ক্রীড়া ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের এক প্রথম শ্রেণির ক্রিকেটে মোটা অঙ্কের টাকা জরিমানা গুনেছেন তিন ক্রিকেটার। গুরুতর অপরাধের শাস্তিস্বরূপ তাঁদের জরিমানা করা হয়েছে। যাঁদের মধ্যে রোনালদো নামে এক ক্রিকেটার প্রথমে তাঁর অপরাধ স্বীকার করেনইনি।
ওয়েস্ট ইন্ডিজের চ্যাম্পিয়নশিপের গায়ানা হার্পি ঈগলস-ত্রিনিদাদ এন্ড টোবাগো রেড ফোর্সের চার দিনের ম্যাচ শেষ হয়েছে গতকাল। বলের আকৃতি পরিবর্তনের কারণে গায়ানার ক্রিকেটার ভিরাসামি পারমলকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। গায়ানারই আরেক ক্রিকেটার কেভলন অ্যান্ডারসনকে করা হয়েছে ম্যাচ ফির ৯০ শতাংশ জরিমানা। ম্যাচের প্রথম দিন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) আচরণবিধির এক নম্বর ধারা ভেঙেছেন বলে সিডব্লিউআই পরশু রাতে এক বিবৃতিতে নিশ্চিত করেছে। অ্যান্ডারসন একই অপরাধ করেছেন ম্যাচের তৃতীয় দিন। মাঠের দুই আম্পায়ার ক্রিস্টোফার টেলর ও লেসলি রাইফার জুনিয়র অভিযোগ এনেছেন। শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি মাইকেল রঘুনাথ।
গায়ানারই আরেক ক্রিকেটার রোনালদো আলিমোহামেদকে ম্যাচ ফির ৬৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সিডব্লিউআইয়ের আচরণবিধির ২.১-২.৫ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে এমন শাস্তি পেয়েছেন রোনালদো। কোনো খেলোয়াড় বা ম্যাচ কর্মকর্তার দিকে অযাচিতভাবে, বিপজ্জনকভাবে বল ছুড়ে মারার শাস্তি এটাই। প্রথমে ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করা হয়েছিল রোনালদোকে। তবে প্রথমে তিনি তাঁর দোষ স্বীকার করেননি। পরবর্তীতে প্রথম দিনের খেলা শেষে ম্যাচ রেফারি রঘুনাথের শুনানিতে দোষী সাব্যস্ত হয়েছেন। পরবর্তী জরিমানা ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৫ শতাংশ হয়েছে।
রোনালদো প্রথমে অপরাধ অস্বীকার করলেও পারমল, অ্যান্ডারসন দুজনেই দোষ স্বীকার করেছেন। পারমল, অ্যান্ডারসন শাস্তি মাথা পেতে নিয়েছেন বলে সিডব্লিউআই নিশ্চিত করেছে। গায়ানা-ত্রিনিদাদের ম্যাচ অবশ্য ড্র হয়েছে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ত্রিনিদাদ ২৪০ রানে অলআউট হয়েছে। এরপর গায়ানা তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৪৬৩ রান। ২২৩ রানে পিছিয়ে থাকা ত্রিনিদাদ দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩৭০ রান করে ইনিংস ঘোষণা করে। ১৪৮ রানের লক্ষ্যে নেমে গায়ানা ব্যাটিং করতে পেরেছে কেবল ১০ ওভার। কোনো উইকেট না হারিয়ে করেছে ৩৩ রান।
শাস্তি পাওয়া তিন ক্রিকেটারের মধ্যে একমাত্র পারমলের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা রয়েছে। ২০১২ থেকে ২০২২ পর্যন্ত ১০ বছরে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে তিনি খেলেছেন ১৭ ম্যাচ। পেয়েছেন ৩৯ উইকেট। যার মধ্যে ৯ টেস্টেই পেয়েছেন ৩১ উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের এক প্রথম শ্রেণির ক্রিকেটে মোটা অঙ্কের টাকা জরিমানা গুনেছেন তিন ক্রিকেটার। গুরুতর অপরাধের শাস্তিস্বরূপ তাঁদের জরিমানা করা হয়েছে। যাঁদের মধ্যে রোনালদো নামে এক ক্রিকেটার প্রথমে তাঁর অপরাধ স্বীকার করেনইনি।
ওয়েস্ট ইন্ডিজের চ্যাম্পিয়নশিপের গায়ানা হার্পি ঈগলস-ত্রিনিদাদ এন্ড টোবাগো রেড ফোর্সের চার দিনের ম্যাচ শেষ হয়েছে গতকাল। বলের আকৃতি পরিবর্তনের কারণে গায়ানার ক্রিকেটার ভিরাসামি পারমলকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। গায়ানারই আরেক ক্রিকেটার কেভলন অ্যান্ডারসনকে করা হয়েছে ম্যাচ ফির ৯০ শতাংশ জরিমানা। ম্যাচের প্রথম দিন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) আচরণবিধির এক নম্বর ধারা ভেঙেছেন বলে সিডব্লিউআই পরশু রাতে এক বিবৃতিতে নিশ্চিত করেছে। অ্যান্ডারসন একই অপরাধ করেছেন ম্যাচের তৃতীয় দিন। মাঠের দুই আম্পায়ার ক্রিস্টোফার টেলর ও লেসলি রাইফার জুনিয়র অভিযোগ এনেছেন। শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি মাইকেল রঘুনাথ।
গায়ানারই আরেক ক্রিকেটার রোনালদো আলিমোহামেদকে ম্যাচ ফির ৬৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সিডব্লিউআইয়ের আচরণবিধির ২.১-২.৫ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে এমন শাস্তি পেয়েছেন রোনালদো। কোনো খেলোয়াড় বা ম্যাচ কর্মকর্তার দিকে অযাচিতভাবে, বিপজ্জনকভাবে বল ছুড়ে মারার শাস্তি এটাই। প্রথমে ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করা হয়েছিল রোনালদোকে। তবে প্রথমে তিনি তাঁর দোষ স্বীকার করেননি। পরবর্তীতে প্রথম দিনের খেলা শেষে ম্যাচ রেফারি রঘুনাথের শুনানিতে দোষী সাব্যস্ত হয়েছেন। পরবর্তী জরিমানা ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৫ শতাংশ হয়েছে।
রোনালদো প্রথমে অপরাধ অস্বীকার করলেও পারমল, অ্যান্ডারসন দুজনেই দোষ স্বীকার করেছেন। পারমল, অ্যান্ডারসন শাস্তি মাথা পেতে নিয়েছেন বলে সিডব্লিউআই নিশ্চিত করেছে। গায়ানা-ত্রিনিদাদের ম্যাচ অবশ্য ড্র হয়েছে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ত্রিনিদাদ ২৪০ রানে অলআউট হয়েছে। এরপর গায়ানা তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৪৬৩ রান। ২২৩ রানে পিছিয়ে থাকা ত্রিনিদাদ দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩৭০ রান করে ইনিংস ঘোষণা করে। ১৪৮ রানের লক্ষ্যে নেমে গায়ানা ব্যাটিং করতে পেরেছে কেবল ১০ ওভার। কোনো উইকেট না হারিয়ে করেছে ৩৩ রান।
শাস্তি পাওয়া তিন ক্রিকেটারের মধ্যে একমাত্র পারমলের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা রয়েছে। ২০১২ থেকে ২০২২ পর্যন্ত ১০ বছরে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে তিনি খেলেছেন ১৭ ম্যাচ। পেয়েছেন ৩৯ উইকেট। যার মধ্যে ৯ টেস্টেই পেয়েছেন ৩১ উইকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
১ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
২ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
২ ঘণ্টা আগে