নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কয়েক মাস আগেও নাজমুল হোসেন শান্ত ছিলেন বাংলাদেশের তিন সংস্করণের অধিনায়ক। এবার সেই শান্ত নেতৃত্ব দিচ্ছেন কেবল টেস্টে। কারণ, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেতৃত্বের গুরুদায়িত্ব কদিন আগেই উঠেছে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের কাঁধে।
শ্রীলঙ্কা সিরিজ দিয়েই বাংলাদেশ ফের তিন সংস্করণে তিন অধিনায়কের যুগে ফিরেছে। যেখানে শান্তর নেতৃত্বে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত বাংলাদেশ। এবার শোনা যাচ্ছে এই সংস্করণ থেকেও অধিনায়কত্ব ছাড়তে চান শান্ত। যেটার মানে দাঁড়াল শুধু ব্যাটার হিসেবেই এরপর দেখা যাবে বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটারকে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) পরশু যখন সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা, তখন আজ সংবাদ সম্মেলনে শান্তর কাছে এসেছে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গ। কলম্বোতে বাংলাদেশ টেস্ট অধিনায়ক বলেন, ‘আলোচনা তো আগে থেকেই হচ্ছে। আলোচনা হতে থাক। এই বিষয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। কারণ দুইদিন পরে টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই।’
গলে কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টে শান্ত দুই ইনিংসে সেঞ্চুরি করেন (১৪৮ ও ১২৫*)। ১৯ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির অপেক্ষা যেমন তাঁর ফুড়িয়েছে, একই দিনে ১৬তম টেস্ট অধিনায়ক হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় প্রথম তিনি। দ্বিতীয় টেস্টেও এই ফর্মটা ধরে রাখতে চান শান্ত। সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন,‘টেস্ট ম্যাচটাতে ভালোভাবে অবদান রাখতে চাই। অধিনায়ক হিসাবে। খেলোয়াড় ব্যাটার হিসাবে। এই মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গায় থাক।’
মে মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের আগে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব দেওয়া হয় লিটনকে। এক মাস পর শান্তর পরিবর্তে মিরাজের কাঁধে ওঠে ওয়ানডে দলের নেতৃত্বভার। লিটন, মিরাজকে দুজনেই একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব। ওয়ানডেতে অধিনায়কত্ব হারানোর প্রসঙ্গও আজ কলম্বোতে জিজ্ঞেস করা হলে শান্ত বলেন, ‘নো কমেন্টস’।
বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট দিয়ে গলে ১২ বছর পর কোনো টেস্ট ম্যাচ ড্রয়ের ঘটনা ঘটল। সূচি অনুযায়ী ২৯ জুন শেষ হবে কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্ট। টেস্ট সিরিজ শেষে ২, ৫ ও ৮ জুলাই হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের তিনটি ওয়ানডে। যার মধ্যে প্রথম দুই ওয়ানডে হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। শেষ ওয়ানডের ভেন্যু পাল্লেকেলে। তিনটি ওয়ানডেই বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে।

কয়েক মাস আগেও নাজমুল হোসেন শান্ত ছিলেন বাংলাদেশের তিন সংস্করণের অধিনায়ক। এবার সেই শান্ত নেতৃত্ব দিচ্ছেন কেবল টেস্টে। কারণ, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেতৃত্বের গুরুদায়িত্ব কদিন আগেই উঠেছে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের কাঁধে।
শ্রীলঙ্কা সিরিজ দিয়েই বাংলাদেশ ফের তিন সংস্করণে তিন অধিনায়কের যুগে ফিরেছে। যেখানে শান্তর নেতৃত্বে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত বাংলাদেশ। এবার শোনা যাচ্ছে এই সংস্করণ থেকেও অধিনায়কত্ব ছাড়তে চান শান্ত। যেটার মানে দাঁড়াল শুধু ব্যাটার হিসেবেই এরপর দেখা যাবে বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটারকে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) পরশু যখন সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা, তখন আজ সংবাদ সম্মেলনে শান্তর কাছে এসেছে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গ। কলম্বোতে বাংলাদেশ টেস্ট অধিনায়ক বলেন, ‘আলোচনা তো আগে থেকেই হচ্ছে। আলোচনা হতে থাক। এই বিষয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। কারণ দুইদিন পরে টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই।’
গলে কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টে শান্ত দুই ইনিংসে সেঞ্চুরি করেন (১৪৮ ও ১২৫*)। ১৯ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির অপেক্ষা যেমন তাঁর ফুড়িয়েছে, একই দিনে ১৬তম টেস্ট অধিনায়ক হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় প্রথম তিনি। দ্বিতীয় টেস্টেও এই ফর্মটা ধরে রাখতে চান শান্ত। সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন,‘টেস্ট ম্যাচটাতে ভালোভাবে অবদান রাখতে চাই। অধিনায়ক হিসাবে। খেলোয়াড় ব্যাটার হিসাবে। এই মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গায় থাক।’
মে মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের আগে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব দেওয়া হয় লিটনকে। এক মাস পর শান্তর পরিবর্তে মিরাজের কাঁধে ওঠে ওয়ানডে দলের নেতৃত্বভার। লিটন, মিরাজকে দুজনেই একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব। ওয়ানডেতে অধিনায়কত্ব হারানোর প্রসঙ্গও আজ কলম্বোতে জিজ্ঞেস করা হলে শান্ত বলেন, ‘নো কমেন্টস’।
বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট দিয়ে গলে ১২ বছর পর কোনো টেস্ট ম্যাচ ড্রয়ের ঘটনা ঘটল। সূচি অনুযায়ী ২৯ জুন শেষ হবে কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্ট। টেস্ট সিরিজ শেষে ২, ৫ ও ৮ জুলাই হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের তিনটি ওয়ানডে। যার মধ্যে প্রথম দুই ওয়ানডে হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। শেষ ওয়ানডের ভেন্যু পাল্লেকেলে। তিনটি ওয়ানডেই বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
২০ মিনিট আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
১ ঘণ্টা আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১৩ ঘণ্টা আগে