নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংবাদ সম্মেলনে এমন লিটন দাসকে সবশেষ কবে দেখা গেছে? বেশিরভাগ সময়ই থাকেন তিনি বিমর্ষ অবস্থায়। সেখানে আজ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর লিটন দিয়েছেন হাসিমুখে। মজাও করেছেন বাংলাদেশের এই ব্যাটার।
লিটনের হাসিখুশি থাকার কারণ যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়, সেটা না বললেও চলছে। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৩৮ রান খেলে হয়েছেন ম্যাচসেরা। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পেতে লিটনকে অপেক্ষা করতে হয়েছে ২৮ মাস। পাকিস্তানের বিপক্ষে তিন অঙ্ক ছোঁয়ার ইনিংসটা ছিল ধ্বংসস্তূপে দাঁড়িয়ে। চাপ সামলে কীভাবে এত সুন্দর ব্যাটিং করেছেন পাকিস্তানে, সেটার উত্তর দিতে গিয়ে মজা করেছেন লিটন, ‘চাপ তো ভাই সব জায়গায়। শুধু ওপেন করলেই চাপ আর ছয়ে নামলেই চাপ নয়। ব্যাটার নাই ভুল কথা। আমার চেয়েও নিচে ভালো ব্যাটার মিরাজ আছে। তাই ব্যাটার আছে।’
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ২৬ রানে যখন ৬ উইকেট পড়ে যায়, তখন ব্যাটিংয়ে নামেন লিটন। মেহেদী হাসান মিরাজের সঙ্গে সপ্তম উইকেটে ১৬৫ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন লিটন। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে লিটন করেছেন ১৯৪ রান। বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার বলেন, ‘আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেট এমন একটা খেলা, সেখানে অনেক সময় আছে। আপনি যখনই ব্যাটিং করেন, শূন্য থেকে শুরু করে সারাদিন সময় থাকে, সেটাকে বাস্তবায়ন করার। যেভাবে অনুশীলন করতেছি, সেভাবেই চেষ্টা করছি ব্যাটিং করার।’
আন্তর্জাতিক ক্রিকেটে লিটনের পথচলা শুরু হয় ২০১৫ সালে। হুটহাট উইকেট উপহার দেওয়ার কারণে যিনি বারবার সমালোচিত, সেই লিটন এবার পাকিস্তান সিরিজে সাবলীল ব্যাটিং করেছেন। লম্বা সময় ধরে জাতীয় দলের হয়ে খেলা লিটন যে এখন আর ‘সম্ভাবনাময়ী, তরুণ’ এসব নয় সেটিও বললেন নিজে থেকে, ‘প্রায় ৯-১০ বছর হয়ে গেছে (আন্তর্জাতিক) ক্রিকেট খেলছি। অতটুকু অভিজ্ঞতা তো হয়েছে। এখন সময় দায়িত্ব নেওয়ার। এখন যদি দায়িত্ব না নিই, তবে আর কখন। দায়িত্ব নেওয়ার সময় এসেছে। তবে এমন না যে, প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে।’

সংবাদ সম্মেলনে এমন লিটন দাসকে সবশেষ কবে দেখা গেছে? বেশিরভাগ সময়ই থাকেন তিনি বিমর্ষ অবস্থায়। সেখানে আজ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর লিটন দিয়েছেন হাসিমুখে। মজাও করেছেন বাংলাদেশের এই ব্যাটার।
লিটনের হাসিখুশি থাকার কারণ যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়, সেটা না বললেও চলছে। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৩৮ রান খেলে হয়েছেন ম্যাচসেরা। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পেতে লিটনকে অপেক্ষা করতে হয়েছে ২৮ মাস। পাকিস্তানের বিপক্ষে তিন অঙ্ক ছোঁয়ার ইনিংসটা ছিল ধ্বংসস্তূপে দাঁড়িয়ে। চাপ সামলে কীভাবে এত সুন্দর ব্যাটিং করেছেন পাকিস্তানে, সেটার উত্তর দিতে গিয়ে মজা করেছেন লিটন, ‘চাপ তো ভাই সব জায়গায়। শুধু ওপেন করলেই চাপ আর ছয়ে নামলেই চাপ নয়। ব্যাটার নাই ভুল কথা। আমার চেয়েও নিচে ভালো ব্যাটার মিরাজ আছে। তাই ব্যাটার আছে।’
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ২৬ রানে যখন ৬ উইকেট পড়ে যায়, তখন ব্যাটিংয়ে নামেন লিটন। মেহেদী হাসান মিরাজের সঙ্গে সপ্তম উইকেটে ১৬৫ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন লিটন। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে লিটন করেছেন ১৯৪ রান। বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার বলেন, ‘আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেট এমন একটা খেলা, সেখানে অনেক সময় আছে। আপনি যখনই ব্যাটিং করেন, শূন্য থেকে শুরু করে সারাদিন সময় থাকে, সেটাকে বাস্তবায়ন করার। যেভাবে অনুশীলন করতেছি, সেভাবেই চেষ্টা করছি ব্যাটিং করার।’
আন্তর্জাতিক ক্রিকেটে লিটনের পথচলা শুরু হয় ২০১৫ সালে। হুটহাট উইকেট উপহার দেওয়ার কারণে যিনি বারবার সমালোচিত, সেই লিটন এবার পাকিস্তান সিরিজে সাবলীল ব্যাটিং করেছেন। লম্বা সময় ধরে জাতীয় দলের হয়ে খেলা লিটন যে এখন আর ‘সম্ভাবনাময়ী, তরুণ’ এসব নয় সেটিও বললেন নিজে থেকে, ‘প্রায় ৯-১০ বছর হয়ে গেছে (আন্তর্জাতিক) ক্রিকেট খেলছি। অতটুকু অভিজ্ঞতা তো হয়েছে। এখন সময় দায়িত্ব নেওয়ার। এখন যদি দায়িত্ব না নিই, তবে আর কখন। দায়িত্ব নেওয়ার সময় এসেছে। তবে এমন না যে, প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
১০ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
১১ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১২ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৫ ঘণ্টা আগে