
বাংলাদেশকে পেলেই জ্বলে উঠতেন ডেভিড মালান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিও করেন তিনি। ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটার আজ অবসরের ঘোষণা দিয়েছেন। তাতে শেষ হলো আন্তর্জাতিক ক্রিকেটে সাত বছরের পথচলা।
দ্য টাইমসে আজ মাইকেল আথারটনকে দেওয়া এক সাক্ষাৎকারে মালান জানিয়েছেন, অবসরের ঘোষণা দিচ্ছেন তিনি (মালান)। পরে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেটে বোর্ডের (ইসিবি) মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণায় আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার কথা জানিয়েছেন। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ১১৪ ম্যাচ। ৮ সেঞ্চুরি ও ৩২ ফিফটিতে করেছেন ৪৪১৬ রান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিয়মিত খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যায়নি। ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটার বলেন, ‘২০১৭ সালের জুলাই থেকে দারুণ এক যাত্রা ছিল। তিন সংস্করণেই ইংল্যান্ডের জার্সিতে খেলার সুযোগ পাওয়াতে অনেক কৃতজ্ঞ।’
ইংল্যান্ডের জার্সিতে ৭ বছরের পথচলায় আইসিসি শিরোপা জয়ের সৌভাগ্য হয়েছে মালানের। ২০২২ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। ইংলিশদের বিশ্বকাপ জয়ী দলে ছিলেন মালান।সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সাদা বলের ক্রিকেটে (৩০ ওয়ানডে ও ৬২ আন্তর্জাতিক টি-টোয়েন্টি) বেশি খেলেছেন তিনি। খেলেছেন ২২ টেস্ট।
মালানের বয়সও ৩৭ ছুঁইছুঁই। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) কোনোটিতেই ডাক পাননি তিনি।আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ব্যাপারে কোনো আক্ষেপ নেই মালানের, ‘বেশির ভাগ খেলার মতোই ক্রিকেটেও অনেকে অবসর নেয় এটা চিন্তা করে যে আরও কিছু করার সুযোগ ছিল। ১০ টেস্ট খেলেন বা ১০০টি। অনেকেরই অবসর নেওয়ার সময় আরেকটি টেস্ট না খেলার। আরও কিছু রান না করা বা শিরোপা না জয়ের আক্ষেপ হয়তো থাকে।’
ইংল্যান্ডের জার্সিতে ৮ সেঞ্চুরির ৬টি ওয়ানডেতে করেছেন মালান। বাংলাদেশের বিপক্ষেই ওয়ানডেতে করেছেন ২ সেঞ্চুরি। ধর্মশালায় গত বছরের ওয়ানডে বিশ্বকাপে ১৪০ রানের ইনিংস খেলেন তিনি। যা মালানের ওয়ানডে ক্যারিয়ার সেরা ইনিংস। একটি করে সেঞ্চুরি টেস্ট ও টি-টোয়েন্টিতে করেছেন ইংল্যান্ডের এই বাঁহাতি ব্যাটার।

বাংলাদেশকে পেলেই জ্বলে উঠতেন ডেভিড মালান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিও করেন তিনি। ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটার আজ অবসরের ঘোষণা দিয়েছেন। তাতে শেষ হলো আন্তর্জাতিক ক্রিকেটে সাত বছরের পথচলা।
দ্য টাইমসে আজ মাইকেল আথারটনকে দেওয়া এক সাক্ষাৎকারে মালান জানিয়েছেন, অবসরের ঘোষণা দিচ্ছেন তিনি (মালান)। পরে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেটে বোর্ডের (ইসিবি) মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণায় আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার কথা জানিয়েছেন। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ১১৪ ম্যাচ। ৮ সেঞ্চুরি ও ৩২ ফিফটিতে করেছেন ৪৪১৬ রান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিয়মিত খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যায়নি। ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটার বলেন, ‘২০১৭ সালের জুলাই থেকে দারুণ এক যাত্রা ছিল। তিন সংস্করণেই ইংল্যান্ডের জার্সিতে খেলার সুযোগ পাওয়াতে অনেক কৃতজ্ঞ।’
ইংল্যান্ডের জার্সিতে ৭ বছরের পথচলায় আইসিসি শিরোপা জয়ের সৌভাগ্য হয়েছে মালানের। ২০২২ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। ইংলিশদের বিশ্বকাপ জয়ী দলে ছিলেন মালান।সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সাদা বলের ক্রিকেটে (৩০ ওয়ানডে ও ৬২ আন্তর্জাতিক টি-টোয়েন্টি) বেশি খেলেছেন তিনি। খেলেছেন ২২ টেস্ট।
মালানের বয়সও ৩৭ ছুঁইছুঁই। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) কোনোটিতেই ডাক পাননি তিনি।আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ব্যাপারে কোনো আক্ষেপ নেই মালানের, ‘বেশির ভাগ খেলার মতোই ক্রিকেটেও অনেকে অবসর নেয় এটা চিন্তা করে যে আরও কিছু করার সুযোগ ছিল। ১০ টেস্ট খেলেন বা ১০০টি। অনেকেরই অবসর নেওয়ার সময় আরেকটি টেস্ট না খেলার। আরও কিছু রান না করা বা শিরোপা না জয়ের আক্ষেপ হয়তো থাকে।’
ইংল্যান্ডের জার্সিতে ৮ সেঞ্চুরির ৬টি ওয়ানডেতে করেছেন মালান। বাংলাদেশের বিপক্ষেই ওয়ানডেতে করেছেন ২ সেঞ্চুরি। ধর্মশালায় গত বছরের ওয়ানডে বিশ্বকাপে ১৪০ রানের ইনিংস খেলেন তিনি। যা মালানের ওয়ানডে ক্যারিয়ার সেরা ইনিংস। একটি করে সেঞ্চুরি টেস্ট ও টি-টোয়েন্টিতে করেছেন ইংল্যান্ডের এই বাঁহাতি ব্যাটার।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৪ ঘণ্টা আগে