৩৭ তম জন্মদিনটা সাকিব আল হাসান রাঙিয়েছেন নিজের মতো করে। ব্যাটিং-বোলিংয়ে করেছেন অলরাউন্ড পারফরম্যান্স। তাঁর এমন অলরাউন্ড পারফরম্যান্সে শেখ জামাল ধানমন্ডি ক্লাব জিতেছে হেসেখেলে। অন্যদিকে তামিম ইকবাল দারুণ খেললেও তাঁর দল প্রাইম ব্যাংক জয়ের মুখ দেখেনি।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ শেখ জামাল খেলেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে। টস জিতে প্রথমে ব্যাটিং নেন রূপগঞ্জ অধিনায়ক ফরহাদ হোসেন। দলটির ওপেনার আব্দুল্লাহ আল মামুন ঝোড়ো শুরু এনে দেন। ১৭ বলে ২ চার ও ২ ছক্কায় করেন ৩০ রান। ৪ ওভারেই ১ উইকেটে ৩৭ রান তুলে ফেলে দলটি। যেখানে চতুর্থ ওভারের শেষ বলে মামুনের উইকেট তুলে নেন শফিকুল ইসলাম। উইকেটের পেছনে ক্যাচ ধরেন শেখ জামাল অধিনায়ক নুরুল হাসান সোহান। ঝোড়ো শুরুর ধারাবাহিকতা অবশ্য ধরে রাখতে পারেনি রূপগঞ্জ। ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রান করেছে তারা। ইনিংস সর্বোচ্চ ৬৭ রান করেন সালমান হোসেন ইমন। ৯ নম্বরে নেমে ৮৭ বল খেলে ৪ চার ও ৩ ছক্কা মেরেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান করেছেন আসাদুল্লাহ আল গালিব। তিনি ব্যাটিং করেছেন ৮ নম্বরে। শেখ জামালের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন রিপন মন্ডল ও জিয়াউর রহমান। সাকিব ১০ ওভারে ৪৭ রানে নেন ১ উইকেট।
২২৯ রান তাড়া করতে নেমে দলীয় ১৫ রানেই উদ্বোধনী জুটি ভেঙে যায় শেখ জামালের। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে সৈকত আলীকে এলবিডব্লুর ফাদে ফেলেন আরিফুল জনি। শেখ জামাল ওপেনার সৈকত করেন ১০ বলে ১৫ রান। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব। ওপেনার সাইফ হাসানের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৯৪ রানের জুটি গড়তে অবদান রাখেন সাকিব। ২০ তম ওভারের দ্বিতীয় বলে সাকিবকে ফিরিয়ে জুটি ভাঙেন মোহাম্মদ আবু হাশিম। ৪৯ বলে ৪ চারে ৩৪ রান করেন সাকিব। সাকিবের পর সাইফ হাসান, নুরুল হাসান সোহান এই দুই ব্যাটারও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেন। ১ উইকেটে ১০৯ রান থেকে মুহূর্তেই শেখ জামালের স্কোর হয়ে যায় ৪ উইকেটে ১৪৫ রান। ২৭.১ ওভারে চতুর্থ উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি। পঞ্চম উইকেটে ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও ফজলে মাহমুদ রাব্বি। তাতে ৪৪.৩ ওভারে ৪ উইকেটে ২২৯ রান করে ফেলে শেখ জামাল। ৩৩ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন ফজলে মাহমুদ। ৮৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৬৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৯ রানের ইনিংসই শেখ জামালের সর্বোচ্চ ইনিংস।
অন্যদিকে এবারের ডিপিএলে প্রথম হার দেখল তামিমের প্রাইম ব্যাংক। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রথমে ব্যাটিং পেয়ে ৪৯.১ ওভারে ১৮১ রানে অলআউট হয়ে যায় প্রাইম ব্যাংক। ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করেন তামিম। ৮৮ বলের ইনিংসে ৬ চার মেরেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেন অলোক কাপালি। ৪৪ বলের ইনিংসে ৩টি করে চার ও ছক্কা মেরে অপরাজিত ছিলেন। রান তাড়া করতে নেমে ৪৬.৩ ওভারে ৪ উইকেটে ১৮৪ রান করে ফেলে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ২১ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন আব্দুল গাফফার সাকলাইন। গাজী গ্রুপ ক্রিকেটার্সের এই বোলার ৯.১ ওভার বোলিং করে ২৪ রানে ৪ উইকেট নেন তিনি।
তামিমদের হার ও সাকিবদের জয়ের দিনে জিতল আবাহনী। বিকেএসপির চার নম্বর মাঠে সিটি ক্লাবকে ৫২ রানে হারিয়েছে আবাহনী। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া আবাহনী ৭ উইকেটে করেছে ২১৭ রান। রান তাড়া করতে নেমে ৪০.৫ ওভারে ১৬৫ রানে অলআউট হয়েছে সিটি ক্লাব। ৫ ম্যাচের ৫ টিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আবাহনী।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২২ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে