
টি-টোয়েন্টি বিশ্বকাপের এমন উন্মাদনার সময় জয় শাহর এক মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে পাকিস্তান ক্রিকেটে। এত দিন জয়ের মন্তব্যকে কেন্দ্র করে পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে যে টুর্নামেন্ট নিয়ে এত দ্বন্দ্ব, সেই টুর্নামেন্ট নিয়েই এবার বিস্ফোরক অভিমত দিয়েছেন কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ। তাঁর মতে, এশিয়া কাপই বন্ধ করে দেওয়া হোক।
পাকিস্তান ক্রিকেটের ইউটিউব চ্যানেলে এমনটি জানিয়েছেন মিঁয়াদাদ। ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদিদের মতো তিনি বলেননি পাকিস্তানে এশিয়া কাপ না হলে ভারতে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ বর্জন করতে। সাম্প্রতিক সমালোচনার বিষয়ে কথা বলেছেন তিনি ভিন্ন সুরে। সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘আইসিসির উদ্দেশ্য কী? এমনটা হলে এশিয়া কাপ বাতিল করেন। একে অপরের সঙ্গে খেলে উপকৃত হব। ক্রিকেটে রাজনীতি আনা উচিত নয়। খেলোয়াড়দের স্বার্থেই প্রত্যেকের কাছে অনুরোধ করছি। বেছে বেছে ক্রিকেট খেলাটা ভুল তার চেয়ে দুই দেশের মধ্যে খেলাটাই বন্ধ করা উচিত।’
ক্রিকেট খেলার ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন মিয়াঁদাদ। খেলাটিকে জনপ্রিয় করার জন্য এসব ঘটনা বন্ধ করার পরামর্শ দেন তিনি। পাকিস্তানের সাবেক এই ব্যাটার বলেছেন, ‘ক্রিকেট খেলে শুধু ৮ থেকে ১০টি দল। খেলাটিকে জনপ্রিয় করতে চাইলে এসব ঘটনা বন্ধ করতে হবে।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সর্বশেষ বার্ষিক সাধারণ সভা শেষে বোর্ডটির সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় বলেছেন, ‘আগামী এশিয়া কাপে পাকিস্তানে খেলতে যাবে না ভারত। এসিসির সভাপতি হিসেবে জানাচ্ছি, টুর্নামেন্টটি হবে নিরপেক্ষ ভেন্যুতে।’ তাঁর এই বক্তব্যের পর থেকেই পাকিস্তানের সাবেক ক্রিকেটারেরা ফুঁসে উঠেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এমন উন্মাদনার সময় জয় শাহর এক মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে পাকিস্তান ক্রিকেটে। এত দিন জয়ের মন্তব্যকে কেন্দ্র করে পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে যে টুর্নামেন্ট নিয়ে এত দ্বন্দ্ব, সেই টুর্নামেন্ট নিয়েই এবার বিস্ফোরক অভিমত দিয়েছেন কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ। তাঁর মতে, এশিয়া কাপই বন্ধ করে দেওয়া হোক।
পাকিস্তান ক্রিকেটের ইউটিউব চ্যানেলে এমনটি জানিয়েছেন মিঁয়াদাদ। ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদিদের মতো তিনি বলেননি পাকিস্তানে এশিয়া কাপ না হলে ভারতে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ বর্জন করতে। সাম্প্রতিক সমালোচনার বিষয়ে কথা বলেছেন তিনি ভিন্ন সুরে। সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘আইসিসির উদ্দেশ্য কী? এমনটা হলে এশিয়া কাপ বাতিল করেন। একে অপরের সঙ্গে খেলে উপকৃত হব। ক্রিকেটে রাজনীতি আনা উচিত নয়। খেলোয়াড়দের স্বার্থেই প্রত্যেকের কাছে অনুরোধ করছি। বেছে বেছে ক্রিকেট খেলাটা ভুল তার চেয়ে দুই দেশের মধ্যে খেলাটাই বন্ধ করা উচিত।’
ক্রিকেট খেলার ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন মিয়াঁদাদ। খেলাটিকে জনপ্রিয় করার জন্য এসব ঘটনা বন্ধ করার পরামর্শ দেন তিনি। পাকিস্তানের সাবেক এই ব্যাটার বলেছেন, ‘ক্রিকেট খেলে শুধু ৮ থেকে ১০টি দল। খেলাটিকে জনপ্রিয় করতে চাইলে এসব ঘটনা বন্ধ করতে হবে।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সর্বশেষ বার্ষিক সাধারণ সভা শেষে বোর্ডটির সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় বলেছেন, ‘আগামী এশিয়া কাপে পাকিস্তানে খেলতে যাবে না ভারত। এসিসির সভাপতি হিসেবে জানাচ্ছি, টুর্নামেন্টটি হবে নিরপেক্ষ ভেন্যুতে।’ তাঁর এই বক্তব্যের পর থেকেই পাকিস্তানের সাবেক ক্রিকেটারেরা ফুঁসে উঠেছেন।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৫ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৬ ঘণ্টা আগে