নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তিন সংস্করণের শুরু ও শেষের সম্ভাব্য সূচি আগেই ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সূচি অনুযায়ী হয়েছে বিপিএল ২০২৩। তবে ২০২৪ সাল, অর্থাৎ বিপিএলের আগামী সংস্করণ নিয়ে চলছে আলোচনা।
সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী বছরের ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি হওয়ার কথা বিপিএল ২০২৪। কিন্তু জানুয়ারির শুরুর দিকে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। এর কোনো প্রভাব বিপিএলে পড়বে কি না, সেটা নিয়েই ছিল সংশয়। তবে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক এসব শঙ্কা উড়িয়ে দিয়েছেন। নির্বাচনের পর পরই বিপিএল শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
এগিয়ে আসছে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের সময়। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে মল্লিক বলেছেন, ‘জাতীয় নির্বাচনের তারিখটা এখনো ঘোষণা দেয়নি। আমাদের বিপিএলটা কবে হতে পারে এ নিয়ে বোর্ড মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছে। জাতীয় নির্বাচনের পরপরই যেন বিপিএলটা শুরু করতে পারি। জাতীয় নির্বাচন হয়তো জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে বলে শোনা যাচ্ছে, মিডিয়ার মাধ্যমে।’
নির্বাচনের ওপরই সবকিছু নির্ভর করছে জানিয়ে একটা ধারণাও দিলেন মল্লিক, ‘সে ক্ষেত্রে হয়তো ১০ তারিখ (জানুয়ারির) বা উপযুক্ত দিন দেখে শুরু করব। আমাদের যে করেই হোক ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে। কারণ এর মধ্যে শ্রীলঙ্কা সিরিজ আছে। আর প্লেয়ার্স ড্রাফটটা আমরা চেষ্টা করব সেপ্টেম্বরের তৃতীয় বা শেষ সপ্তাহে শেষ করতে।’
বিপিএল শুরু হওয়ার সময়টাতে অন্যান্য দেশেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হয়। তখন বিদেশি ক্রিকেটাররাও খালি থাকেন না। এ ব্যাপারে বিসিবির তেমন কিছু করার নেই জানিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব বলেছেন, ‘বিসিবির ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে যোগাযোগে থাকে। গতবার যারা ছিল তাদের আমরা জানিয়ে দিয়েছি সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফট করবো। আমরা খেলাটা শুরু করতে চাই জানুয়ারি থেকে। যদি নির্বাচন তার আগে হয়, তাহলে তখনই করব। ভালো হতো নভেম্বর-ডিসেম্বর দেওয়া, কিন্তু তখন জাতীয় দলের খেলা আছে।'

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তিন সংস্করণের শুরু ও শেষের সম্ভাব্য সূচি আগেই ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সূচি অনুযায়ী হয়েছে বিপিএল ২০২৩। তবে ২০২৪ সাল, অর্থাৎ বিপিএলের আগামী সংস্করণ নিয়ে চলছে আলোচনা।
সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী বছরের ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি হওয়ার কথা বিপিএল ২০২৪। কিন্তু জানুয়ারির শুরুর দিকে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। এর কোনো প্রভাব বিপিএলে পড়বে কি না, সেটা নিয়েই ছিল সংশয়। তবে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক এসব শঙ্কা উড়িয়ে দিয়েছেন। নির্বাচনের পর পরই বিপিএল শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
এগিয়ে আসছে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের সময়। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে মল্লিক বলেছেন, ‘জাতীয় নির্বাচনের তারিখটা এখনো ঘোষণা দেয়নি। আমাদের বিপিএলটা কবে হতে পারে এ নিয়ে বোর্ড মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছে। জাতীয় নির্বাচনের পরপরই যেন বিপিএলটা শুরু করতে পারি। জাতীয় নির্বাচন হয়তো জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে বলে শোনা যাচ্ছে, মিডিয়ার মাধ্যমে।’
নির্বাচনের ওপরই সবকিছু নির্ভর করছে জানিয়ে একটা ধারণাও দিলেন মল্লিক, ‘সে ক্ষেত্রে হয়তো ১০ তারিখ (জানুয়ারির) বা উপযুক্ত দিন দেখে শুরু করব। আমাদের যে করেই হোক ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে। কারণ এর মধ্যে শ্রীলঙ্কা সিরিজ আছে। আর প্লেয়ার্স ড্রাফটটা আমরা চেষ্টা করব সেপ্টেম্বরের তৃতীয় বা শেষ সপ্তাহে শেষ করতে।’
বিপিএল শুরু হওয়ার সময়টাতে অন্যান্য দেশেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হয়। তখন বিদেশি ক্রিকেটাররাও খালি থাকেন না। এ ব্যাপারে বিসিবির তেমন কিছু করার নেই জানিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব বলেছেন, ‘বিসিবির ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে যোগাযোগে থাকে। গতবার যারা ছিল তাদের আমরা জানিয়ে দিয়েছি সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফট করবো। আমরা খেলাটা শুরু করতে চাই জানুয়ারি থেকে। যদি নির্বাচন তার আগে হয়, তাহলে তখনই করব। ভালো হতো নভেম্বর-ডিসেম্বর দেওয়া, কিন্তু তখন জাতীয় দলের খেলা আছে।'

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৬ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৮ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১২ ঘণ্টা আগে