নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বোলিং চাইলেও টস হেরে ব্যাটিংয়ে অসন্তুষ্ট ছিলেন না সাকিব আল হাসান। কারণ, তাঁর কাছে অ্যান্টিগা থেকে সেন্ট লুসিয়ার উইকেট ব্যাটারদের জন্য বেশি বন্ধুত্বপূর্ণ মনে হয়েছে। বাংলাদেশ অধিনায়কের চাওয়া মেনেই যেন ব্যাটিং করছিলেন দুই ওপেনার তামিম ইকবাল আর মাহমুদুল হাসান জয়। অনেক দিন পর টেস্টের প্রথম সেশনের প্রথম এক ঘণ্টা প্রায় কাটিয়েই দিয়েছিলেন দুই ওপেনার। কিন্তু প্রথম সেশন শেষে স্কোরবোর্ড বলছে, দুই ওপেনারকে হারিয়ে ৭৫ রান তুলেছে বাংলাদেশ।
প্রথম ঘণ্টার ঠিক আগে আগে আউট হন জয়। তাঁর ৩১ বলে ১০ রানের ইনিংসের সমাপ্তি ঘটে অ্যান্ডারসন ফিলিপের বলে। অভিষেক টেস্ট খেলতে নেমেছেন এই পেসার। টেস্ট ক্যারিয়ারের প্রথম ওভারেই দেখা পেলেন উইকেটের। যতক্ষণ ছিলেন ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সামনে সংগ্রাম করেছেন জয়। সপ্তম ওভারে কিমার রোচের চতুর্থ-পঞ্চম বলে দুইবার রিভিউ নিয়ে বেঁচেছেন। দুইবারই তাঁকে আউট দেন রিচার্ড ইলিংওয়ার্থ। দুইবারই রোচের বল জয়ের লেগ স্টাম্প মিস করে যায়। তবে শেষ পর্যন্ত ইনিংসটা বড় করতে পারেননি এই ওপেনার।
গত কয়েক সিরিজে যেখানে প্রথম এক ঘণ্টায় বাংলাদেশের টেস্ট-ভাগ্য নির্ধারিত হয়ে যেত, আজ অন্তত সেটা হয়নি। জয়ের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে লড়েন তামিম। তবে ২৭ রানের জুটিটা পূর্ণতা পাওয়ার আগে আউট হয়ে যান তামিম। আলজারি জোসেফের লেংথ থেকে কিছু নিচের বলটা ড্রাইভ করতে গিয়ে জারমেইন ব্ল্যাকউডের ক্যাচে পরিণত হন। প্রথম ওভারে রোচের বলে ক্যারিবিয়ানরা রিভিউ নিলেও আম্পায়ার্স কলে বেঁচে যান তামিম।
রিভিউ আর আউটের মাঝখানে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের বিপক্ষে বেশ দাপট দেখিয়েই খেলেছেন। ৬৭ বলে ৪৬ রানের ইনিংসে বলকে ৯ বার সীমানা ছাড়া করেছেন। বড় একটা ইনিংস যখন অবধারিত মনে হচ্ছিল, তখনই দলকে আশা ভঙ্গের হতাশায় পোড়ান তামিম।
চতুর্থ উইকেটে আনামুল হক বিজয়কে নিয়ে মধ্যাহ্নভোজ বিরতিতে গেছেন শান্ত। ৪৫ বলে ১৬ রানে অপরাজিত আছেন তিনি। এই টেস্টটি শান্তর জন্য ক্যারিয়ারে নতুন বাঁক দেওয়ার। সর্বশেষ ১৭ ইনিংসে একটি ফিফটি। বাদ পড়তে পারতেন এই টেস্টেই। স্কোয়াডে সে অর্থে টপ অর্ডার ব্যাটার না থাকায় বেঁচে গেছেন এ যাত্রায়। সুযোগটা কতটুকু কাজে লাগাতে পারছেন শান্ত, সেটা এখন দেখার অপেক্ষা। তাঁর সঙ্গী বিজয়ের অবশ্য অনেকটা উল্টো। তাঁর জন্য এ টেস্টটি টেস্ট ক্যারিয়ার পুনর্জাগরণের। সর্বশেষ টেস্ট খেলেছিলেন এ মাঠেই, ৭ বছর ৯ মাস ১১ দিন আগে। তিনি অপরাজিত আছেন ৫ রানে।

বোলিং চাইলেও টস হেরে ব্যাটিংয়ে অসন্তুষ্ট ছিলেন না সাকিব আল হাসান। কারণ, তাঁর কাছে অ্যান্টিগা থেকে সেন্ট লুসিয়ার উইকেট ব্যাটারদের জন্য বেশি বন্ধুত্বপূর্ণ মনে হয়েছে। বাংলাদেশ অধিনায়কের চাওয়া মেনেই যেন ব্যাটিং করছিলেন দুই ওপেনার তামিম ইকবাল আর মাহমুদুল হাসান জয়। অনেক দিন পর টেস্টের প্রথম সেশনের প্রথম এক ঘণ্টা প্রায় কাটিয়েই দিয়েছিলেন দুই ওপেনার। কিন্তু প্রথম সেশন শেষে স্কোরবোর্ড বলছে, দুই ওপেনারকে হারিয়ে ৭৫ রান তুলেছে বাংলাদেশ।
প্রথম ঘণ্টার ঠিক আগে আগে আউট হন জয়। তাঁর ৩১ বলে ১০ রানের ইনিংসের সমাপ্তি ঘটে অ্যান্ডারসন ফিলিপের বলে। অভিষেক টেস্ট খেলতে নেমেছেন এই পেসার। টেস্ট ক্যারিয়ারের প্রথম ওভারেই দেখা পেলেন উইকেটের। যতক্ষণ ছিলেন ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সামনে সংগ্রাম করেছেন জয়। সপ্তম ওভারে কিমার রোচের চতুর্থ-পঞ্চম বলে দুইবার রিভিউ নিয়ে বেঁচেছেন। দুইবারই তাঁকে আউট দেন রিচার্ড ইলিংওয়ার্থ। দুইবারই রোচের বল জয়ের লেগ স্টাম্প মিস করে যায়। তবে শেষ পর্যন্ত ইনিংসটা বড় করতে পারেননি এই ওপেনার।
গত কয়েক সিরিজে যেখানে প্রথম এক ঘণ্টায় বাংলাদেশের টেস্ট-ভাগ্য নির্ধারিত হয়ে যেত, আজ অন্তত সেটা হয়নি। জয়ের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে লড়েন তামিম। তবে ২৭ রানের জুটিটা পূর্ণতা পাওয়ার আগে আউট হয়ে যান তামিম। আলজারি জোসেফের লেংথ থেকে কিছু নিচের বলটা ড্রাইভ করতে গিয়ে জারমেইন ব্ল্যাকউডের ক্যাচে পরিণত হন। প্রথম ওভারে রোচের বলে ক্যারিবিয়ানরা রিভিউ নিলেও আম্পায়ার্স কলে বেঁচে যান তামিম।
রিভিউ আর আউটের মাঝখানে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের বিপক্ষে বেশ দাপট দেখিয়েই খেলেছেন। ৬৭ বলে ৪৬ রানের ইনিংসে বলকে ৯ বার সীমানা ছাড়া করেছেন। বড় একটা ইনিংস যখন অবধারিত মনে হচ্ছিল, তখনই দলকে আশা ভঙ্গের হতাশায় পোড়ান তামিম।
চতুর্থ উইকেটে আনামুল হক বিজয়কে নিয়ে মধ্যাহ্নভোজ বিরতিতে গেছেন শান্ত। ৪৫ বলে ১৬ রানে অপরাজিত আছেন তিনি। এই টেস্টটি শান্তর জন্য ক্যারিয়ারে নতুন বাঁক দেওয়ার। সর্বশেষ ১৭ ইনিংসে একটি ফিফটি। বাদ পড়তে পারতেন এই টেস্টেই। স্কোয়াডে সে অর্থে টপ অর্ডার ব্যাটার না থাকায় বেঁচে গেছেন এ যাত্রায়। সুযোগটা কতটুকু কাজে লাগাতে পারছেন শান্ত, সেটা এখন দেখার অপেক্ষা। তাঁর সঙ্গী বিজয়ের অবশ্য অনেকটা উল্টো। তাঁর জন্য এ টেস্টটি টেস্ট ক্যারিয়ার পুনর্জাগরণের। সর্বশেষ টেস্ট খেলেছিলেন এ মাঠেই, ৭ বছর ৯ মাস ১১ দিন আগে। তিনি অপরাজিত আছেন ৫ রানে।

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না—গতকাল এমন বিতর্কিত মন্তব্যের পর তোপের মুখে পড়েন পরিচালক এম নাজমুল ইসলাম। তাঁর পদত্যাগের দাবিতে আজ মেহেদী হাসান মিরাজ-মোহাম্মদ মিঠুনরা খেলা বয়কট করেছেন।
২ ঘণ্টা আগে
দিনের প্রথম ম্যাচের মতো আজ বিপিএলের দ্বিতীয় ম্যাচও মাঠে গড়ানোর কোনো ইঙ্গিত নেই। সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টসের সময় (সাড়ে ৫টা) ইতোমধ্যেই পেরিয়েছে। দুই দলের কেউই এখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে পৌঁছায়নি।
২ ঘণ্টা আগে
এম নাজমুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) থাকলে মাঠে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। বনানীর শেরাটন হোটেলে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মিঠুন সংবাদ সম্মেলন শেষে এমনটা জানানোর অল্প কিছুক্ষণ পরেই তাঁকে অব্যহতি দিয়েছে বিসিবি। তবে তাঁকে পরিচালক পদ থেকে সরানোর সুযো
২ ঘণ্টা আগে
বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানসহ সব কর্মকাণ্ড থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। আজ অনলাইনে এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির এক সূত্র।
৩ ঘণ্টা আগে