
পর পর দুই ওভারে ফিরলেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে রীতিমতো ধুঁকছে ভারত। ৬ উইকেটে ১৭৬ রান করে চা পানের বিরতিতে গেল স্বাগতিকেরা।
টেস্টের প্রথম দিনে ভারতের ব্যাটিংয়েও দারুণ একটা মিল দেখা গেছে। দুই সেশনেই ৩টি করে উইকেট হারিয়েছে। প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও স্বাগতিকেরা করেছে ৮৮ রান। পার্থক্য শুধু ওভারে। প্রথম সেশনে হয়েছে ২৩ ওভার। মধ্যাহ্নভোজের পরের সেশনে হয়েছে ২৫ ওভার। এখন ব্যাটিংয়ে আছেন রবীন্দ্র জাদেজা (৭) ও রবিচন্দ্রন অশ্বিন (১৬)। চাপের মুখে প্রতি আক্রমণের চেষ্টা করছেন দুজনেই।
ইনিংসের ৪২তম ওভারের চতুর্থ বলে দেয়াল হয়ে থাকা জয়সওয়ালকে ফেরান পেসার নাহিদ রানা। প্রথম স্লিপে সাদমান ইসলামের হাতে বন্দী হন ভারতীয় ওপেনার। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখেছিলেন তিনি।
ফেরার আগে জয়সওয়াল দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। চতুর্থ উইকেটে ঋষভ পন্তের সঙ্গে ৬২ ও পঞ্চম উইকেটে রাহুলের সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন তিনি। তাঁর ১১৮ বলে ৫৬ রানের ইনিংসে ছিল ৯ চার।
জয়সওয়ালের সঙ্গে জুটি ভাঙার পর বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি রাহুল (১৬)। মেহেদী হাসান মিরাজের করা পরের ওভারের দ্বিতীয় বলে স্লিপে দুর্দান্ত ক্যাচ নিয়ে ভারতীয় উইকেটরক্ষককে তালুবন্দী করেন জাকির হাসান।
এর আগে ভারতের ব্যাটিং লাইনআপকে তছনছ করে দেন হাসান মাহমুদ। লাঞ্চের আগে ৩ উইকেট নেন বাংলাদেশি পেসার। দ্বিতীয় সেশনের শুরুতেই ফেরান পন্তকে (৩৯)। ২৫ রানে ৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত দিনের সেরা বোলার তিনি। ভারতের যে ছয় উইকেট পড়েছে তার পাঁচটি নিয়েছেন পেসাররা।
আজ থেকে শুরু চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। শুরুটা ওপেনার-অধিনায়ক রোহিত শর্মাকে (৬) দিয়ে। এরপর হাসানের তোপে একে একে বিদায় নেন শুবমান গিল (০) ও বিরাট কোহলি (৬)। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে ভারতের স্কোর ছিল ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান।

পর পর দুই ওভারে ফিরলেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে রীতিমতো ধুঁকছে ভারত। ৬ উইকেটে ১৭৬ রান করে চা পানের বিরতিতে গেল স্বাগতিকেরা।
টেস্টের প্রথম দিনে ভারতের ব্যাটিংয়েও দারুণ একটা মিল দেখা গেছে। দুই সেশনেই ৩টি করে উইকেট হারিয়েছে। প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও স্বাগতিকেরা করেছে ৮৮ রান। পার্থক্য শুধু ওভারে। প্রথম সেশনে হয়েছে ২৩ ওভার। মধ্যাহ্নভোজের পরের সেশনে হয়েছে ২৫ ওভার। এখন ব্যাটিংয়ে আছেন রবীন্দ্র জাদেজা (৭) ও রবিচন্দ্রন অশ্বিন (১৬)। চাপের মুখে প্রতি আক্রমণের চেষ্টা করছেন দুজনেই।
ইনিংসের ৪২তম ওভারের চতুর্থ বলে দেয়াল হয়ে থাকা জয়সওয়ালকে ফেরান পেসার নাহিদ রানা। প্রথম স্লিপে সাদমান ইসলামের হাতে বন্দী হন ভারতীয় ওপেনার। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখেছিলেন তিনি।
ফেরার আগে জয়সওয়াল দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। চতুর্থ উইকেটে ঋষভ পন্তের সঙ্গে ৬২ ও পঞ্চম উইকেটে রাহুলের সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন তিনি। তাঁর ১১৮ বলে ৫৬ রানের ইনিংসে ছিল ৯ চার।
জয়সওয়ালের সঙ্গে জুটি ভাঙার পর বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি রাহুল (১৬)। মেহেদী হাসান মিরাজের করা পরের ওভারের দ্বিতীয় বলে স্লিপে দুর্দান্ত ক্যাচ নিয়ে ভারতীয় উইকেটরক্ষককে তালুবন্দী করেন জাকির হাসান।
এর আগে ভারতের ব্যাটিং লাইনআপকে তছনছ করে দেন হাসান মাহমুদ। লাঞ্চের আগে ৩ উইকেট নেন বাংলাদেশি পেসার। দ্বিতীয় সেশনের শুরুতেই ফেরান পন্তকে (৩৯)। ২৫ রানে ৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত দিনের সেরা বোলার তিনি। ভারতের যে ছয় উইকেট পড়েছে তার পাঁচটি নিয়েছেন পেসাররা।
আজ থেকে শুরু চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। শুরুটা ওপেনার-অধিনায়ক রোহিত শর্মাকে (৬) দিয়ে। এরপর হাসানের তোপে একে একে বিদায় নেন শুবমান গিল (০) ও বিরাট কোহলি (৬)। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে ভারতের স্কোর ছিল ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৩ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৪ ঘণ্টা আগে