেছে কেবল ১০ ওভার। কোনো উইকেট না হারিয়ে করেছে ৩৩ রান।
শাস্তি পাওয়া তিন ক্রিকেটারের মধ্যে একমাত্র পারমলের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা রয়েছে। ২০১২ থেকে ২০২২ পর্যন্ত ১০ বছরে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে তিনি খেলেছেন ১৭ ম্যাচ। পেয়েছেন ৩৯ উইকেট। যার মধ্যে ৯ টেস্টেই পেয়েছেন ৩১ উইকেট।
মাঠের পারফরম্যান্সে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না ভিনিসিয়ুস জুনিয়র। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব জায়গাতেই গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না তিনি। ব্রাজিলের এই ফরোয়ার্ড কড়া শাস্তি পেতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
৫ মিনিট আগেচোটে পড়ায় এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম চার ম্যাচে খেলতে পারেননি জসপ্রীত বুমরা। ফেরার পরই দারুণ ছন্দে ভারতীয় এই পেসার। ছন্দে থাকা বুমরা এবার ভেঙেছেন মোস্তাফিজুর রহমানের একটি রেকর্ড। স্বীকৃত টি-টোয়েন্টিতে পেসারদের মধ্যে তৃতীয় দ্রুততম বোলার হিসেবে ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গত রাতে...
১ ঘণ্টা আগেশাদাব খান রেকর্ডটা গড়তে জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানকেই বেছে নিলেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শাদাব উইকেটের সেঞ্চুরি পূর্ণ করলেন। পাকিস্তানি লেগস্পিনারের রেকর্ড গড়ার দিনে রিশাদ হোসেন আরও পিছিয়ে পড়লেন।
২ ঘণ্টা আগেসংবাদ সম্মেলনের শুরুর দিকেই নাজমুল হোসেন শান্ত স্বীকার করে নিলেন, তাঁর আউটের চরম মূল্য দিতে হয়েছে দলকে, ‘আমার আউটটা আমাদের পুরো ব্যাটিং নষ্ট করে ফেলেছে।’ জিম্বাবুয়ের বিপক্ষে এই সিলেট টেস্টে দুই ইনিংসেই বাংলাদেশের ব্যাটিং বলার মতো হয়নি। বোলারদের জোর চেষ্টা তাই বৃথাই গেছে। ২০১৮ সালে সর্বশেষ...
২ ঘণ্টা আগে