
রাওয়ালপিন্ডি থেকে ইসলামাবাদ—দুই শহরে আজ দুই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের। তবে পাকিস্তানে বেরসিক বৃষ্টি কোনো ম্যাচই মাঠে গড়াতে দিল না। বাংলাদেশ-পাকিস্তান ‘এ’ দলের তৃতীয় ওয়ানডে ম্যাচও ভাসিয়ে নিয়েছে বৃষ্টি।
ইসলামাবাদ ক্লাব ক্রিকেট ওভালে বাংলাদেশ-পাকিস্তান ‘এ’ দলের তৃতীয় ওয়ানডে আজ বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হওয়ার কথা ছিল। তবে মুষলধারে বৃষ্টির কারণে টসই হয়নি। অনবরত বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে কোনো বল মাঠে গড়ানোর আগেই বাতিল হয়ে যায় ‘এ’ দলের ম্যাচ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ পাকিস্তান শাহিনস জিতল ১-০ ব্যবধানে।
পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে ২৬ আগস্ট। ইসলামাবাদে সেই ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ‘এ’ দল অলআউট হয়েছে ৩৬ ওভারে ১৮৩ রানে। সাইফ হাসান (৫৮) ও রিশাদ হোসেন (৪০) ছাড়া বলার মতো কেউ কিছু করতে পারেননি। রান তাড়া করতে নেমে ১৩৩ বল হাতে রেখে ৮ উইকেটে জেতে পাকিস্তান শাহিনস। পরবর্তীকালে ২৮ আগস্ট দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বৃষ্টির বাগড়ায় পরিত্যক্ত হয়ে যায়। সেই ম্যাচেও কোনো বল মাঠে গড়ায়নি। টানা দুই ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে ওঠার সুযোগ আর পেলেন না সাইফ-রিশাদরা।
বাংলাদেশ-পাকিস্তান ‘এ’ দলের সিরিজে বৃষ্টির বাগড়া ছিল পরিচিত দৃশ্য। ‘এ’ দলের দুটি চার দিনের ম্যাচ যে ড্র হয়েছে, তাতে বৃষ্টিই ছিল মূল প্রভাবক। ‘এ’ দলের দুটি চার দিনের ম্যাচ, তিনটি ওয়ানডে—পাঁচটি ম্যাচেরই ভেন্যু ছিল ইসলামাবাদ।
আরও পড়ুন:

রাওয়ালপিন্ডি থেকে ইসলামাবাদ—দুই শহরে আজ দুই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের। তবে পাকিস্তানে বেরসিক বৃষ্টি কোনো ম্যাচই মাঠে গড়াতে দিল না। বাংলাদেশ-পাকিস্তান ‘এ’ দলের তৃতীয় ওয়ানডে ম্যাচও ভাসিয়ে নিয়েছে বৃষ্টি।
ইসলামাবাদ ক্লাব ক্রিকেট ওভালে বাংলাদেশ-পাকিস্তান ‘এ’ দলের তৃতীয় ওয়ানডে আজ বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হওয়ার কথা ছিল। তবে মুষলধারে বৃষ্টির কারণে টসই হয়নি। অনবরত বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে কোনো বল মাঠে গড়ানোর আগেই বাতিল হয়ে যায় ‘এ’ দলের ম্যাচ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ পাকিস্তান শাহিনস জিতল ১-০ ব্যবধানে।
পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে ২৬ আগস্ট। ইসলামাবাদে সেই ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ‘এ’ দল অলআউট হয়েছে ৩৬ ওভারে ১৮৩ রানে। সাইফ হাসান (৫৮) ও রিশাদ হোসেন (৪০) ছাড়া বলার মতো কেউ কিছু করতে পারেননি। রান তাড়া করতে নেমে ১৩৩ বল হাতে রেখে ৮ উইকেটে জেতে পাকিস্তান শাহিনস। পরবর্তীকালে ২৮ আগস্ট দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বৃষ্টির বাগড়ায় পরিত্যক্ত হয়ে যায়। সেই ম্যাচেও কোনো বল মাঠে গড়ায়নি। টানা দুই ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে ওঠার সুযোগ আর পেলেন না সাইফ-রিশাদরা।
বাংলাদেশ-পাকিস্তান ‘এ’ দলের সিরিজে বৃষ্টির বাগড়া ছিল পরিচিত দৃশ্য। ‘এ’ দলের দুটি চার দিনের ম্যাচ যে ড্র হয়েছে, তাতে বৃষ্টিই ছিল মূল প্রভাবক। ‘এ’ দলের দুটি চার দিনের ম্যাচ, তিনটি ওয়ানডে—পাঁচটি ম্যাচেরই ভেন্যু ছিল ইসলামাবাদ।
আরও পড়ুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
১০ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
১০ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১২ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৫ ঘণ্টা আগে