Ajker Patrika

রংপুরের জয়ে ঠিক হয়ে গেল বিপিএলের শেষ চার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ৪৪
রংপুরের জয়ে ঠিক হয়ে গেল বিপিএলের শেষ চার 

শেষ চার নিশ্চিত করতে রংপুর রাইডার্সের সমীকরণ খুব বেশি কঠিন ছিল না। শেষ চার ম্যাচে প্রয়োজন ছিল শুধু একটি জয়। রংপুর অবশ্য কালক্ষেপণ করেনি, তিন ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শেষ চার নিশ্চিত করল তারা।

তা-ই নয়, রংপুরের জয়ে ঠিক হয়ে গেল এই বিপিএলের শেষ চারও। সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর খেলবে শেষ চারে।

শেষ চারে যাওয়ার পথে রংপুরের জন্য বাধা ছিল ঢাকা ডমিনেটরস। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকাকে ২ উইকেটে হারিয়েই সেই বাধা উতরে যায় তারা।

বিপিএলের শুরু থেকেই ঢাকার ব্যাটিংয়ে দুর্দশা লেগেছিল। যে তিন ম্যাচে জয় পেয়েছিল, তাতে বোলারদের অবদানই ছিল বেশি। আজও অনেকটা একই রকম দৃশ্য দেখা গেল। আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৩০ রানের স্কোর পায় ঢাকা। পরে বল হাতে বোলাররা ম্যাচ জমিয়ে তোলেন।

শুরুতে ১১ রানে তিন টপ অর্ডারকে হারিয়ে চাপে পড়ে যায় ঢাকা। মিডল অর্ডারে আবদুল্লাহ আল মামুনের ২৩, অ্যালেক্স ব্লেকের ১৮ ও আরিফুল হকের সর্বোচ্চ ২৬ বলে ২৯ রানের ইনিংসে এই সংগ্রহ আসে। রংপুরের হয়ে আজমতউল্লাহ ওমরজাই ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

১৩১ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি রংপুরেরও। রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমে ফেরেন মোহাম্মদ নাঈম শেখ। দলের ৯ রানে আউট হন ওয়ানডাউনে ব্যাটিংয়ে নামা শেখ মেহেদী হাসান।

আরেক ওপেনার রনি তালুকদারকে তৃতীয় উইকেটে জয়ের ভিত গড়ে দেন নুরুল হাসান সোহান। ৬৫ বলে ৯৩ রানের জুটি গড়েন দুজনে। ৩৩ বলে ৬১ রানের দারুণ এক ইনিংস খেলেছেন সোহান। ইনিংসে ৭ চার ও ৩ ছক্কা। ৩৪ রান করেছেন রনি।

রনি-সোহান আউট হওয়ার পর দ্রুত ফেরেন শোয়েব মালিক ও মোহাম্মদ নওয়াজ। এতে চাপে পড়ে যায় রংপুর। তবে সপ্তম উইকেটে ওমরজাই ও হারিস রউফ দলকে লক্ষ্যে পৌঁছে দেন ৩ বল বাকি থাকতেই। দুজনেই ৭ রানে অপরাজিত থাকেন। ঢাকার হয়ে পেসার শরিফুল ইসলাম ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত