
পর পর দুই ওভারে ফিরলেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে রীতিমতো ধুঁকছে ভারত। ৬ উইকেটে ১৭৬ রান করে চা পানের বিরতিতে গেল স্বাগতিকেরা।
টেস্টের প্রথম দিনে ভারতের ব্যাটিংয়েও দারুণ একটা মিল দেখা গেছে। দুই সেশনেই ৩টি করে উইকেট হারিয়েছে। প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও স্বাগতিকেরা করেছে ৮৮ রান। পার্থক্য শুধু ওভারে। প্রথম সেশনে হয়েছে ২৩ ওভার। মধ্যাহ্নভোজের পরের সেশনে হয়েছে ২৫ ওভার। এখন ব্যাটিংয়ে আছেন রবীন্দ্র জাদেজা (৭) ও রবিচন্দ্রন অশ্বিন (১৬)। চাপের মুখে প্রতি আক্রমণের চেষ্টা করছেন দুজনেই।
ইনিংসের ৪২তম ওভারের চতুর্থ বলে দেয়াল হয়ে থাকা জয়সওয়ালকে ফেরান পেসার নাহিদ রানা। প্রথম স্লিপে সাদমান ইসলামের হাতে বন্দী হন ভারতীয় ওপেনার। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখেছিলেন তিনি।
ফেরার আগে জয়সওয়াল দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। চতুর্থ উইকেটে ঋষভ পন্তের সঙ্গে ৬২ ও পঞ্চম উইকেটে রাহুলের সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন তিনি। তাঁর ১১৮ বলে ৫৬ রানের ইনিংসে ছিল ৯ চার।
জয়সওয়ালের সঙ্গে জুটি ভাঙার পর বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি রাহুল (১৬)। মেহেদী হাসান মিরাজের করা পরের ওভারের দ্বিতীয় বলে স্লিপে দুর্দান্ত ক্যাচ নিয়ে ভারতীয় উইকেটরক্ষককে তালুবন্দী করেন জাকির হাসান।
এর আগে ভারতের ব্যাটিং লাইনআপকে তছনছ করে দেন হাসান মাহমুদ। লাঞ্চের আগে ৩ উইকেট নেন বাংলাদেশি পেসার। দ্বিতীয় সেশনের শুরুতেই ফেরান পন্তকে (৩৯)। ২৫ রানে ৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত দিনের সেরা বোলার তিনি। ভারতের যে ছয় উইকেট পড়েছে তার পাঁচটি নিয়েছেন পেসাররা।
আজ থেকে শুরু চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। শুরুটা ওপেনার-অধিনায়ক রোহিত শর্মাকে (৬) দিয়ে। এরপর হাসানের তোপে একে একে বিদায় নেন শুবমান গিল (০) ও বিরাট কোহলি (৬)। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে ভারতের স্কোর ছিল ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান।

পর পর দুই ওভারে ফিরলেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে রীতিমতো ধুঁকছে ভারত। ৬ উইকেটে ১৭৬ রান করে চা পানের বিরতিতে গেল স্বাগতিকেরা।
টেস্টের প্রথম দিনে ভারতের ব্যাটিংয়েও দারুণ একটা মিল দেখা গেছে। দুই সেশনেই ৩টি করে উইকেট হারিয়েছে। প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও স্বাগতিকেরা করেছে ৮৮ রান। পার্থক্য শুধু ওভারে। প্রথম সেশনে হয়েছে ২৩ ওভার। মধ্যাহ্নভোজের পরের সেশনে হয়েছে ২৫ ওভার। এখন ব্যাটিংয়ে আছেন রবীন্দ্র জাদেজা (৭) ও রবিচন্দ্রন অশ্বিন (১৬)। চাপের মুখে প্রতি আক্রমণের চেষ্টা করছেন দুজনেই।
ইনিংসের ৪২তম ওভারের চতুর্থ বলে দেয়াল হয়ে থাকা জয়সওয়ালকে ফেরান পেসার নাহিদ রানা। প্রথম স্লিপে সাদমান ইসলামের হাতে বন্দী হন ভারতীয় ওপেনার। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখেছিলেন তিনি।
ফেরার আগে জয়সওয়াল দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। চতুর্থ উইকেটে ঋষভ পন্তের সঙ্গে ৬২ ও পঞ্চম উইকেটে রাহুলের সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন তিনি। তাঁর ১১৮ বলে ৫৬ রানের ইনিংসে ছিল ৯ চার।
জয়সওয়ালের সঙ্গে জুটি ভাঙার পর বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি রাহুল (১৬)। মেহেদী হাসান মিরাজের করা পরের ওভারের দ্বিতীয় বলে স্লিপে দুর্দান্ত ক্যাচ নিয়ে ভারতীয় উইকেটরক্ষককে তালুবন্দী করেন জাকির হাসান।
এর আগে ভারতের ব্যাটিং লাইনআপকে তছনছ করে দেন হাসান মাহমুদ। লাঞ্চের আগে ৩ উইকেট নেন বাংলাদেশি পেসার। দ্বিতীয় সেশনের শুরুতেই ফেরান পন্তকে (৩৯)। ২৫ রানে ৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত দিনের সেরা বোলার তিনি। ভারতের যে ছয় উইকেট পড়েছে তার পাঁচটি নিয়েছেন পেসাররা।
আজ থেকে শুরু চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। শুরুটা ওপেনার-অধিনায়ক রোহিত শর্মাকে (৬) দিয়ে। এরপর হাসানের তোপে একে একে বিদায় নেন শুবমান গিল (০) ও বিরাট কোহলি (৬)। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে ভারতের স্কোর ছিল ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
৪১ মিনিট আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
৪৪ মিনিট আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
২ ঘণ্টা আগে