ক্রীড়া ডেস্ক

রমজান মাসের সময়ও চলবে চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্টে স্টেডিয়ামে খেলা দেখতে আসা ভক্ত-সমর্থকদের ইফতার নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না। দুবাই স্টেডিয়ামের গ্যালারিতে বিনা মূল্যে ইফতারি দেওয়া হবে বলে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে।
রমজানে দর্শকদের জন্য ইফতারি বিতরণের কথা ইসিবি গতকাল নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করেছে। ইসিবি লিখেছে, ‘রমজানের সত্যিকারের চেতনা ধরে রাখতে ইসিবি ঘোষণা দিচ্ছে, দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে বাকি ম্যাচগুলোয় রোজাদার দর্শকদের জন্য দেওয়া হবে বিশেষ ইফতারি বক্স। ২ মার্চ ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে। পবিত্র রমজান মাসে প্রথম ম্যাচ এটাই। দুবাই স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় ইফতারের আগে দেওয়া হবে ইফতারি বক্স।’ তার মানে দুবাই স্টেডিয়ামের সাধারণ স্ট্যান্ড, প্রিমিয়ার স্ট্যান্ড, প্যাভিলিয়ন স্ট্যান্ড ও প্লাটিনাম স্ট্যান্ডে রোজাদারদের দেওয়া হবে ইফতারি বক্স।
মধ্যপ্রাচ্যে রমজান মাস শুরু হতে পারে আগামীকাল থেকে। রমজানের সময় দুবাইয়ে ন্যুনতম দুটি, সর্বোচ্চ ৩ ম্যাচ হতে পারে। দুবাইয়ে পরশু ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে ভারত-নিউজিল্যান্ড। ৪ মার্চ এই মাঠে হচ্ছে প্রথম সেমিফাইনাল। তবে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ এখনো জানা যায়নি। যদি ভারত ফাইনালে ওঠে, তাহলে ৯ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচ হবে দুবাইয়ে। অন্যথায় ফাইনাল হবে লাহোরে।
আয়োজক পাকিস্তান হলেও এবারের চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে হচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। ভারত তাদের সবগুলো ম্যাচ খেলছে দুবাইয়ে। আট দলের টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে ভারত, নিউজিল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। গ্রুপের অপর দুই দল বাংলাদেশ, পাকিস্তান গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে। ‘বি’ গ্রুপের ইংল্যান্ডেরও প্রথম পর্বে বিদায়ঘণ্টা বেজে গেছে। অস্ট্রেলিয়া, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা তিনটি দলেরই শেষ চারে ওঠার সম্ভাবনা রয়েছে।
Embracing the true spirit of the month of Ramadan, the Emirates Cricket Board has announced the distribution of complimentary special Iftar boxes for spectators who are fasting, for the remaining ICC Champions Trophy 2025 Dubai matches.
— UAE Cricket Official (@EmiratesCricket) February 27, 2025
The holy month of Ramadan will begin this… pic.twitter.com/QfBgEh8F3C

রমজান মাসের সময়ও চলবে চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্টে স্টেডিয়ামে খেলা দেখতে আসা ভক্ত-সমর্থকদের ইফতার নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না। দুবাই স্টেডিয়ামের গ্যালারিতে বিনা মূল্যে ইফতারি দেওয়া হবে বলে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে।
রমজানে দর্শকদের জন্য ইফতারি বিতরণের কথা ইসিবি গতকাল নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করেছে। ইসিবি লিখেছে, ‘রমজানের সত্যিকারের চেতনা ধরে রাখতে ইসিবি ঘোষণা দিচ্ছে, দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে বাকি ম্যাচগুলোয় রোজাদার দর্শকদের জন্য দেওয়া হবে বিশেষ ইফতারি বক্স। ২ মার্চ ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে। পবিত্র রমজান মাসে প্রথম ম্যাচ এটাই। দুবাই স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় ইফতারের আগে দেওয়া হবে ইফতারি বক্স।’ তার মানে দুবাই স্টেডিয়ামের সাধারণ স্ট্যান্ড, প্রিমিয়ার স্ট্যান্ড, প্যাভিলিয়ন স্ট্যান্ড ও প্লাটিনাম স্ট্যান্ডে রোজাদারদের দেওয়া হবে ইফতারি বক্স।
মধ্যপ্রাচ্যে রমজান মাস শুরু হতে পারে আগামীকাল থেকে। রমজানের সময় দুবাইয়ে ন্যুনতম দুটি, সর্বোচ্চ ৩ ম্যাচ হতে পারে। দুবাইয়ে পরশু ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে ভারত-নিউজিল্যান্ড। ৪ মার্চ এই মাঠে হচ্ছে প্রথম সেমিফাইনাল। তবে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ এখনো জানা যায়নি। যদি ভারত ফাইনালে ওঠে, তাহলে ৯ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচ হবে দুবাইয়ে। অন্যথায় ফাইনাল হবে লাহোরে।
আয়োজক পাকিস্তান হলেও এবারের চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে হচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। ভারত তাদের সবগুলো ম্যাচ খেলছে দুবাইয়ে। আট দলের টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে ভারত, নিউজিল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। গ্রুপের অপর দুই দল বাংলাদেশ, পাকিস্তান গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে। ‘বি’ গ্রুপের ইংল্যান্ডেরও প্রথম পর্বে বিদায়ঘণ্টা বেজে গেছে। অস্ট্রেলিয়া, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা তিনটি দলেরই শেষ চারে ওঠার সম্ভাবনা রয়েছে।
Embracing the true spirit of the month of Ramadan, the Emirates Cricket Board has announced the distribution of complimentary special Iftar boxes for spectators who are fasting, for the remaining ICC Champions Trophy 2025 Dubai matches.
— UAE Cricket Official (@EmiratesCricket) February 27, 2025
The holy month of Ramadan will begin this… pic.twitter.com/QfBgEh8F3C

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
২ ঘণ্টা আগে