Ajker Patrika

প্রথম শিরোপার সুবাস পাচ্ছে সিলেট

আজকের পত্রিকা ডেস্ক­
প্রথম শিরোপার সুবাস পাচ্ছে সিলেট
ছবি: বিসিবি

রাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ। পাঁচ ম্যাচে এমনিতেই ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। ষষ্ঠ রাউন্ডেও জয়ের পথে রাজিনের দল। আগামীকাল শেষ দিন বরিশালের দেওয়া ১০৫ রানের লক্ষ্য তাড়া করতে পারলেই শিরোপা নিশ্চিত।

আজ ষষ্ঠ রাউন্ডে জিতলে সিলেটের পয়েন্ট হবে ৩৭। যদি ১০ উইকেট জেতে, তাহলে ১ পয়েন্ট বোনাসসহ হবে ৩৮। এর পরে সপ্তম রাউন্ডে অর্থাৎ লিগের শেষ ম্যাচে যদি তারা হারে, তাতেও সমস্যা হচ্ছে না। তাদের পরেই টেবিলের দুই নম্বরে থাকা ঢাকার পয়েন্ট ষষ্ঠ রাউন্ড শেষে ২৪। নিজেদের শেষ ম্যাচে তারা বোনাসসহ জিতলেও পয়েন্ট হবে ৩৪।

টেবিলের তিন নম্বরে থাকা রংপুরের পাঁচ ম্যাচে ২১ পয়েন্ট। ষষ্ঠ রাউন্ডে ঢাকা মহানগরের বিপক্ষে তারা আছে হারের শঙ্কায়। সুযোগ আছে ড্র করার। যদি সমতায় শেষ হয়, তাহলে পয়েন্ট হবে ২৫। তারপর লিগের শেষ ম্যাচে যদি জেতে পয়েন্ট হবে ৩৪ বা ৩৫। সিলেটকে ছুঁতে পারবে না কোনো দল। খুবই পরিষ্কার, কাল সিলেট জিতলে ২০২৪-২৫ মৌসুমের শিরোপা হয়ে যাবে তাদের।

কক্সবাজার একাডেমি মাঠে ঢাকা মহানগর-রংপুরের ম্যাচে ফলাফল হওয়ার সম্ভাবনা কমই। প্রথম তিন দিন পেরিয়ে গেলেও দুই দলের দুই ইনিংসই শেষ হয়নি। প্রথম ইনিংসে মহানগরের ৪৭৫ রানের জবাবে তৃতীয় দিনের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ২৫৩ রান তুলেছে রংপুর। এখনো ২২২ রানে পিছিয়ে রংপুর।

আরেক ম্যাচে প্রথম ইনিংসে ২২০ রান তুলেছিল চট্টগ্রাম। এ হিসেবে জয়ের জন্য ২০৪ রানের লক্ষ্যটা বড় কিছু ছিল না। কিন্তু সিলেট একাডেমি মাঠে এই লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১১৮ রানে ৭ উইকেট খুইয়েছে তারা। জয়ের জন্য চট্টগ্রামের দরকার আরও ৮৬ রান। খুলনার চাই ৩ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত