ক্রীড়া ডেস্ক

পরশু থেকে পার্থ টেস্ট দিয়ে শুরু হচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। তার আগ মুহূর্তে সিরিজের উত্তাপ বাড়িয়ে দিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর দলে কোনো ভারতীয়কে জায়গা দিতে চান না তিনি।
কামিন্সের সঙ্গে সতীর্থরা অবশ্য একমত হননি, তাঁরা পছন্দমতো ভারতীয় ক্রিকেটারদের দলে সুযোগ দিয়েছেন। সম্প্রতি ফক্স ক্রিকেটে এক অনুষ্ঠানে আলোচনায় ছিলেন কামিন্স, নাথান লায়ন, মিচেল মার্শ, ট্রাভিস হেড, স্কট বোল্যান্ড।
সেই অনুষ্ঠানে তাঁদের কাছে জানতে চাওয়া হয়, অস্ট্রেলিয়া দলে কোন ভারতীয় ক্রিকেটারকে জায়গা দিতে চান তাঁরা। কামিন্স ছাড়া প্রত্যেকেই একজন করে ভারতীয় ক্রিকেটার বেছে নিয়েছেন। শুধু কামিন্সই বললেন, ‘কাউকে জায়গা দিতে চাই না।’
নাথান লায়ন স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেনের সঙ্গে বিরাট কোহলিকে নিয়েছেন মিডল অর্ডারে। এই অফস্পিনার বললেন, ‘আমাদের দলে (স্টিভ) স্মিথ, মার্নাস (লাবুশেন) রয়েছে। এর সঙ্গে বিরাট (কোহলি) যোগ দিলে খুব শক্তিশালী ব্যাটিং লাইন-আপ হবে।’
মিচেল মার্শ পাঁচ নম্বরের জন্য রাখলেন ঋষভ পান্তকে। এই অলরাউন্ডার বলেছেন, ‘আমি ঋষভ পান্তকে বেছে নেব। পাঁচ নম্বরে ও ব্যাট করবে। খুব নরম মনের, তরুণ ক্রিকেটার। দিল্লিতে ও আমার অধিনায়ক ছিল। ঋষভ কী করতে পারে আমরা সকলেই জানি।’
ওপেনিংয়ে ট্রাভিস হেড বেছে নিলেন আক্রমণাত্মক রোহিত শর্মাকে। এই বাঁহাতি ওপেনার বলেছেন, ‘রোহিত এখন আগ্রাসী ব্যাটিং করছে তাই না। ওর আগ্রাসী মানসিকতাই আমি চাই। হয়তো আপনারা ভেবেছিলেন আমি বিরাটের নাম নেব। তবে আমি অন্যভাবে ভাবতে ভালোবাসি। তাই ওপেনে রোহিতকে নেব।’
বোলিংয়ে পেসার স্কট বোল্যান্ড রাখলেন জসপ্রীত বুমরাকে। এই পেসার বলেছেন, ‘আমি জসপ্রীত বুমরাকে বেছে নেব। তিন সংস্করণেই সে খেলতে পারে। বিশ্বের অন্যতম সেরা বোলারদের একজন সে।’

পরশু থেকে পার্থ টেস্ট দিয়ে শুরু হচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। তার আগ মুহূর্তে সিরিজের উত্তাপ বাড়িয়ে দিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর দলে কোনো ভারতীয়কে জায়গা দিতে চান না তিনি।
কামিন্সের সঙ্গে সতীর্থরা অবশ্য একমত হননি, তাঁরা পছন্দমতো ভারতীয় ক্রিকেটারদের দলে সুযোগ দিয়েছেন। সম্প্রতি ফক্স ক্রিকেটে এক অনুষ্ঠানে আলোচনায় ছিলেন কামিন্স, নাথান লায়ন, মিচেল মার্শ, ট্রাভিস হেড, স্কট বোল্যান্ড।
সেই অনুষ্ঠানে তাঁদের কাছে জানতে চাওয়া হয়, অস্ট্রেলিয়া দলে কোন ভারতীয় ক্রিকেটারকে জায়গা দিতে চান তাঁরা। কামিন্স ছাড়া প্রত্যেকেই একজন করে ভারতীয় ক্রিকেটার বেছে নিয়েছেন। শুধু কামিন্সই বললেন, ‘কাউকে জায়গা দিতে চাই না।’
নাথান লায়ন স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেনের সঙ্গে বিরাট কোহলিকে নিয়েছেন মিডল অর্ডারে। এই অফস্পিনার বললেন, ‘আমাদের দলে (স্টিভ) স্মিথ, মার্নাস (লাবুশেন) রয়েছে। এর সঙ্গে বিরাট (কোহলি) যোগ দিলে খুব শক্তিশালী ব্যাটিং লাইন-আপ হবে।’
মিচেল মার্শ পাঁচ নম্বরের জন্য রাখলেন ঋষভ পান্তকে। এই অলরাউন্ডার বলেছেন, ‘আমি ঋষভ পান্তকে বেছে নেব। পাঁচ নম্বরে ও ব্যাট করবে। খুব নরম মনের, তরুণ ক্রিকেটার। দিল্লিতে ও আমার অধিনায়ক ছিল। ঋষভ কী করতে পারে আমরা সকলেই জানি।’
ওপেনিংয়ে ট্রাভিস হেড বেছে নিলেন আক্রমণাত্মক রোহিত শর্মাকে। এই বাঁহাতি ওপেনার বলেছেন, ‘রোহিত এখন আগ্রাসী ব্যাটিং করছে তাই না। ওর আগ্রাসী মানসিকতাই আমি চাই। হয়তো আপনারা ভেবেছিলেন আমি বিরাটের নাম নেব। তবে আমি অন্যভাবে ভাবতে ভালোবাসি। তাই ওপেনে রোহিতকে নেব।’
বোলিংয়ে পেসার স্কট বোল্যান্ড রাখলেন জসপ্রীত বুমরাকে। এই পেসার বলেছেন, ‘আমি জসপ্রীত বুমরাকে বেছে নেব। তিন সংস্করণেই সে খেলতে পারে। বিশ্বের অন্যতম সেরা বোলারদের একজন সে।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৪ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৭ ঘণ্টা আগে