
বিশ্বকাপ রানার্সআপ নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ভারত। কলকাতার ইডেন গার্ডেনের লড়াইয়ে ভারতের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি কিউইরা। সফরকারীদের অসহায় আত্মসমর্পণে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রোহিত শর্মার দল জিতেছে ৭৩ রানে।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে ভারত। নিউজিল্যান্ড অলআউট হয় ১১১ রানে।
লক্ষ্য তাড়ায় মার্টিন গাপটিল এক প্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে চলছিল উইকেট বৃষ্টি। ৫ রান করে আউট হন ডেরিল মিচেল। রানের খাতায় খুলতে পারেননি মার্ক চ্যাপমান ও গ্লেন ফিলিপস। তিনজনকেই ফেরান অক্ষর প্যাটেল। দলীয় ৬৯ রানে ফেরেন গাপটিলও। ৩৬ বলে ৫১ রান করেন এই কিউই ওপেনার। ১৭ রান করে রানআউট হন টিম সেইফার্ট। স্কোরবোর্ডে ৩ রানের বেশি যোগ করতে পারেননি জিমি নিশামও। ৭৬ রানে ৬ উইকেট হারিয়ে ততক্ষণে নিউজিল্যান্ড একরকম ম্যাচের বাইরে। এরপর নিয়মিত উইকেট হারিয়ে কিউইরা থামে ১১১ রানে।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ভারতকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিষান। ঝোড়ো ব্যাটিংয়ে প্রথম ৬ ওভারে এ দুজন সংগ্রহ করেন ৬৯ রান। এরপর ঈশানকে (২৯) ফিরিয়ে এ জুটি ভাঙেন মিচেল স্যান্টনার। রানের খাতা খোলার আগে সূর্যকুমার যাদবকেও ফেরান স্যান্টনার। দলীয় ৮৩ রানে স্যান্টনারের তৃতীয় শিকারে পরিণত হন ঋষভ পন্ত (৪)। সেখান থেকে জুটি গড়েন রোহিত ও শ্রেয়াস আইয়ার। দলীয় ১০৩ রানে রোহিতের বিদায়ে ভাঙে এ জুটি। ফেরার আগে ৩১ বলে ৫৬ রান করেন ভারত অধিনায়ক।
দ্রুত ১৫ বলে ২০ রান আউট হন ভেঙ্কাটেশ আইয়ার। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি শ্রেয়াসও (২৫)। ১৪০ রানে ভারত হারায় ৬ উইকেট। তবে শেষ দিকে ঝোড়ো গতিতে রান নিয়ে ভারতকে ১৮৪ রানে পৌঁছে দেন হার্শাল প্যাটেল ও দীপক চাহার। ১১ বলে অপরাজিত ১৮ রান করেন হার্শাল। দিপক টিকে থাকেন ৮ বলে ২১ রান করে।

বিশ্বকাপ রানার্সআপ নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ভারত। কলকাতার ইডেন গার্ডেনের লড়াইয়ে ভারতের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি কিউইরা। সফরকারীদের অসহায় আত্মসমর্পণে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রোহিত শর্মার দল জিতেছে ৭৩ রানে।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে ভারত। নিউজিল্যান্ড অলআউট হয় ১১১ রানে।
লক্ষ্য তাড়ায় মার্টিন গাপটিল এক প্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে চলছিল উইকেট বৃষ্টি। ৫ রান করে আউট হন ডেরিল মিচেল। রানের খাতায় খুলতে পারেননি মার্ক চ্যাপমান ও গ্লেন ফিলিপস। তিনজনকেই ফেরান অক্ষর প্যাটেল। দলীয় ৬৯ রানে ফেরেন গাপটিলও। ৩৬ বলে ৫১ রান করেন এই কিউই ওপেনার। ১৭ রান করে রানআউট হন টিম সেইফার্ট। স্কোরবোর্ডে ৩ রানের বেশি যোগ করতে পারেননি জিমি নিশামও। ৭৬ রানে ৬ উইকেট হারিয়ে ততক্ষণে নিউজিল্যান্ড একরকম ম্যাচের বাইরে। এরপর নিয়মিত উইকেট হারিয়ে কিউইরা থামে ১১১ রানে।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ভারতকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিষান। ঝোড়ো ব্যাটিংয়ে প্রথম ৬ ওভারে এ দুজন সংগ্রহ করেন ৬৯ রান। এরপর ঈশানকে (২৯) ফিরিয়ে এ জুটি ভাঙেন মিচেল স্যান্টনার। রানের খাতা খোলার আগে সূর্যকুমার যাদবকেও ফেরান স্যান্টনার। দলীয় ৮৩ রানে স্যান্টনারের তৃতীয় শিকারে পরিণত হন ঋষভ পন্ত (৪)। সেখান থেকে জুটি গড়েন রোহিত ও শ্রেয়াস আইয়ার। দলীয় ১০৩ রানে রোহিতের বিদায়ে ভাঙে এ জুটি। ফেরার আগে ৩১ বলে ৫৬ রান করেন ভারত অধিনায়ক।
দ্রুত ১৫ বলে ২০ রান আউট হন ভেঙ্কাটেশ আইয়ার। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি শ্রেয়াসও (২৫)। ১৪০ রানে ভারত হারায় ৬ উইকেট। তবে শেষ দিকে ঝোড়ো গতিতে রান নিয়ে ভারতকে ১৮৪ রানে পৌঁছে দেন হার্শাল প্যাটেল ও দীপক চাহার। ১১ বলে অপরাজিত ১৮ রান করেন হার্শাল। দিপক টিকে থাকেন ৮ বলে ২১ রান করে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৫ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৬ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৭ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১১ ঘণ্টা আগে