নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে হার, সংযুক্ত আরব আমিরাতের কাছে টি-টোয়েন্টি সিরিজ হার—সব মিলিয়ে বাজে সময় পার করা বাংলাদেশ দলের জন্য কদিন আগে শেষ হওয়া গল টেস্টটা আসলেই বিশেষ কিছু। শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। মুশফিকুর রহিমের ব্যাটেও এসেছে সেঞ্চুরি।
গলে সিরিজের প্রথম টেস্টে ১৪৮ ও ১২৫* রান করে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়েন শান্ত। এছাড়া মুশফিকের সঙ্গে দুই ইনিংসেই ১০০ পেরোনো জুটি গড়তে শান্তর অবদান ছিল। রানবন্যার এই বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট হয়েছে ড্র। টেস্ট ড্র হওয়াতে বৃষ্টিরও অবদান ছিল। যেখানে পরশু টেস্টের পঞ্চম দিনে প্রায় ৩ ঘণ্টা বৃষ্টির কারণে খেলা হয়নি। বৃষ্টি ছাপিয়ে সেই ম্যাচের শেষ দিনে বাংলাদেশের ব্যাটিং নিয়ে সমালোচনা হয়েছে। ১৯০ বলে সেঞ্চুরি তুলে নেওয়া শান্ত এরপর তিন ছক্কা মেরে বাংলাদেশের স্কোরটাকে নিয়ে যান ২৮৫ রানে। তাতে ২৯৬ রানের লক্ষ্যে নেমে লঙ্কানরা ৩২ ওভারে ৪ উইকেটে ৭২ রান করার পরই খেলা ড্র ঘোষণা করা হয়।
শান্তর মতে বাংলাদেশের কেউ ‘স্বার্থপর’ ক্রিকেট খেলেন না। পরিস্থিতির চাপে পড়ে গলে ঠিকমতো পরিকল্পনা সাজানো সম্ভব হয়নি বলে মনে করেন তিনি। সিরিজের দ্বিতীয় টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেস্ট অধিনায়ক বলেন,
‘এই ড্রেসিংরুমে কেউ ব্যক্তিগত মাইলফলকের জন্য খেলে না। মুশফিক ভাই এত বছর ধরে ক্রিকেট খেলছে। তিনি আমাদের দলের জন্য কত কী করছেন, আমরা সবাই জানি। আমরা যে পরিকল্পনাটা নিয়েছিলাম, বৃস্টির কারণে পরিকল্পনাটা মাঠে প্রয়োগ করতে পরিনি।’
অসুস্থতার কারণে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এমনকি তাসকিন আহমেদের মতো অভিজ্ঞ পেসারও ছিলেন না গল টেস্টের একাদশে। নাহিদ রানা, হাসান মাহমুদ,নাঈম হাসান, তাইজুল ইসলাম—স্বীকৃত চার বোলার নিয়ে গলে খেলেছে বাংলাদেশ। তাসকিন-মিরাজের মতো ক্রিকেটার থাকলে গলে ভিন্ন কিছু হলেও হতো পারত বলে ধারণা শান্তর।কলম্বোতে দ্বিতীয় টেস্ট শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে শান্ত বলেন,‘পঞ্চম দিন হিসেবে গলে আমরা যেরকম সব সময় চিন্তা করি, উইকেটটা খুব বেশি পরিবর্তন হয়নি। একারণে আমরা সেসময় ইনিংস ঘোষণা করতে পারিনি। বোলিং আক্রমণটা একটু অনভিজ্ঞ ছিল। আমার হাতে যদি তাসকিন-মিরাজ থাকত, তাহলে হয়তো একটা ভিন্ন কম্বিনেশন হতো। যে বোলাররা খেলেছে, তারা দারুণ বোলিং করেছে। শুধুমাত্র কন্ডিশনের কারণে আমরা সেই ঝুকিঁটা নিতে পারিনি। বৃষ্টি যদি না হতো, হয়তো আমরা ভিন্ন কিছু পরিকল্পনায় যেতাম।’
বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট দিয়ে গলে ১২ বছর পর কোনো টেস্ট ম্যাচ ড্রয়ের ঘটনা ঘটল। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে পরশু শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। টেস্ট সিরিজের পর ২, ৫ ও ৮ জুলাই হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের তিনটি ওয়ানডে। যার মধ্যে প্রথম দুই ওয়ানডে হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। শেষ ওয়ানডের ভেন্যু পাল্লেকেলে। তিনটি ওয়ানডেই বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে। ওয়ানডে সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।
আরও পড়ুন:
যে প্রসঙ্গে কোনো মন্তব্যই করতে চান না শান্ত

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে হার, সংযুক্ত আরব আমিরাতের কাছে টি-টোয়েন্টি সিরিজ হার—সব মিলিয়ে বাজে সময় পার করা বাংলাদেশ দলের জন্য কদিন আগে শেষ হওয়া গল টেস্টটা আসলেই বিশেষ কিছু। শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। মুশফিকুর রহিমের ব্যাটেও এসেছে সেঞ্চুরি।
গলে সিরিজের প্রথম টেস্টে ১৪৮ ও ১২৫* রান করে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়েন শান্ত। এছাড়া মুশফিকের সঙ্গে দুই ইনিংসেই ১০০ পেরোনো জুটি গড়তে শান্তর অবদান ছিল। রানবন্যার এই বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট হয়েছে ড্র। টেস্ট ড্র হওয়াতে বৃষ্টিরও অবদান ছিল। যেখানে পরশু টেস্টের পঞ্চম দিনে প্রায় ৩ ঘণ্টা বৃষ্টির কারণে খেলা হয়নি। বৃষ্টি ছাপিয়ে সেই ম্যাচের শেষ দিনে বাংলাদেশের ব্যাটিং নিয়ে সমালোচনা হয়েছে। ১৯০ বলে সেঞ্চুরি তুলে নেওয়া শান্ত এরপর তিন ছক্কা মেরে বাংলাদেশের স্কোরটাকে নিয়ে যান ২৮৫ রানে। তাতে ২৯৬ রানের লক্ষ্যে নেমে লঙ্কানরা ৩২ ওভারে ৪ উইকেটে ৭২ রান করার পরই খেলা ড্র ঘোষণা করা হয়।
শান্তর মতে বাংলাদেশের কেউ ‘স্বার্থপর’ ক্রিকেট খেলেন না। পরিস্থিতির চাপে পড়ে গলে ঠিকমতো পরিকল্পনা সাজানো সম্ভব হয়নি বলে মনে করেন তিনি। সিরিজের দ্বিতীয় টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেস্ট অধিনায়ক বলেন,
‘এই ড্রেসিংরুমে কেউ ব্যক্তিগত মাইলফলকের জন্য খেলে না। মুশফিক ভাই এত বছর ধরে ক্রিকেট খেলছে। তিনি আমাদের দলের জন্য কত কী করছেন, আমরা সবাই জানি। আমরা যে পরিকল্পনাটা নিয়েছিলাম, বৃস্টির কারণে পরিকল্পনাটা মাঠে প্রয়োগ করতে পরিনি।’
অসুস্থতার কারণে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এমনকি তাসকিন আহমেদের মতো অভিজ্ঞ পেসারও ছিলেন না গল টেস্টের একাদশে। নাহিদ রানা, হাসান মাহমুদ,নাঈম হাসান, তাইজুল ইসলাম—স্বীকৃত চার বোলার নিয়ে গলে খেলেছে বাংলাদেশ। তাসকিন-মিরাজের মতো ক্রিকেটার থাকলে গলে ভিন্ন কিছু হলেও হতো পারত বলে ধারণা শান্তর।কলম্বোতে দ্বিতীয় টেস্ট শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে শান্ত বলেন,‘পঞ্চম দিন হিসেবে গলে আমরা যেরকম সব সময় চিন্তা করি, উইকেটটা খুব বেশি পরিবর্তন হয়নি। একারণে আমরা সেসময় ইনিংস ঘোষণা করতে পারিনি। বোলিং আক্রমণটা একটু অনভিজ্ঞ ছিল। আমার হাতে যদি তাসকিন-মিরাজ থাকত, তাহলে হয়তো একটা ভিন্ন কম্বিনেশন হতো। যে বোলাররা খেলেছে, তারা দারুণ বোলিং করেছে। শুধুমাত্র কন্ডিশনের কারণে আমরা সেই ঝুকিঁটা নিতে পারিনি। বৃষ্টি যদি না হতো, হয়তো আমরা ভিন্ন কিছু পরিকল্পনায় যেতাম।’
বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট দিয়ে গলে ১২ বছর পর কোনো টেস্ট ম্যাচ ড্রয়ের ঘটনা ঘটল। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে পরশু শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। টেস্ট সিরিজের পর ২, ৫ ও ৮ জুলাই হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের তিনটি ওয়ানডে। যার মধ্যে প্রথম দুই ওয়ানডে হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। শেষ ওয়ানডের ভেন্যু পাল্লেকেলে। তিনটি ওয়ানডেই বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে। ওয়ানডে সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।
আরও পড়ুন:
যে প্রসঙ্গে কোনো মন্তব্যই করতে চান না শান্ত

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৮ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১০ ঘণ্টা আগে