
ভারতীয় ক্রিকেটের প্রতি অমিতাভ বচ্চনের অনুরাগ সবার জানা। সুযোগ পেলেই দেশের পতাকা হাতে গ্যালারিতে বসে খেলা দেখেন তিনি। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তো ভারত-পাকিস্তানের ম্যাচের দিন জাতীয় সংগীতই গেয়েছিলেন বলিউডের শাহেন শাহ।
অমিতাভের অনুরাগের মূল্য দিতেই এবারের বিশ্বকাপে বিশেষ ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অবশ্য শুধু ‘বিগ বি’ নন, বিভিন্ন জগতের ভারতীয় আইকনদের জন্য খেলা দেখার বিশেষ ব্যবস্থা করেছে বিসিসিআই। সাধারণ দর্শকেরা যখন টিকিট কেটে গ্যালারিতে বসে খেলা দেখবে, তখন বিশেষ ব্যবস্থায় অমিতাভের মতো আইকনরা বিনা মূল্যে খেলা দেখবেন ভিআইপি স্ট্যান্ডে। এর জন্য অবশ্য তাঁদের কাছে ‘গোল্ডেন টিকিট’ থাকতে হবে।
এই গোল্ডেন টিকিটই গতকাল প্রথম ব্যক্তি হিসেবে পেয়েছেন অমিতাভ। ভারতের বিশ্বকাপ দল ঘোষণার পর বিগ বিকে বিশেষ এই টিকিট তুলে দিয়েছেন জয় শাহ। টিকিটের সঙ্গে অ্যাক্রেডিটেশন কার্ড দিয়েছেন বিসিসিআইয়ের সচিব জয়। এতে করে সব খেলা ভিআইপি বক্সে বসে দেখতে পারবেন অমিতাভ।
অমিতাভকে বিশেষ উপহার দেওয়ার পর সমর্থকদের সঙ্গে সামাজিক মাধ্যমে অনুভূতি শেয়ার করেছে বিসিসিআই। ভারতীয় বোর্ড লিখেছে, ‘আমাদের গোল্ডেন আইকনদের জন্য গোল্ডেন টিকিট। সহস্র বছরের মহাতারকা শ্রী বচ্চনের হাতে গোল্ডেন টিকিট দেওয়ার সৌভাগ্য হয়েছে বিসিসিআইয়ের সচিব জয় শাহর। একজন কিংবদন্তি অভিনেতা এবং একনিষ্ঠ ক্রিকেটপ্রেমী শ্রী বচ্চনের ভারতীয় দলের প্রতি সমর্থন আমাদের অনুপ্রাণিত করে চলেছে। বিশ্বকাপে তাঁকে যুক্ত করতে পেরে আমরা রোমাঞ্চিত।’
অমিতাভকে গোল্ডেন টিকিট দেওয়ার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছেন জয় শাহ। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘সত্যিই সোনালি মুহূর্ত। সহস্র বছরের মহাতারকা শ্রী বচ্চনকে গোল্ডেন টিকিট উপহার দেওয়া পরম সম্মানের ছিল।’

ভারতীয় ক্রিকেটের প্রতি অমিতাভ বচ্চনের অনুরাগ সবার জানা। সুযোগ পেলেই দেশের পতাকা হাতে গ্যালারিতে বসে খেলা দেখেন তিনি। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তো ভারত-পাকিস্তানের ম্যাচের দিন জাতীয় সংগীতই গেয়েছিলেন বলিউডের শাহেন শাহ।
অমিতাভের অনুরাগের মূল্য দিতেই এবারের বিশ্বকাপে বিশেষ ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অবশ্য শুধু ‘বিগ বি’ নন, বিভিন্ন জগতের ভারতীয় আইকনদের জন্য খেলা দেখার বিশেষ ব্যবস্থা করেছে বিসিসিআই। সাধারণ দর্শকেরা যখন টিকিট কেটে গ্যালারিতে বসে খেলা দেখবে, তখন বিশেষ ব্যবস্থায় অমিতাভের মতো আইকনরা বিনা মূল্যে খেলা দেখবেন ভিআইপি স্ট্যান্ডে। এর জন্য অবশ্য তাঁদের কাছে ‘গোল্ডেন টিকিট’ থাকতে হবে।
এই গোল্ডেন টিকিটই গতকাল প্রথম ব্যক্তি হিসেবে পেয়েছেন অমিতাভ। ভারতের বিশ্বকাপ দল ঘোষণার পর বিগ বিকে বিশেষ এই টিকিট তুলে দিয়েছেন জয় শাহ। টিকিটের সঙ্গে অ্যাক্রেডিটেশন কার্ড দিয়েছেন বিসিসিআইয়ের সচিব জয়। এতে করে সব খেলা ভিআইপি বক্সে বসে দেখতে পারবেন অমিতাভ।
অমিতাভকে বিশেষ উপহার দেওয়ার পর সমর্থকদের সঙ্গে সামাজিক মাধ্যমে অনুভূতি শেয়ার করেছে বিসিসিআই। ভারতীয় বোর্ড লিখেছে, ‘আমাদের গোল্ডেন আইকনদের জন্য গোল্ডেন টিকিট। সহস্র বছরের মহাতারকা শ্রী বচ্চনের হাতে গোল্ডেন টিকিট দেওয়ার সৌভাগ্য হয়েছে বিসিসিআইয়ের সচিব জয় শাহর। একজন কিংবদন্তি অভিনেতা এবং একনিষ্ঠ ক্রিকেটপ্রেমী শ্রী বচ্চনের ভারতীয় দলের প্রতি সমর্থন আমাদের অনুপ্রাণিত করে চলেছে। বিশ্বকাপে তাঁকে যুক্ত করতে পেরে আমরা রোমাঞ্চিত।’
অমিতাভকে গোল্ডেন টিকিট দেওয়ার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছেন জয় শাহ। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘সত্যিই সোনালি মুহূর্ত। সহস্র বছরের মহাতারকা শ্রী বচ্চনকে গোল্ডেন টিকিট উপহার দেওয়া পরম সম্মানের ছিল।’

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১২ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১৪ ঘণ্টা আগে