ক্রীড়া ডেস্ক

পরশু থেকে পার্থ টেস্ট দিয়ে শুরু হচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। তার আগ মুহূর্তে সিরিজের উত্তাপ বাড়িয়ে দিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর দলে কোনো ভারতীয়কে জায়গা দিতে চান না তিনি।
কামিন্সের সঙ্গে সতীর্থরা অবশ্য একমত হননি, তাঁরা পছন্দমতো ভারতীয় ক্রিকেটারদের দলে সুযোগ দিয়েছেন। সম্প্রতি ফক্স ক্রিকেটে এক অনুষ্ঠানে আলোচনায় ছিলেন কামিন্স, নাথান লায়ন, মিচেল মার্শ, ট্রাভিস হেড, স্কট বোল্যান্ড।
সেই অনুষ্ঠানে তাঁদের কাছে জানতে চাওয়া হয়, অস্ট্রেলিয়া দলে কোন ভারতীয় ক্রিকেটারকে জায়গা দিতে চান তাঁরা। কামিন্স ছাড়া প্রত্যেকেই একজন করে ভারতীয় ক্রিকেটার বেছে নিয়েছেন। শুধু কামিন্সই বললেন, ‘কাউকে জায়গা দিতে চাই না।’
নাথান লায়ন স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেনের সঙ্গে বিরাট কোহলিকে নিয়েছেন মিডল অর্ডারে। এই অফস্পিনার বললেন, ‘আমাদের দলে (স্টিভ) স্মিথ, মার্নাস (লাবুশেন) রয়েছে। এর সঙ্গে বিরাট (কোহলি) যোগ দিলে খুব শক্তিশালী ব্যাটিং লাইন-আপ হবে।’
মিচেল মার্শ পাঁচ নম্বরের জন্য রাখলেন ঋষভ পান্তকে। এই অলরাউন্ডার বলেছেন, ‘আমি ঋষভ পান্তকে বেছে নেব। পাঁচ নম্বরে ও ব্যাট করবে। খুব নরম মনের, তরুণ ক্রিকেটার। দিল্লিতে ও আমার অধিনায়ক ছিল। ঋষভ কী করতে পারে আমরা সকলেই জানি।’
ওপেনিংয়ে ট্রাভিস হেড বেছে নিলেন আক্রমণাত্মক রোহিত শর্মাকে। এই বাঁহাতি ওপেনার বলেছেন, ‘রোহিত এখন আগ্রাসী ব্যাটিং করছে তাই না। ওর আগ্রাসী মানসিকতাই আমি চাই। হয়তো আপনারা ভেবেছিলেন আমি বিরাটের নাম নেব। তবে আমি অন্যভাবে ভাবতে ভালোবাসি। তাই ওপেনে রোহিতকে নেব।’
বোলিংয়ে পেসার স্কট বোল্যান্ড রাখলেন জসপ্রীত বুমরাকে। এই পেসার বলেছেন, ‘আমি জসপ্রীত বুমরাকে বেছে নেব। তিন সংস্করণেই সে খেলতে পারে। বিশ্বের অন্যতম সেরা বোলারদের একজন সে।’

পরশু থেকে পার্থ টেস্ট দিয়ে শুরু হচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। তার আগ মুহূর্তে সিরিজের উত্তাপ বাড়িয়ে দিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর দলে কোনো ভারতীয়কে জায়গা দিতে চান না তিনি।
কামিন্সের সঙ্গে সতীর্থরা অবশ্য একমত হননি, তাঁরা পছন্দমতো ভারতীয় ক্রিকেটারদের দলে সুযোগ দিয়েছেন। সম্প্রতি ফক্স ক্রিকেটে এক অনুষ্ঠানে আলোচনায় ছিলেন কামিন্স, নাথান লায়ন, মিচেল মার্শ, ট্রাভিস হেড, স্কট বোল্যান্ড।
সেই অনুষ্ঠানে তাঁদের কাছে জানতে চাওয়া হয়, অস্ট্রেলিয়া দলে কোন ভারতীয় ক্রিকেটারকে জায়গা দিতে চান তাঁরা। কামিন্স ছাড়া প্রত্যেকেই একজন করে ভারতীয় ক্রিকেটার বেছে নিয়েছেন। শুধু কামিন্সই বললেন, ‘কাউকে জায়গা দিতে চাই না।’
নাথান লায়ন স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেনের সঙ্গে বিরাট কোহলিকে নিয়েছেন মিডল অর্ডারে। এই অফস্পিনার বললেন, ‘আমাদের দলে (স্টিভ) স্মিথ, মার্নাস (লাবুশেন) রয়েছে। এর সঙ্গে বিরাট (কোহলি) যোগ দিলে খুব শক্তিশালী ব্যাটিং লাইন-আপ হবে।’
মিচেল মার্শ পাঁচ নম্বরের জন্য রাখলেন ঋষভ পান্তকে। এই অলরাউন্ডার বলেছেন, ‘আমি ঋষভ পান্তকে বেছে নেব। পাঁচ নম্বরে ও ব্যাট করবে। খুব নরম মনের, তরুণ ক্রিকেটার। দিল্লিতে ও আমার অধিনায়ক ছিল। ঋষভ কী করতে পারে আমরা সকলেই জানি।’
ওপেনিংয়ে ট্রাভিস হেড বেছে নিলেন আক্রমণাত্মক রোহিত শর্মাকে। এই বাঁহাতি ওপেনার বলেছেন, ‘রোহিত এখন আগ্রাসী ব্যাটিং করছে তাই না। ওর আগ্রাসী মানসিকতাই আমি চাই। হয়তো আপনারা ভেবেছিলেন আমি বিরাটের নাম নেব। তবে আমি অন্যভাবে ভাবতে ভালোবাসি। তাই ওপেনে রোহিতকে নেব।’
বোলিংয়ে পেসার স্কট বোল্যান্ড রাখলেন জসপ্রীত বুমরাকে। এই পেসার বলেছেন, ‘আমি জসপ্রীত বুমরাকে বেছে নেব। তিন সংস্করণেই সে খেলতে পারে। বিশ্বের অন্যতম সেরা বোলারদের একজন সে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
৯ মিনিট আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
৪২ মিনিট আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
২ ঘণ্টা আগে
আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
২ ঘণ্টা আগে