নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) তত্ত্বাবধানে হওয়া ঢাকার প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগের লিগগুলো দেশের ক্রিকেটার তৈরির গুরুত্বপূর্ণ এক প্ল্যাটফর্ম। অথচ এই লিগগুলো যেন একটু আড়ালেই পড়ে থাকে, সেখানে বিতর্ক-সমালোচনাও কম নয়। লম্বা সময় এখানে ভালো পৃষ্ঠপোষকদেরও আসতে দেখা যায়নি, লিগগুলো পরিচালিত হতো বিসিবির নিজস্ব অর্থায়নে। এবার দেশের ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধিতে নিচের স্তরের এই লিগগুলোয় কোটি টাকার পৃষ্ঠপোষক করবে মেঘনা ব্যাংক।
আজ বিসিবির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছে, মেঘনা ব্যাংক এই মৌসুমে ১ কোটি টাকায় তিনটি লিগের মাঠ পর্যায়ের ব্র্যান্ডিংয়ের পৃষ্ঠপোষকতার সত্ত্ব পেয়েছে। বিসিবির বিপণন ও বাণিজ্যিক বিভাগের প্রধান ফাহিম সিনহা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগের মান নিয়ে বলেন, ‘আগের পরিস্থিতি সম্পর্কে বলতে পারব না, তবে এখন থেকে কীভাবে উন্নতি করা যায়, সে ব্যাপারে উদ্যোগ নিচ্ছি। উইকেটের মানও এবার ভালো করার লক্ষ্য থাকবে।’
মেঘনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কিমিওয়া সাদাত জানান, বহির্বিশ্ব যে কটি কারণে বাংলাদেশকে চেনে, ক্রিকেট তার অন্যতম। আর দেশে ভালো ক্রিকেটার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ। সে কারণেই এসব লিগে মেঘনা ব্যাংক পৃষ্ঠপোষক হিসেবে এসেছে। তবে নিচের স্তরের এসব লিগে আম্পায়ারিং, উইকেট, খেলার মান নিয়ে প্রশ্ন ও বিতর্ক হয় প্রায়। বিসিবির প্রভাবশালী কাউন্সিলরদের বিরুদ্ধে তাঁদের স্বার্থে ক্লাবগুলোর ম্যাচ গড়াপেটার মতো অভিযোগও আছে। এবার এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসার অঙ্গীকার করছে বিসিবি, তারা ঢাকার স্থানীয় লিগগুলোর শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নিচ্ছে বলে দাবি করেছে।
সিসিডিএমের তত্ত্বাবধানে পরিচালিত এ মৌসুমে তিনটি লিগের সূচি ঘোষণা করা হয়েছে। ২০ দলের অংশগ্রহণে তৃতীয় বিভাগের লিগ শুরু আগামী ২৫ অক্টোবর, চলবে ২০ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় বিভাগের লিগ ২৪ দলের অংশগ্রহণে শুরু ২০ নভেম্বর, শেষ ১০ জানুয়ারি। আর প্রথম বিভাগ ১২ জানুয়ারি শুরু হয়ে চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) তত্ত্বাবধানে হওয়া ঢাকার প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগের লিগগুলো দেশের ক্রিকেটার তৈরির গুরুত্বপূর্ণ এক প্ল্যাটফর্ম। অথচ এই লিগগুলো যেন একটু আড়ালেই পড়ে থাকে, সেখানে বিতর্ক-সমালোচনাও কম নয়। লম্বা সময় এখানে ভালো পৃষ্ঠপোষকদেরও আসতে দেখা যায়নি, লিগগুলো পরিচালিত হতো বিসিবির নিজস্ব অর্থায়নে। এবার দেশের ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধিতে নিচের স্তরের এই লিগগুলোয় কোটি টাকার পৃষ্ঠপোষক করবে মেঘনা ব্যাংক।
আজ বিসিবির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছে, মেঘনা ব্যাংক এই মৌসুমে ১ কোটি টাকায় তিনটি লিগের মাঠ পর্যায়ের ব্র্যান্ডিংয়ের পৃষ্ঠপোষকতার সত্ত্ব পেয়েছে। বিসিবির বিপণন ও বাণিজ্যিক বিভাগের প্রধান ফাহিম সিনহা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগের মান নিয়ে বলেন, ‘আগের পরিস্থিতি সম্পর্কে বলতে পারব না, তবে এখন থেকে কীভাবে উন্নতি করা যায়, সে ব্যাপারে উদ্যোগ নিচ্ছি। উইকেটের মানও এবার ভালো করার লক্ষ্য থাকবে।’
মেঘনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কিমিওয়া সাদাত জানান, বহির্বিশ্ব যে কটি কারণে বাংলাদেশকে চেনে, ক্রিকেট তার অন্যতম। আর দেশে ভালো ক্রিকেটার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ। সে কারণেই এসব লিগে মেঘনা ব্যাংক পৃষ্ঠপোষক হিসেবে এসেছে। তবে নিচের স্তরের এসব লিগে আম্পায়ারিং, উইকেট, খেলার মান নিয়ে প্রশ্ন ও বিতর্ক হয় প্রায়। বিসিবির প্রভাবশালী কাউন্সিলরদের বিরুদ্ধে তাঁদের স্বার্থে ক্লাবগুলোর ম্যাচ গড়াপেটার মতো অভিযোগও আছে। এবার এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসার অঙ্গীকার করছে বিসিবি, তারা ঢাকার স্থানীয় লিগগুলোর শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নিচ্ছে বলে দাবি করেছে।
সিসিডিএমের তত্ত্বাবধানে পরিচালিত এ মৌসুমে তিনটি লিগের সূচি ঘোষণা করা হয়েছে। ২০ দলের অংশগ্রহণে তৃতীয় বিভাগের লিগ শুরু আগামী ২৫ অক্টোবর, চলবে ২০ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় বিভাগের লিগ ২৪ দলের অংশগ্রহণে শুরু ২০ নভেম্বর, শেষ ১০ জানুয়ারি। আর প্রথম বিভাগ ১২ জানুয়ারি শুরু হয়ে চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৭ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৭ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৮ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১০ ঘণ্টা আগে